...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

পুনরুদ্ধার করুন....সহজেই ভাইরাসে Hidden হয়ে যাওয়া File

পুনরুদ্ধার করুন....সহজেই ভাইরাসে Hidden হয়ে যাওয়া File
Shyamalsoft


অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাওয়ার জন্য আমাদের পেনড্রাইভের অসংখ্য ফাইল হিডেন হয়ে যায়, যা পরবর্তিতে ফেরত আনা অনেক কস্টসাধ্য। আজ আমি যে সফটওয়্যারটি শেয়ার করব, তা দিয়ে আপনি মাত্র ৩ ক্লিকেই আপনার হিডেন ফাইলগুলো ফেরত আনতে পারবেন। এই সফটওয়ার টির নাম হল  LDC USB Show।


ফাইলটি এক্সট্রাক্ট করে সাধারণভাবে ইন্সটল করুন।
ইন্সটল করার পর USB Show সফটওয়ার টি ওপেন করুন।
এবার প্রথমে ল্যাংগুয়েজ চেঞ্জ করে ইংলিশ করে নিন।




এর পর "Recovery the hide files" এ ক্লিক করুন





এবার আপনার পেনড্রাইভের লোকেশন দেখিয়ে দিন, তারপর OK তে ক্লিক করুন।





এখন সফটওয়ারটি অটোমেটিক আপনার হারানো ফাইল গুলো উদ্ধার করে মেসেজ দিবে "USB Show has finished."

এরপর আপনার পেন ড্রাইভে ঢুকে দেখুন আপনার সব হিডেন ফাইল আনহাইড হয়ে গিয়েছে।

OR

Command prompt দিয়ে যেভাবে ভাইরাস আক্রান্ত USB Pen-drive এর লুকানো ফাইল উদ্ধার করবেন।
বি।দ্রঃ পেনড্রাইভ ফরমেট দিলে এটি দিয়ে কাজ হবে না।


EaseUs Data Recovery এর Latest Version সাথে Serial কী ! (Offline Registration পদ্ধতিসহ) free Download.. Harry Up

 EaseUs Data Recovery এর Latest Version সাথে Serial কী ! (Offline Registration পদ্ধতিসহ) free Download.. Harry Up
Shyamalsoft


আপনারা  এটি অত্যন্ত শক্তিশালী ডাটা রিকোভারি সফটওয়্যার 

EaseUs Data Recovery Wizard সম্পর্কে জানেন।। 

আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিতে 

পারেন।




ডাউনলোড শেষে ইন্সটল করুন। 

আশা করি সবাই পারবেন 


সিরিয়াল কী ডাউনলোড লিঙ্ক : সিরিয়াল কী ডাউনলোড 


এবার আমরা রেজিস্ট্রেশন করবো

 প্রথমে সফটওয়্যারটি ওপেন করা থাকলে ক্লোজ করে নিন। 

তারপর এর ইন্সটলেশন ডিরেক্টরিতে/ফোল্ডারে যান।  

সাধারনত ইন্সটলেশন ফোল্ডার থাকবে এখানে : 

C:\Program Files\EaseUS\EaseUS Data Recovery Wizard।  

অথবা আপনারা ডেস্কটপে আইকনের ওপর রাইট ক্লিক করে  Properties -

এ ক্লিক করুন।

 তারপর Open File Location-এ ক্লিক করুন।




এবার ইন্সটলেশন ফোল্ডারে  EuActiveOnline.dll ফাইলটি খুঁজে বের 

করুন।




এবার এটাকে রিনেম করে EuActiveOffline.dll  করে দিন। নিচের ছবির 

মত।




উপরের কাজটি আমরা করেছি অনলাইন অ্যাক্টিভিশন থেকে বাঁচার জন্য।  

এবার সফটওয়্যারটি ওপেন করুন। উইন্ডো ওপেন হলে ডান দিকে থাকা 

Register to Full Version -এ ক্লিক করুন।


এবার সিরিয়াল কী প্রবেশ করান ।


Activate -এ ক্লিক করুন।


হয়ে গেল EaseUs Data Recovery Wizard Professional Version 

....   Enjoy !