...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

Bluetooth software নিয়ে এলাম (IVT BlueSoleil 10.0.417.0) (64bit এবং 32bit) সাথে ১০০% নিশ্চয়তাসহ ফুল ভার্সন করার পদ্ধতি

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft



আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি ব্লুটুথ সফটওয়্যারের নতুন ভার্সনের ইন্সটলেশন পদ্ধতি নিয়ে কিছু  লিখব। অনেকে এটার নতুন ফুল ভার্সন খুঁজছেন যেটা ১০০% কাজ করে। অনেকদিনধরে আমিও এটার নতুন কার্যকারী ভার্সন খুজছিলাম। গতকাল পেয়ে গেলাম কার্যকারী নতুন ভার্সন। 

এবার কাজের কথায় আসি। প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । সব ফাইল ডাউনলোড করবেন।


ডাউনলোড করার পর নিম্মের চিত্রের মতো করে কাজ করুন


৬৪ বিটের জন্য amd64 এবং ৩২ বিটের জন্য x86 ফোল্ডার থেকে সেটাপ ফাইল রান করুন


পিসি রিস্টাট করার পর ডাউনলোড করা ফোল্ডার থেকে প্যাচ ফোল্ডারে যান। প্রথমে Disable Activation রান করুন। তারপর Patch রান করুন। নিম্মে চিত্রে দেখান হল কিভাবে কাজ করবেন


এবার আপনার ব্লুটুথ ডিভাইস কানেক্ট করুন। যারা ল্যাপটপে ইন্সটল করবেন তারা এবার  ব্লুটুথ অন করুন


ফুল ভার্সন হয়েছে কিনা তা দেখার জন্য নিম্মেরমতো কাজ করুন


ডিভাইস সার্চ করার জন্য নিম্মেরমত কাজ করুন


ডিভাইসটিতে ডাবল ক্লিক করার পর হাইলাইটেড আইকনগুলো শুধু আপনি ব্যাবহার করতে পারবেন।এটা নির্ভর করে আপনার ডিভাইসে কি কি ফাংশন  আছে সেগুলোর উপর


এবার ফাইল অ্যাক্সেস করতে চাইলে নিম্মেরমত কাজ করুন


মোবাইলে নোটিফিকেশন পাবেন। অ্যালাউ করে পাস কী দিন। সেটা আবার পিসি তে ও দিন।


নিম্মেরমত ড্রাইভ পাবেন। একটা ফোনের ইন্টারনাল মেমোরি  এবং অন্যটি এক্সটারনাল মেমোরি



এবার নিম্মেরমত করে ডিভাইস সেটিংস পরিবর্তন করুন। এটা করার সময় কোন ফোন সিলেক্ট করবেন না।


আপনি চাইলে নিম্মেরমত করেও ফাইল অ্যাক্সেস করতে পারেন

আরেকটি কথা আমি শুধু মোবাইল ডিভাইসের সাথে পিসি কানেকশন দেখিয়েছি। আপনি চাইলে পিসি টু পিসি কানেকশন করতে পারেন।
ধন্যবাদ

Previous
Next Post »