...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

ছোট্ট একটি টুল দিয়ে আপনার PC আর Pendrive কে টিকা দিন জীবনেও ভাইরাস প্রবেশ করবে না !!

ছোট্ট একটি টুল দিয়ে আপনার PC আর Pendrive কে টিকা দিন জীবনেও ভাইরাস প্রবেশ করবে না !!
Shyamalsoft
the barcode printer: free barcode generator

আজ আপনাদের মাঝে একটি ছোট্ট কিন্তু দরকারি আর কাজের উইন্ডোজ পিসি
টুল নিয়ে এলাম। এর সম্বন্ধে হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না শুধু মাত্র তাদেরই জন্যে।

এর নাম হচ্ছে Panda USB Vaccine. এটি পান্ডা সিকিউরিটির একটি ফ্রী টুল।

বর্ণনা 

এটি আপনার পিসিতে ইন্সটল দেয়ার পর আপনার পিসিকে ভ্যাকসিনেট করতে বলবে ( নিচের ছবির মতো) Vaccinate PC অপশনে ক্লিক করে

একবার ভ্যাক্সিনেট করলে এই পিসিতে পেন্ড্রাইভ বা এই জাতীয় রিমুভেবল ড্রাইভ দ্বারা কখনোই ভাইরাস আক্রান্ত হবেনা
এমনকি আপনার পিসিতে এন্টি-ভাইরাস প্রোগ্রাম না থাকলেও না।
তাছাড়া এই পিসিতে যে কোন পেন্ড্রাইভ/মেমোরীকার্ড প্রবেশ করানোর সাথে সাথে নিছের ছবির মতো

পপআপ ওপেন হয়ে ভ্যাক্সিনেট করতে বলবে।


একবার ভ্যাক্সিনেট করার পর  ওই ড্রাইভে অন্য পিসি থেকে  জীবনে কখনোই ভাইরাস  আক্রান্ত হবেনা

তবে যদি  এটি ফরম্যাট করেন তবে আবার ভ্যাক্সিনেট করতে হবে।



Windows All Activator (XP,7,8 All Activator)

Shyamalsoft


Windows 8.1 বাজারে ছেড়েই বাজিমাত করেছে মাইক্রোসফট । কিন্তু সমস্যা হল এটা অ্যাক্টিভ করা নিয়ে । অধিকাংশও ক্ষেত্রে এটা অ্যাক্টিভ করা যায় না। আর ইন্টারনেটে যে গুলো পাওয়া যায় তার অধিকাংশও মাইক্রোসফট block করে রেখেছে । তবে চিন্তার কোন কারন নাই । আপনাদের জন্য নিয়ে এলাম 100% কার্যকর activator । 



আমার activator টা 64bit এবং ৩২ বিট এ কাজ করবে ।



How To Activate Windows 8.1

As you can see from the above feature, all that is need to activate your windows 8.1 activator is just a click from you. And your windows 8.1 will the activated and all those silly limitation will be lifted off from your os.





Activation Successful Screenshot !

DOWNLOAD




Streaming Youtube video with 256 Kb/s Speed

Streaming Youtube video with 256 Kb/s Speed
Shyamalsoft

মাত্র 256 Kb/s speed  এ অথবা others speed  এ Streaming ভাবে দেখুন Youtube Video. কোনরকম Buffering  ছাড়াই।

এজন্য আপনার প্রয়োজন হবে Real player.  নিচের link  এ গিয়ে Real player Download  করে আপনার PC  তে সাধারন ভাবে install  করে নিন। এটি Freeware  তাই License, Crack, Patch  এর দরকার হবে না।

http://www.filehippo.com/download_realplayer/

এবার কম স্পীডে Youtube Video play  করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।
  • প্রথমে আপনি যে Video  টি দেখতে চান তার webpage  এ যান।
  • এবার দেখুন আপনার Browser  এর Address Bar  এ Address  টি থাকবে এই রকম
www.youtube.com/watch?v=U89m0oG1AR8
  • এখন এই address  এর প্রথম “ www ”  কেটে সেখানে শুধু লিখুন “ m ” অর্থাৎ address  টি হবে নিচের screen shot  এর মত এরকম।
m.youtube.com/watch?v=U89m0oG1AR8



  youtube for mobile


  • এভাবে address bar  এর link  টি পরিবর্তন করে Enter  চাপুন।

  • এতে উপরের screen shot  এর মত webpage  ওপেন হবে। এখানে আপনার সেই আগের video  টি সবার উপরে থাকবে এবং video  এর নিচে “ watch video ”  এবং “ share video ”  দুটি option  থাকবে।
  • Video  টি দেখার জন্য “ watch video ”  তে click  করুন।
  • এতে একটি নতুন window  ওপেন হবে। সেখানে Real player  সহ এক বা একাধিক Media player  এর নামের list  থাকবে। List  থেকে Real player  সিলেক্ট করুন এবং OK  তে click  করুন।
  • এতেই আপনার Video  টি Real player  দিয়ে Play  হবে। আর video  টি চলবে স্বাভাবিক ভাবে কোন Buffering  ছাড়াই।
তবে যেহেতু Speed  কম তাই Play  করা video  এর quality  হবে 144P – 3gp  ফরমেটের quality.

সাইন-ইন ছাড়াই দেখুন Youtube এর adult rating এর ভিডিও (Extra Tune)

সাইন-ইন ছাড়াই দেখুন Youtube এর adult rating এর ভিডিও (Extra Tune)
Shyamalsoft



আজকের এই পোষ্ট youtube ব্যবহারকারী দের জন্য। যারা বিভিন্ন কাজে নিয়মিত youtube ব্যবহার করে থাকেন তারা এই সমস্যার সম্মুখীন হন। সমস্যা টি হচ্ছে Content warning. কিছু কিছু video তে content warning দেয়া থাকে এবং sign in না করে এসকল video দেখা যায় না।


youtube adult video without sign in 1


এখন থেকে sign in না করেই দেখা যাবে এসব Video.
এজন্য আপনাকে video url এ ছোট একটু পরিবর্তন করতে হবে।
Browser এর address Bar এ URL টি থাকে এরকম http://www.youtube.com/watch?……………………..
এই URL পরিবর্তন করে

এর www. এর পরে এবং youtube.com/watch?………………  এর আগে type করুন nsfw এবং
http:// টি কেটে দিন আর Enter দিন। এতে আপনার URL টি দাঁড়াবে www.nsfwyoutube.com/watch?…………………….

 বা

ধরুন https://www.youtube.com/watch?v=reJS4q4fO_c এ রকম প্রতেক url এ  watch? আর = টি remove করে  / চিঞ্ছ দিয়ে  enter দিন
তাহলে url টি হবে  

https://www.youtube.com/v/reJS4q4fO_c

 
youtube adult video without sign in 2

এই URL এ আর content warning থাকবে না। আপনি দেখতে পারবেন video টি কোন রকম sign in ছাড়াই।

 এছাড়া http://viewpure.com এ url টি copy করে paste করুন।ব্যস

Thanks 


আপনার কম্পিউটার winstep xtreme এর সাথে রাঙিয়ে তুলুন

 আপনার কম্পিউটার winstep xtreme এর সাথে রাঙিয়ে তুলুন
Shyamalsoft

আজ আপনাদের সাথে শেয়ার করবো winstep xtreme । সবাই হয়ত এই নামের সাথে আগে থেকেই পরিচিত । তবুও এর latest version 12.2 আপনাদের সাথে শেয়ার করলাম । যারা জানেন না তাঁদের বলছি এটা এমন একটা soft  যা দিয়ে আপনি আপনার desktop কে সম্পূর্ণ customize করতে পারবেন এবং দিতে পারবেন একটা চমৎকার outlook . এই ধরনের অনেক soft নেটে পাওয়া যায় তবে আমার মতে এটা best .  বেশী কথা বলতে চাই না ... ঝট পট download করে ফেলুন আর মজা নিন নতুন এক কম্পিউটিং অভিজ্ঞতার ।



ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ধন্যবাদ ।

বাংলা টেক্সট কনভার্টার সমূহ (Mega Tunes)

বাংলা টেক্সট কনভার্টার সমূহ (Mega Tunes)
Shyamalsoft


 
প্রিয় ভাই  Abhijit Banik এর জন্য আমার এই tune, but উপকৃত সবাই.
Total credit goes to my brother Banik, so I dedicate this tune to him.
Thanks Brother আমাকে ভাবানোর  জন্য.

:::::::::::::Problem  টা হল.. Bangla Script এ লেখা- (PDF file format) কোন converter বা web converter দিয়ে (DOC file format) এ Convert করার পর হিজিবিজি আসে Bangla আসে না:::::::::::

Solve নিচে দেওয়া হল।




আমরা যারা বর্তমানে কম্পিউটারে ইউনিকোড ব্যবহার করে বাংলা লেখালেখি করি, তাদের অধিকাংশই এক সময় বিজয় ব্যবহার করতাম। সেই সুবাদে আমাদের হার্ড ডিস্কে এখনও বিজয় ফরম্যাটে লেখা বিভিন্ন ফাইল রয়ে গেছে। এখন আমরা যদি সেই লেখাগুলোই ইউনিকোড ফরম্যাটে পেতে চাই, তাহলে কি সবগুলো ডকুমেন্ট আবার নতুন করে লিখতে হবে? মোটেই না। বিজয়ে লেখা টেক্সকে ইউনিকোডে অথবা ইউনিকোডে লেখা টেক্সটকে বিজয়ে রূপান্তর করার জন্য ইন্টারনেটে বেশ কিছু সফটওয়্যার এবং ওয়েবসাইট আছে। শুধু বিজয়ই নয়, এসব সফটওয়্যার এবং সাইট থেকে আপনি বৈশাখী, বংশী, প্রথমা প্রভৃতি ফরম্যাটকে ইউনিকোড এবং ইউনিকোডকে এসব ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। নিচে এ ধরনের কিছু সাইট এবং সফটওয়্যারের বর্ণনা দেওয়া হল :


মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক


বাংলা টেক্সট কনভার্টারের কথা বলতে গেলেই প্রথমেই বলতে হয় এস এম মাহবুব মুর্শেদের বাংলা ওয়োবটুলসের কথা। অসাধারণ একটি টুল এটি। এটি ব্যবহার করে আপনি অনলাইনে বসেই বিজয়, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক অথবা সামহোয়্যার-ইন-টেক্সট ফরম্যাটে টাইপ করতে পারবেন এবং সেই টাইপ করা লেখাকে ইউনিকোডে কনভার্ট করতে পারবেন। আবার বিপরীত ভাবে ইউনিকোড থেকে এসব ফরম্যাটের যেকোনটিতে রূপান্তরের জন্য আপনি বিজয়, ইউনিজয়, প্রভাত, অভ্র, বর্ণসফট, সামহোয়্যার-ইন এর যেকোন একটি লে-আউট ব্যবহার করে ইউনিকোডে টাইপ করতে পারবেন।


বাংলা ওয়োবটুলস প্রোগ্রামটি ডেভেলপ করেছেন এস এম মাহবুব মুর্শেদ এবং আহমেদ অরূপ কামাল। বর্তমানে এর ২.১.০ আলফা ১ সংস্করণটি ইন্টারনেটে আছে। এটি ব্যক্তিগত এবং অবানিজ্যিক ওপেন সোর্স প্রজেক্টে ব্যবহার জিপিএল ৩ (GPL 3) লাইসেন্সের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে কেউ এটাকে বানিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে তাকে একটি অনুমোদিত এন্টারপ্রাইজ লাইসেন্স ক্রয় করতে হবে।

ইন্টারনেটে সহজলভ্য অন্যান্য টেক্সট কনভার্টারের তুলনায় এর একটা বড় পার্থক্য হল, এটি শুধু কনভার্টারই নয়, এটি একই সাথে একটি বাংলা লিখন পদ্ধতিও। এছাড়া এর বংশী অপশনটা ব্যবহার করে জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলোর ইন্টারনেট সংস্করণের লেখাগুলোও ইউনিকোডে রূপান্তর করা যায়, যেই অপশন খুব কম কম কনভার্টারেই আছে।

বাংলা ওয়োবটুলস সফটওয়্যারটি মূলত অনলাইনে ব্যবহার করা উদ্দেশ্যে তৈরি করা হলেও আপনি এটাকে অফলাইনেও ব্যবহার করতে পারবেন। এর ডাউনলোড অপশনে গেলে অবশ্য আপনি কোন ফাইল খুজে পাবেন না। এটি অফলাইনে ব্যবহার করতে চাইলে আপনাকে ওয়েবপেজটি সেভ করতে হবে। যেহেতু এটি জাভাস্ক্রীপ্ট ভিত্তিক সফটওয়্যার, তাই শুধুমাত্র ওয়েবপেজটি সেভ করেই আপনি এটি অফলাইনে ব্যবহার করতে পারেবন।


বাংলা ওয়োবটুলসের ঠিকানা 

click here (For offline use )





Thanks