...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

Internet এ নিরাপদ থাকার বিশ্বের সবচেয়ে সহজ উপায়

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft
 

আজকাল আমাদের সচেতনতার বড্ড অভাব লক্ষ্য করা হছে । আর তাই দিনে দিনে বড়ে চলেছে হ্যাকিং,ফিশিং ইত্যাদি ইত্যাদি । এমনও ওয়েবসাইট পাওয়া যায় যেখানে আপনি লগ ইন করলেই হ্যাকাররা তাদের ফাদ অনুযায়ী আপনার তথ্য চুরি করে ফেলে । আর আপনি ওয়েবসাইটটি নিরাপদ কিনা তা না জেনেই ফাদে পা দেন । তাই সময় এসেছে এসব সাইবার ক্রাইম থেকে সতর্ক হওয়ার । আর সে জন্যই মাই ওট সেফ সার্চ এড ওনটি চালু করা হয়েছে যা আমি অনেকদিন থেকেই ব্যাবহার করে আসছি । আপনাদের সতর্ক করার জন্য এটি শেয়ার করলাম । এটি আপনাকে বলে দিবে কোনটি নিরাপদ আর কোনটি নিরাপদ । তাই নিচের পদ্ধতি অনুসারে এডওনটি ইন্সটল করতে পারেন ।আশা করি আপনার কোন ক্ষতি হবে না ।

ঠিক এই ভাবেঃ


উপরের চিত্রে সবুজ দাগগুলি নিরাপদ,লাল গুলো খুব অনিরাপদ,আর হলুদ গুলো খানিকটা অনিরাপদ ।

এবার দেখি কি করতে হবেঃ

প্রথমে এই ওয়েবসাইটে যান

এরপর ডাউনলোড বাটনে ক্লিক করুন


এবার এডঅনটি ইন্সটল দিন । ব্রাউসারটি রি-স্টার্ট করুন ।


এবার হানীকর ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের মত ওয়ারনিং দেখাবে ।


তবুও যদি ignore করেছেন তো মরেছেন ।
বেশি কিছু লিখলাম না । 
এভাবে খুব সহজেই আপনি কাটা দিয়ে কাটা তুলতে পারবেন ।


Previous
Next Post »