...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন ওয়েব ব্রাউজার দিয়ে............

যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন ওয়েব ব্রাউজার দিয়ে............
Shyamalsoft সব সময় ডেডিকেটেড ক্লায়েন্ট ব্যবহার করার ফলে আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। যেমন, ISP তাদের পোর্টগুলোর জন্য স্পীড কমিয়ে রাখতে পারে, কোন কোন টরেন্ট সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার এর মাধ্যমে পরিচালনা হতে পারে যা আমি উপরে আলোচনা করেছি অথবা তাদের দৈনন্দিন ব্যবহারে অসুবিধে হতে পারে। এছাড়াও, টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার না করে এর বিকল্প কিছু পদ্ধতি রয়েছে যা সম্পর্কে নিম্নে আলোচনা করা হল। ওয়েব ব্রাউজার Opera 12.18 সর্বপ্রথম BitTorrent তাদের ব্রাজারে সাপোর্ট করানোর একটি পদক্ষেপ নিয়েছিল। এরপরেই,  Wyzo, এবং Web Torrent মতো আরও কিছু ব্রাউজার BitTorrent সাপোর্ট করার পদক্ষেপ নিয়েছে। ফলে আপনি আপনার ওয়েব ব্রাউজার থেকে সহজেই সমস্ত টরেন্ট কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনার ব্রাউজার থেকেই সকল টরেন্ট ম্যানেজ করতে পারবেন সহজেই। তবে এটাও সত্যি যে, টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এ যে ফিচার গুলো রয়েছে আপনি সেই ফিচারগুলো আপনার ব্রাউজারে পাবেন না।   তারপরেও আপনি যদি এখনও আপনার প্রিয় ওয়েব ব্রাউজারটি দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে ব্যবহার করতে চান তবে কিছু এক্সটেনশনও রয়েছে যার মাধ্যেম আপনি আপনার ব্রাউজারে BitTorrent যুক্ত করতে পারবেন। উদাহরণস্বরূপ, BitFox হচ্ছে একটি এক্সটেনশন যার মাধ্যেম আপনি আপনার Mozilla Firefox এ BitTorrent সাপোর্ট করাতে পারবেন। ৮. গোপনীয়তা রক্ষা করা টরেন্ট ডাউনলোড BitTorrent এ অনেক সুবিধা থাকা সত্ত্বেও এটি এখনও একটি জনসাধারণের সাথে শেয়ার করার পদ্ধতি, নয় যার মাধ্যমে আপনি আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন না। আর গোপনীয়তা রক্ষা হল এমন একটি ফিচার, যা এই টরেন্ট ইন্ডাস্ট্রিতে  আরও ডেভলোপ করা প্রয়োজন।   আর এ জন্য টরেন্টের খারাপ খ্যাতি রয়েছে যে শুধু তা নয় এটি ব্যবহার করাও অনিরাপদ। এছাড়াও টরেন্ট ব্যবহার করেই সহজেই ব্ল্যাক হ্যাট হ্যাকারেরা তাদের টার্গেট ভিক্টিম কে অ্যাটাক করতে পারেন। তারা একটি ভিক্টিমকে অ্যাট্রাক্ট করতে একটি নতুন টরেন্ট ফাইল তৈরি করে, তারপর সেই টরেন্ট ফাইলের একটি আকর্ষণীয় নাম দিয়ে থাকে যাতে সবাই এটি ডাউনলোড করে, এরপর ম্যালওয়্যার তৈরি  করে এবং সেই ম্যালওয়্যারটি অন্য একটি ফাইলের ভিতরে রাখে। ফলে আপনার কম্পিউটার সহজেই র্যানসমওয়ার বা ট্রোজান ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পার। সর্বোপরি, কিছু ISP আপনার টরেন্ট কানেক্টশনটি ব্লক করে দিতে পারে এবং বেশির ভাগ ক্ষেত্রেই, তারা আপনার ইন্টারনেটের স্পীড কমিয়ে দিতে পারে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, কপিরাইট হোল্ডাররা আপনার IP অ্যাড্রেস ট্রাক করতে পারে আপনার ISP এর সাহায্য ছাড়াই। সেইফ ডাউনলোডিং প্রতিটি P2P-র ব্যবহারকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। কেননা আপনি গোপনীয়তা রক্ষার মাধ্যমে ম্যালিশিয়্যাস হ্যাকার থেকে বাঁচতে পারবেন, এছাড়াও ISP এর ব্যান্ডউইথ থ্রোটলিং এবং ক্রেজি কপিরাইট ভিজিল্যান্টস থেকে আড়ালে থাকতে পারেন সহজেই। আপনি যদি সিকিউরিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন এবং যদি আপনি একজন সিরিয়াস টরেন্ট ব্যবহারকারী হন তবে গোপনীয়তা রক্ষার জন্য বিকল্প একটি ব্যবস্থা রয়েছে, আর সেটি হল Seedbox! Seedbox সম্পর্কে জানবে আগামী ও শেষ পর্বে।   http://dlvr.it/RyxgJh
http://dlvr.it/Rz1cts

বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট

বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট
Shyamalsoft  আজকে থাকছে এর ৪র্থ পর্ব। আপনি যদি এর অনন্যা পর্বগুলো এখনও পড়ে না থাকেন তবে এখনই অনন্যা পর্বগুলো পড়ে নিন। তা না হলে আপনি এই পর্বটি বুঝতে পারবেন না। ৬. বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লাইন্ট আপনারা জানেন যে, টরেন্ট ফাইল এর তেমন কোন কাজ নেই কন্টেন্ট ডাউনলোড করা ছাড়া। আর আপনি এই টরেন্ট ফাইলটি ওপেন করতে টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার দিয়েই ওপেন করতে হবে এছাড়া তেমন কিছুই করার নেই। কিন্তু টরেন্ট ফাইল ওপেন করার জন্য প্রচুর ক্লায়েন্ট সফটওয়্যার রয়েছে, তবে তাদের মধ্যে কয়েকটি খুবই ভাল মানের এবং সর্বাধিক জনপ্রিয়। নিম্ন ৭টি সর্বাধিক জনপ্রিয় এবং কার্যকর টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করা হল। 1. uTorrent   uTorrent হচ্ছে সর্বাধিক জনপ্রিয় এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার যা বিট-টরেন্ট নিজেই কিনেছেন এবং রক্ষণাবেক্ষণ করছে। uTorrent 2005 সালে রিলিজ পেয়েছিল এবং সেরা টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার এর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে প্রথম দিকের স্থান এখনও ধরে রেখেছে। uTorrent রিলিজ পাওয়ার পর থেকেই জনপ্রিয় আর এই জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটি খুব লাইট ওয়েট এবং ব্যবহার করা খুবই সহজ। আর এই সফটওয়্যারটি এখনও ফ্রী সেবা দিয়ে যাচ্ছে তার একমাত্র কারণ এর অ্যাড সাপোর্টেড এবং থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা পরিচালিত হচ্ছে বলে। uTorrent ইন্সটল এর সময় কিছু অযাচিত কিছু সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে আপনার একটুখানি সচেতন হলেই অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল থেকে সহজেই এড়িয়ে যেতে পারবেন, এছাড়াও ইনস্টলেশন এর সময় সেটআপটি খুব সতর্কতার সাথে চেক করে ইন্সটল দিবেন এবং আর চেক করবেন কোনও অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল হচ্ছে কিনা। এছাড়াও আপনি uTorrent এ এম্বেড করা বিজ্ঞাপনগুলো থেকে বাঁচতে চাইলে আপনার পুরনো uTorrent কে আপদেট করে নিন, কেননা uTorrent এর নতুন ভার্সন এর মাধ্যমে আপনি সহজেই বিজ্ঞাপণ গুলি ডিসেবল করতে পারবেন। আর uTorrent এ বিজ্ঞাপণ থাকা সত্ত্বেও uTorrent এর ফিচার গুলিকে খুব ভাল মত ব্যালেন্স করতে পেরেছে বলে আমি মনে করি, কারন এটি খুবই লাইট ওয়েট সফটওয়্যার এবং এটি ব্যবহার করাও খুবই সোজা। uTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন। 2. BitTorrent BitTorrent ই হচ্ছে BitTorrent Inc. এর অরিজিনাল এবং অফিসিয়াল টরেন্ট এর ক্লায়েন্ট ডাউনলোডার সফটওয়্যার। uTorrent এর ইউজার ইন্টারফেসের সাথে BitTorrent ইউজার ইন্টারফেসের সাথে খুব মিল আছে তবে uTorrent এর তুলনায় BitTorrent কিছুটা ভারি সফটওয়্যার। আপনি BitTorrent ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তবে ফ্রী BitTorrent এ বিজ্ঞাপণ এবং থার্ড পার্টি সফ্টওয়্যার দ্বারা সাপোর্টেড। তবে আপনি যদি এড এবং অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ইন্সটল এড়াতে চাইলে BitTorrent এর প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। এছাড়াও টরেন্ট ফাইল খোঁজা সহজ করার জন্য BitTorrent ব্রাউজারের জন্য টুলবার নিয়ে এসেছে ফলে আপনি সহজেই সকল টরেন্ট ফাইল অনায়েসেই খুঁজে বের করতে পারবেন। এছাড়াও BitTorrent এর রয়েছে অসাধারণ কিছু ফিচার, যার মধ্যে রয়েছে ওয়েব-ভিত্তিক সীডিং, Posting এবং রিভিয়িং করার মত অসাধারন সব ফিচার। আর uTorrent থেকে BitTorrent এ আপনি একটি বাড়তি সুবিধা পাবেন, আর সুবিধাটি হল আপনি BitTorrent এর মাধ্যমে প্রাইভেট ট্র্যাকারদের সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন কিন্তু uTorrent সাধারণত তা রিজেক্ট করে থাকে। BitTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন। 3. qBittorrent qBittorrent এর অনেক ব্যবহারকারীর পছন্দের মাধ্যমে বোঝা যায়, ফ্রী এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে এটিও একটি অন্যতম টরেন্ট ক্লায়েন্ট।     qBittorrent ব্যবহার করা অত্যান্ত সহজ, স্পীড এবং ফিচার এর দিক থেকে এটি খুবই ব্যালেন্সড একটি সফটওয়্যার। আর এর উল্ল্যেখযোগ্য ফিচার গুলোর মধ্যে অন্যতম ফিচারগুলো হলঃ টরেন্ট সার্চ ইঞ্জিন, বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার, ওয়েব-বেইজ রিমোট কন্ট্রোল, আইপি ফিল্টারিং, টরেন্ট ফাইল ডাউনলোডে অগ্রাধিকার, টরেন্ট ফাইল তৈরি এবং এলার্ট সিস্টেম ইত্যাদি। তাছাড়াও সবচেয়ে বড় কথা হল, আপনি qBittorrent সফটওয়্যার এর সমস্ত ফিচার গুলো ফ্রিতে এবং তা সম্পূর্ণ বিজ্ঞাপণ এর ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি একাধারে উইন্ডোজ, লিনাক্স এবং Mac OSX এর জন্য ব্যবহার করতে পারবেন। qBittorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন। 4. Deluge এই টরেন্ট ক্লায়েন্টটি প্রথম 2006 সালে রিলিজ করা হয়েছিল। অন্যান্য সফটওয়্যার এর মত এটিও শুরুতে সর্বাধিক জনপ্রিয় ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে একটি। কারণ এটি কিছু ISP থেকে ব্যান্ডউইথ থ্রোটলিং এর বিরদ্ধে প্রতিরোধ করেছিল।  এখনও Deluge একটি টরেন্ট ক্লাইন্ট শক্তিশালী প্রতিযোগী অন্যান্য টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এর কাছে। আর এই ক্লায়েন্ট সফটওয়্যার এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি খুবই লাইট ওয়েট ও আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়াও প্লাগ-ইন গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি এটিকে সবচেয়ে সহজ অথবা সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এছাড়াও Deluge এর আরেকটি অসাধারণ বিষয় হল এটি সম্পূর্ণ ফ্রী এবং এতে কোন বিজ্ঞাপণ এর ঝামেলা নাই। এছাড়াও Deluge  এর কিছু ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য, ডাউনলোডের করা অবস্থায় মিডিয়া ফাইল স্ট্রিমিং করতে পারবেন, Encrypted ফাইল ডাউনলোড করতে পারবেন, প্রাইভেট টরেন্ট, আপনার ইন্টারনেট এর কন্ডিশন অনুযায়ী স্পীড নিয়ন্ত্রণ করা, গ্রাফ তৈরি করা এবং রিমোট ওয়েবের মাধ্যমে ক্লায়েন্টকে ম্যানেজ করা সহ আরো অনেক ফিচার। তাছাড়াও আপনি একই সাথে এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং FreeBSD তে ব্যবহার করতে পারবেন। Deluge এর সফটওয়্যার ডাউনলোড করতে এর অফিসিয়াল ওয়েব সাইটে যান অথবা এখানে ক্লিক করুন। 5. Vuze Vuze একসময় Azureus নামে পরিচিত ছিল। Vuze এর ইন্টারফেস uTorrent এর মতোই এবং বলা যায় যে এটি খুব ভাল ভাবেই শীর্ষ টরেন্ট ক্লায়েন্টদের সাথে প্রতিযোগীতা করছে।  Vuze হচ্ছে অসাধারণ একটি ফ্রী টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এবং এর রয়েছে অনেক কার্যকরী ফিচার। এর ফিচারগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য রিমোট ওয়েব ম্যানেজমেন্ট, বিল্টইন এইচডি ভিডিও প্লেয়ার এবং ব্রাউজার, ফাইল কনভারশন এবং আরো রয়েছে অসাধারণ স্ট্যাটিস্টিক এবং ভিজুয়ালাইযেশন ফিচার। এছাড়াও Vuze ব্যবহার করা খুবই সহজ এবং আপনি এই সফটওয়্যার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। এর রয়েছে বিভিন্ন ধরনের ফিচার ফলে Vuze সফটওয়্যারটি একটু ভারি হতে পারে। তাছাড়াও Vuze সফটওয়্যারটি আপনি বিনামূল্যে উপভোগ করতে পারবেন, তবে এর প্রিমিয়াম ভার্সনও রয়েছে যা আপনি বার্ষিক ফি প্রদান করে এর প্রিমিয়াম সব ফিচার উপভোগ করতে পারবেন। তবে প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করাই হবে উপযুক্ত পছন্দ কারণ প্রিমিয়াম ভার্সনে রয়েছে আছে অনেক অনেক অসাধারণ ফিচার এবং বিজ্ঞাপণ এর ঝামেলা থেকেও মুক্ত থাকবেন আপনি। এখান থেকে Vuze ডাউনলোড করুন এবং ব্যবহার করে দেখুন। 6. Transmission Transmission হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স ক্লায়েন্ট সফটওয়্যার আর এটি কেবলমাত্র ম্যাক এবং লিনাক্সের জন্য ডেভলপ করা হয়েছে। তাছাড়া এটি এখনও কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশনে ডিফল্ট ভাবে ইন্সটল করা থাকে। এছাড়া বর্তমানে, সামান্য মডিফাই করার মাধ্যেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।   আর এই ক্লায়েন্ট সফটওয়্যারে আছে আইপি ফিল্টারিং, এনক্রিপশন, ডাউনলোড সিডিউলিং এবং রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এর মতো উল্ল্যেখযোগ্য ফিচারগুলোর। তবে অন্য সব ক্লাইন্ট সফটওয়্যার এর থেকে এটা একটু আলাদা, কারণ এটি সুপার লাইট ওয়েট, খুবই সিম্পল ইন্টারফেস এবং লো রিসোর্স কঞ্জিউম অ্যাপ্লিকেশান। এছাড়াও এটি সম্পূর্ণ ফ্রী এবং সম্পূর্ণ বিজ্ঞাপণ মুক্ত একটি টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার। Transmission এর লেটেস্ট ভার্সন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 7. ruTorrent ruTorrent সর্বাধিক জনপ্রিয় না হলেও, ruTorrent সেরা টরেন্ট ক্লায়েন্টগুলির একটি হিসাবে উল্লেখযোগ্য। এছাড়া ruTorrent, কমান্ড লাইন ভিত্তিক একটি টরেন্ট ক্লায়েন্ট থেকে ওয়েব ফ্রন্ট এন্ড হিসাবে মার্কেটে আসে। তাছাড়া uTorrent এর WebUI অনুকরণ করেই ruTorrent তৈরি করা হয়েছে।   ruTorrent হচ্ছে ফ্রী, আর এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটি খুবই লাইটওয়েট একটি সফটওয়্যার। এছাড়াও ruTorrent হ'ল রিমোট টরেন্ট ম্যানেজমেন্টের জন্য উপযুক্ত পছন্দ এবং এটি খুব কম রিসোর্স ব্যববহার করে সিস্টেমে খুব সহজে চালানো যায়, আর এর মাধ্যমে আপনি জিরো থেকে একটি টরেন্ট ফাইল তৈরি করতে পারবেন অনায়েসেই। ruTorrent এর ফিচারগুলো অত্যন্ত কাস্টমাইজ করা যায়।  কিন্তু এর ক্লাইন্ট এবং ফিচারগুলো অ্যাডজাস্ট করা সাধারণ ইউজারদের জন্য কষ্টসাধ্যই বটে। ruTorrent এর অসাধারণ বিষয় হল এটি লো-এন্ড সার্ভার এবং এমনকি SOHO রাউটারগুলিতে ইনস্টল করা যায় সহজেই। আর এই কারণে, ruTorrent হচ্ছে Seedbox প্ল্যাটফর্ম এর জন্য সেরা পছন্দগুলির মধ্যে একটি।    আগামী পর্বে থাকছে * ৭. ওয়েব ব্রাউজার দিয়ে যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন * ৮. গোপনীয়তা রক্ষা করে টরেন্ট ডাউনলোড  ভালো থাকুন।     http://dlvr.it/RyxgJB
http://dlvr.it/Rz1ctd

টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?

টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?
Shyamalsoft   যদিও আমদের বিট-টরেন্টের সম্পর্কে একটি খারাপ ধারণা আছে যে বিট-টরেন্ট যেহেতু পাইরেটেড কন্টেন্ট শেয়ার করে তাই এটা ব্যবহার বৈধ নয়। এই ধারণা মোটেও সঠিক নয় এবং বিট-টরেন্টের প্রযুক্তি ও এর সাথে সম্পর্কিত সকল প্ল্যাটফর্ম 100% ব্যবহার বৈধ (বেশিরভাগ দেশেই বৈধ)। কিন্তু এই সমস্যাটি বিট-টরেন্টের প্রযুক্তির সাথে না থাকলেও এই প্ল্যাটফর্ম যখন কপিরাইট কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এর জন্য ব্যবহার করে থাকে তখনই আইনী সমস্যাগুলি শুরু হয়। আর যেহেতু বিট-টরেন্ট হচ্ছে সবচেয়ে কার্যকর ফাইল ডিস্ট্রিবিউশন পদ্ধতিগুলির মধ্যে একটি, তাই পাইরেটেকারীরা এটি খুবই দ্রুত গ্রহণ করে কপিরাইট কন্টেন্ট শেয়ার করে থাকে। ফলে বিট-টরেন্ট ব্যবহার করা তখনই অবৈধ হবে যখন কপিরাইট কন্টেন্ট ইন্টারনেটে ছড়িয়ে যেতে থাকবে। আপনারা যেনে থাকবান যে, টরেন্টিং আমেরিকার কিছু ছাত্ররা আবিস্কার হয়েছে, আর এর মাধ্যমে যখন কপিরাইট আইন অমান্য করা শুরু হয়েছিল তখন সরকার বিট-টরেন্টের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি রাজ্য়ের আদালতকে কঠিন সময় পার করতে হয়েছিল। অতঃপর তারা আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর সেটি হল সকল টরেন্ট ব্যবহার করা অবৈধ নয়। যদিও টরেন্টের বেশিরভাগই অবৈধ কেননা তাদের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগে রয়েছে, আবার এমন কিছু টরেন্ট সাইট রয়েছে যা পুরোপুরি লিগ্যাল বা বৈধ। এরপর তারা টরেন্ট ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জের সাথেও মুখোমুখি হয়েছিল। কেননা যারা পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং পাইরেটেড কন্টেন্ট মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে যায়। এছাড়াও পাইরেটেড সাইটগুলি পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে না তারা শুধু পাইরেটেড কন্টেন্ট ফাইল শেয়ার করতে পারবে এমন সীডারদের একটি তালিকা দিয়ে থাকে করে টরেন্ট ব্যবহার করা বৈধ তখনি যখন আপনি আপনার কম্োম্পানি বা বাড়ির মধ্যে এর মাধ্যমে কোনও বৈধ কন্টেন্ট শেয়ার করতে ব্যবহার করবেন। নিচে আমরা কিছু বাস্তব কেস দেখব যেখানে টরেন্ট ব্যবহার করা আইনত বৈধ: Blizzard Entertainment ব্যবহারকারীদের জন্য World of Warcraft, Starcraft, এবং Diablo III এর মতো জনপ্রিয় গেমগুলি ডাউনলোড করতে দেওয়ার জন্য নিজস্ব বিট-টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে থাকে। এছাড়াও আপনি যখন কোনও গেম অনলাইন থাকে কিনবেন, তখন আপনি এমন একটি গেম লঞ্চার পাবেন যাতে মাধ্যমে আপনি টরেন্ট এবং ক্লায়েন্ট রয়েছে যার মাধ্যমে আপনি সমস্ত কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন। ২০১০ সালে, যুক্তরাজ্য়ের সরকার বিট টরেন্টের মাধ্যমে সরকারি আর্থিক খাতের তথ্য প্রকাশ করে। তারা বিট টরেন্টের মাধ্যমে কিছু ডেটা রিসোর্স প্রকাশ করেছে যাতে সরকার ডাটাগুলো সেভ করে রাখতে পারে এবং এই ডাতা সেভ করতে যেন অরিরিক্ত খরচ না করতে হয়। ফেসবুক ইন্টারনালি বিট-টরেন্ট এর মাধ্যমে তাদের প্রতিদিনের নতুন কোড আপডেটগুলি পুশ করার জন্য ব্যবহার করে থাকে। "বিট-টরেন্ট যে কোনও সার্ভার স্থাপনের জন্য সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি, "বলেছেন ফেসবুকের সিস্টেম ইঞ্জিনিয়ার টম কুক। আপনি অফিসিয়াল বিট-টরেন্ট সাইট থেকে কোন পাইরেটেড কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও BitTorrent Inc এর দুর্দান্ত অন্যান্য প্রোডাক্ট এর মধ্যে যেমনঃ uTorrent এবং BitTorrent Syn, এই ক্লাইন্ট সফটওয়্যার গুলোও ফাইল বান্ডেল অফার করে থাকে। আর ফাইল বান্ডেল হ'ল 100% ব্যবহার করা বৈধ এবং আপনি এগুলো বিট-টরেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিট-টরেন্ট 100% বৈধ কন্টেন্ট অফার করে থাকে, কিন্তু বিট-টরেন্ট এর ক্লায়েন্টরা কী ব্যবহার করে সেই ব্যাপারে তাদের কোনও দায়বদ্ধতা নেই। তাছাড়া আপনি কপিরাইট আইন মেনে টরেন্ট ডাউনলোড করছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে বিস্তারিত নতুন একটি টিউন আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। সেখানে থেকে আরও বিস্তারিত জানতে পারবেন বিটটরেন্ট থেকে ডাউনলোড করার বৈধতা ও অবৈধতা সম্পর্কে।  আগামী পর্বে থাকছে  বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট সে পর্যন্ত ভালো থাকুন।   আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না। , তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো। আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান Shyamalsoft  এর মাধ্যমে। http://dlvr.it/RyxgCD
http://dlvr.it/Rz1crY

যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন ওয়েব ব্রাউজার দিয়ে............

যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন ওয়েব ব্রাউজার দিয়ে............
Shyamalsoft সব সময় ডেডিকেটেড ক্লায়েন্ট ব্যবহার করার ফলে আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। যেমন, ISP তাদের পোর্টগুলোর জন্য স্পীড কমিয়ে রাখতে পারে, কোন কোন টরেন্ট সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার এর মাধ্যমে পরিচালনা হতে পারে যা আমি উপরে আলোচনা করেছি অথবা তাদের দৈনন্দিন ব্যবহারে অসুবিধে হতে পারে। এছাড়াও, টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার না করে এর বিকল্প কিছু পদ্ধতি রয়েছে যা সম্পর্কে নিম্নে আলোচনা করা হল। ওয়েব ব্রাউজার Opera 12.18 সর্বপ্রথম BitTorrent তাদের ব্রাজারে সাপোর্ট করানোর একটি পদক্ষেপ নিয়েছিল। এরপরেই,  Wyzo, এবং Web Torrent মতো আরও কিছু ব্রাউজার BitTorrent সাপোর্ট করার পদক্ষেপ নিয়েছে। ফলে আপনি আপনার ওয়েব ব্রাউজার থেকে সহজেই সমস্ত টরেন্ট কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনার ব্রাউজার থেকেই সকল টরেন্ট ম্যানেজ করতে পারবেন সহজেই। তবে এটাও সত্যি যে, টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এ যে ফিচার গুলো রয়েছে আপনি সেই ফিচারগুলো আপনার ব্রাউজারে পাবেন না।   তারপরেও আপনি যদি এখনও আপনার প্রিয় ওয়েব ব্রাউজারটি দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে ব্যবহার করতে চান তবে কিছু এক্সটেনশনও রয়েছে যার মাধ্যেম আপনি আপনার ব্রাউজারে BitTorrent যুক্ত করতে পারবেন। উদাহরণস্বরূপ, BitFox হচ্ছে একটি এক্সটেনশন যার মাধ্যেম আপনি আপনার Mozilla Firefox এ BitTorrent সাপোর্ট করাতে পারবেন। ৮. গোপনীয়তা রক্ষা করা টরেন্ট ডাউনলোড BitTorrent এ অনেক সুবিধা থাকা সত্ত্বেও এটি এখনও একটি জনসাধারণের সাথে শেয়ার করার পদ্ধতি, নয় যার মাধ্যমে আপনি আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন না। আর গোপনীয়তা রক্ষা হল এমন একটি ফিচার, যা এই টরেন্ট ইন্ডাস্ট্রিতে  আরও ডেভলোপ করা প্রয়োজন।   আর এ জন্য টরেন্টের খারাপ খ্যাতি রয়েছে যে শুধু তা নয় এটি ব্যবহার করাও অনিরাপদ। এছাড়াও টরেন্ট ব্যবহার করেই সহজেই ব্ল্যাক হ্যাট হ্যাকারেরা তাদের টার্গেট ভিক্টিম কে অ্যাটাক করতে পারেন। তারা একটি ভিক্টিমকে অ্যাট্রাক্ট করতে একটি নতুন টরেন্ট ফাইল তৈরি করে, তারপর সেই টরেন্ট ফাইলের একটি আকর্ষণীয় নাম দিয়ে থাকে যাতে সবাই এটি ডাউনলোড করে, এরপর ম্যালওয়্যার তৈরি  করে এবং সেই ম্যালওয়্যারটি অন্য একটি ফাইলের ভিতরে রাখে। ফলে আপনার কম্পিউটার সহজেই র্যানসমওয়ার বা ট্রোজান ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পার। সর্বোপরি, কিছু ISP আপনার টরেন্ট কানেক্টশনটি ব্লক করে দিতে পারে এবং বেশির ভাগ ক্ষেত্রেই, তারা আপনার ইন্টারনেটের স্পীড কমিয়ে দিতে পারে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, কপিরাইট হোল্ডাররা আপনার IP অ্যাড্রেস ট্রাক করতে পারে আপনার ISP এর সাহায্য ছাড়াই। সেইফ ডাউনলোডিং প্রতিটি P2P-র ব্যবহারকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। কেননা আপনি গোপনীয়তা রক্ষার মাধ্যমে ম্যালিশিয়্যাস হ্যাকার থেকে বাঁচতে পারবেন, এছাড়াও ISP এর ব্যান্ডউইথ থ্রোটলিং এবং ক্রেজি কপিরাইট ভিজিল্যান্টস থেকে আড়ালে থাকতে পারেন সহজেই। আপনি যদি সিকিউরিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন এবং যদি আপনি একজন সিরিয়াস টরেন্ট ব্যবহারকারী হন তবে গোপনীয়তা রক্ষার জন্য বিকল্প একটি ব্যবস্থা রয়েছে, আর সেটি হল Seedbox! Seedbox সম্পর্কে জানবে আগামী ও শেষ পর্বে।  
http://dlvr.it/RyxgJh

বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট

বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট
Shyamalsoft  আজকে থাকছে এর ৪র্থ পর্ব। আপনি যদি এর অনন্যা পর্বগুলো এখনও পড়ে না থাকেন তবে এখনই অনন্যা পর্বগুলো পড়ে নিন। তা না হলে আপনি এই পর্বটি বুঝতে পারবেন না। ৬. বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লাইন্ট আপনারা জানেন যে, টরেন্ট ফাইল এর তেমন কোন কাজ নেই কন্টেন্ট ডাউনলোড করা ছাড়া। আর আপনি এই টরেন্ট ফাইলটি ওপেন করতে টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার দিয়েই ওপেন করতে হবে এছাড়া তেমন কিছুই করার নেই। কিন্তু টরেন্ট ফাইল ওপেন করার জন্য প্রচুর ক্লায়েন্ট সফটওয়্যার রয়েছে, তবে তাদের মধ্যে কয়েকটি খুবই ভাল মানের এবং সর্বাধিক জনপ্রিয়। নিম্ন ৭টি সর্বাধিক জনপ্রিয় এবং কার্যকর টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করা হল। 1. uTorrent   uTorrent হচ্ছে সর্বাধিক জনপ্রিয় এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার যা বিট-টরেন্ট নিজেই কিনেছেন এবং রক্ষণাবেক্ষণ করছে। uTorrent 2005 সালে রিলিজ পেয়েছিল এবং সেরা টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার এর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে প্রথম দিকের স্থান এখনও ধরে রেখেছে। uTorrent রিলিজ পাওয়ার পর থেকেই জনপ্রিয় আর এই জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটি খুব লাইট ওয়েট এবং ব্যবহার করা খুবই সহজ। আর এই সফটওয়্যারটি এখনও ফ্রী সেবা দিয়ে যাচ্ছে তার একমাত্র কারণ এর অ্যাড সাপোর্টেড এবং থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা পরিচালিত হচ্ছে বলে। uTorrent ইন্সটল এর সময় কিছু অযাচিত কিছু সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে আপনার একটুখানি সচেতন হলেই অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল থেকে সহজেই এড়িয়ে যেতে পারবেন, এছাড়াও ইনস্টলেশন এর সময় সেটআপটি খুব সতর্কতার সাথে চেক করে ইন্সটল দিবেন এবং আর চেক করবেন কোনও অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল হচ্ছে কিনা। এছাড়াও আপনি uTorrent এ এম্বেড করা বিজ্ঞাপনগুলো থেকে বাঁচতে চাইলে আপনার পুরনো uTorrent কে আপদেট করে নিন, কেননা uTorrent এর নতুন ভার্সন এর মাধ্যমে আপনি সহজেই বিজ্ঞাপণ গুলি ডিসেবল করতে পারবেন। আর uTorrent এ বিজ্ঞাপণ থাকা সত্ত্বেও uTorrent এর ফিচার গুলিকে খুব ভাল মত ব্যালেন্স করতে পেরেছে বলে আমি মনে করি, কারন এটি খুবই লাইট ওয়েট সফটওয়্যার এবং এটি ব্যবহার করাও খুবই সোজা। uTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন। 2. BitTorrent BitTorrent ই হচ্ছে BitTorrent Inc. এর অরিজিনাল এবং অফিসিয়াল টরেন্ট এর ক্লায়েন্ট ডাউনলোডার সফটওয়্যার। uTorrent এর ইউজার ইন্টারফেসের সাথে BitTorrent ইউজার ইন্টারফেসের সাথে খুব মিল আছে তবে uTorrent এর তুলনায় BitTorrent কিছুটা ভারি সফটওয়্যার। আপনি BitTorrent ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তবে ফ্রী BitTorrent এ বিজ্ঞাপণ এবং থার্ড পার্টি সফ্টওয়্যার দ্বারা সাপোর্টেড। তবে আপনি যদি এড এবং অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ইন্সটল এড়াতে চাইলে BitTorrent এর প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। এছাড়াও টরেন্ট ফাইল খোঁজা সহজ করার জন্য BitTorrent ব্রাউজারের জন্য টুলবার নিয়ে এসেছে ফলে আপনি সহজেই সকল টরেন্ট ফাইল অনায়েসেই খুঁজে বের করতে পারবেন। এছাড়াও BitTorrent এর রয়েছে অসাধারণ কিছু ফিচার, যার মধ্যে রয়েছে ওয়েব-ভিত্তিক সীডিং, Posting এবং রিভিয়িং করার মত অসাধারন সব ফিচার। আর uTorrent থেকে BitTorrent এ আপনি একটি বাড়তি সুবিধা পাবেন, আর সুবিধাটি হল আপনি BitTorrent এর মাধ্যমে প্রাইভেট ট্র্যাকারদের সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন কিন্তু uTorrent সাধারণত তা রিজেক্ট করে থাকে। BitTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন। 3. qBittorrent qBittorrent এর অনেক ব্যবহারকারীর পছন্দের মাধ্যমে বোঝা যায়, ফ্রী এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে এটিও একটি অন্যতম টরেন্ট ক্লায়েন্ট।     qBittorrent ব্যবহার করা অত্যান্ত সহজ, স্পীড এবং ফিচার এর দিক থেকে এটি খুবই ব্যালেন্সড একটি সফটওয়্যার। আর এর উল্ল্যেখযোগ্য ফিচার গুলোর মধ্যে অন্যতম ফিচারগুলো হলঃ টরেন্ট সার্চ ইঞ্জিন, বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার, ওয়েব-বেইজ রিমোট কন্ট্রোল, আইপি ফিল্টারিং, টরেন্ট ফাইল ডাউনলোডে অগ্রাধিকার, টরেন্ট ফাইল তৈরি এবং এলার্ট সিস্টেম ইত্যাদি। তাছাড়াও সবচেয়ে বড় কথা হল, আপনি qBittorrent সফটওয়্যার এর সমস্ত ফিচার গুলো ফ্রিতে এবং তা সম্পূর্ণ বিজ্ঞাপণ এর ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি একাধারে উইন্ডোজ, লিনাক্স এবং Mac OSX এর জন্য ব্যবহার করতে পারবেন। qBittorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন। 4. Deluge এই টরেন্ট ক্লায়েন্টটি প্রথম 2006 সালে রিলিজ করা হয়েছিল। অন্যান্য সফটওয়্যার এর মত এটিও শুরুতে সর্বাধিক জনপ্রিয় ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে একটি। কারণ এটি কিছু ISP থেকে ব্যান্ডউইথ থ্রোটলিং এর বিরদ্ধে প্রতিরোধ করেছিল।  এখনও Deluge একটি টরেন্ট ক্লাইন্ট শক্তিশালী প্রতিযোগী অন্যান্য টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এর কাছে। আর এই ক্লায়েন্ট সফটওয়্যার এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি খুবই লাইট ওয়েট ও আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়াও প্লাগ-ইন গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি এটিকে সবচেয়ে সহজ অথবা সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এছাড়াও Deluge এর আরেকটি অসাধারণ বিষয় হল এটি সম্পূর্ণ ফ্রী এবং এতে কোন বিজ্ঞাপণ এর ঝামেলা নাই। এছাড়াও Deluge  এর কিছু ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য, ডাউনলোডের করা অবস্থায় মিডিয়া ফাইল স্ট্রিমিং করতে পারবেন, Encrypted ফাইল ডাউনলোড করতে পারবেন, প্রাইভেট টরেন্ট, আপনার ইন্টারনেট এর কন্ডিশন অনুযায়ী স্পীড নিয়ন্ত্রণ করা, গ্রাফ তৈরি করা এবং রিমোট ওয়েবের মাধ্যমে ক্লায়েন্টকে ম্যানেজ করা সহ আরো অনেক ফিচার। তাছাড়াও আপনি একই সাথে এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং FreeBSD তে ব্যবহার করতে পারবেন। Deluge এর সফটওয়্যার ডাউনলোড করতে এর অফিসিয়াল ওয়েব সাইটে যান অথবা এখানে ক্লিক করুন। 5. Vuze Vuze একসময় Azureus নামে পরিচিত ছিল। Vuze এর ইন্টারফেস uTorrent এর মতোই এবং বলা যায় যে এটি খুব ভাল ভাবেই শীর্ষ টরেন্ট ক্লায়েন্টদের সাথে প্রতিযোগীতা করছে।  Vuze হচ্ছে অসাধারণ একটি ফ্রী টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এবং এর রয়েছে অনেক কার্যকরী ফিচার। এর ফিচারগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য রিমোট ওয়েব ম্যানেজমেন্ট, বিল্টইন এইচডি ভিডিও প্লেয়ার এবং ব্রাউজার, ফাইল কনভারশন এবং আরো রয়েছে অসাধারণ স্ট্যাটিস্টিক এবং ভিজুয়ালাইযেশন ফিচার। এছাড়াও Vuze ব্যবহার করা খুবই সহজ এবং আপনি এই সফটওয়্যার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। এর রয়েছে বিভিন্ন ধরনের ফিচার ফলে Vuze সফটওয়্যারটি একটু ভারি হতে পারে। তাছাড়াও Vuze সফটওয়্যারটি আপনি বিনামূল্যে উপভোগ করতে পারবেন, তবে এর প্রিমিয়াম ভার্সনও রয়েছে যা আপনি বার্ষিক ফি প্রদান করে এর প্রিমিয়াম সব ফিচার উপভোগ করতে পারবেন। তবে প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করাই হবে উপযুক্ত পছন্দ কারণ প্রিমিয়াম ভার্সনে রয়েছে আছে অনেক অনেক অসাধারণ ফিচার এবং বিজ্ঞাপণ এর ঝামেলা থেকেও মুক্ত থাকবেন আপনি। এখান থেকে Vuze ডাউনলোড করুন এবং ব্যবহার করে দেখুন। 6. Transmission Transmission হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স ক্লায়েন্ট সফটওয়্যার আর এটি কেবলমাত্র ম্যাক এবং লিনাক্সের জন্য ডেভলপ করা হয়েছে। তাছাড়া এটি এখনও কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশনে ডিফল্ট ভাবে ইন্সটল করা থাকে। এছাড়া বর্তমানে, সামান্য মডিফাই করার মাধ্যেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।   আর এই ক্লায়েন্ট সফটওয়্যারে আছে আইপি ফিল্টারিং, এনক্রিপশন, ডাউনলোড সিডিউলিং এবং রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এর মতো উল্ল্যেখযোগ্য ফিচারগুলোর। তবে অন্য সব ক্লাইন্ট সফটওয়্যার এর থেকে এটা একটু আলাদা, কারণ এটি সুপার লাইট ওয়েট, খুবই সিম্পল ইন্টারফেস এবং লো রিসোর্স কঞ্জিউম অ্যাপ্লিকেশান। এছাড়াও এটি সম্পূর্ণ ফ্রী এবং সম্পূর্ণ বিজ্ঞাপণ মুক্ত একটি টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার। Transmission এর লেটেস্ট ভার্সন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 7. ruTorrent ruTorrent সর্বাধিক জনপ্রিয় না হলেও, ruTorrent সেরা টরেন্ট ক্লায়েন্টগুলির একটি হিসাবে উল্লেখযোগ্য। এছাড়া ruTorrent, কমান্ড লাইন ভিত্তিক একটি টরেন্ট ক্লায়েন্ট থেকে ওয়েব ফ্রন্ট এন্ড হিসাবে মার্কেটে আসে। তাছাড়া uTorrent এর WebUI অনুকরণ করেই ruTorrent তৈরি করা হয়েছে।   ruTorrent হচ্ছে ফ্রী, আর এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটি খুবই লাইটওয়েট একটি সফটওয়্যার। এছাড়াও ruTorrent হ'ল রিমোট টরেন্ট ম্যানেজমেন্টের জন্য উপযুক্ত পছন্দ এবং এটি খুব কম রিসোর্স ব্যববহার করে সিস্টেমে খুব সহজে চালানো যায়, আর এর মাধ্যমে আপনি জিরো থেকে একটি টরেন্ট ফাইল তৈরি করতে পারবেন অনায়েসেই। ruTorrent এর ফিচারগুলো অত্যন্ত কাস্টমাইজ করা যায়।  কিন্তু এর ক্লাইন্ট এবং ফিচারগুলো অ্যাডজাস্ট করা সাধারণ ইউজারদের জন্য কষ্টসাধ্যই বটে। ruTorrent এর অসাধারণ বিষয় হল এটি লো-এন্ড সার্ভার এবং এমনকি SOHO রাউটারগুলিতে ইনস্টল করা যায় সহজেই। আর এই কারণে, ruTorrent হচ্ছে Seedbox প্ল্যাটফর্ম এর জন্য সেরা পছন্দগুলির মধ্যে একটি।    আগামী পর্বে থাকছে * ৭. ওয়েব ব্রাউজার দিয়ে যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন * ৮. গোপনীয়তা রক্ষা করে টরেন্ট ডাউনলোড  ভালো থাকুন।    
http://dlvr.it/RyxgJB

টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?

টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?
Shyamalsoft   যদিও আমদের বিট-টরেন্টের সম্পর্কে একটি খারাপ ধারণা আছে যে বিট-টরেন্ট যেহেতু পাইরেটেড কন্টেন্ট শেয়ার করে তাই এটা ব্যবহার বৈধ নয়। এই ধারণা মোটেও সঠিক নয় এবং বিট-টরেন্টের প্রযুক্তি ও এর সাথে সম্পর্কিত সকল প্ল্যাটফর্ম 100% ব্যবহার বৈধ (বেশিরভাগ দেশেই বৈধ)। কিন্তু এই সমস্যাটি বিট-টরেন্টের প্রযুক্তির সাথে না থাকলেও এই প্ল্যাটফর্ম যখন কপিরাইট কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এর জন্য ব্যবহার করে থাকে তখনই আইনী সমস্যাগুলি শুরু হয়। আর যেহেতু বিট-টরেন্ট হচ্ছে সবচেয়ে কার্যকর ফাইল ডিস্ট্রিবিউশন পদ্ধতিগুলির মধ্যে একটি, তাই পাইরেটেকারীরা এটি খুবই দ্রুত গ্রহণ করে কপিরাইট কন্টেন্ট শেয়ার করে থাকে। ফলে বিট-টরেন্ট ব্যবহার করা তখনই অবৈধ হবে যখন কপিরাইট কন্টেন্ট ইন্টারনেটে ছড়িয়ে যেতে থাকবে। আপনারা যেনে থাকবান যে, টরেন্টিং আমেরিকার কিছু ছাত্ররা আবিস্কার হয়েছে, আর এর মাধ্যমে যখন কপিরাইট আইন অমান্য করা শুরু হয়েছিল তখন সরকার বিট-টরেন্টের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি রাজ্য়ের আদালতকে কঠিন সময় পার করতে হয়েছিল। অতঃপর তারা আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর সেটি হল সকল টরেন্ট ব্যবহার করা অবৈধ নয়। যদিও টরেন্টের বেশিরভাগই অবৈধ কেননা তাদের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগে রয়েছে, আবার এমন কিছু টরেন্ট সাইট রয়েছে যা পুরোপুরি লিগ্যাল বা বৈধ। এরপর তারা টরেন্ট ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জের সাথেও মুখোমুখি হয়েছিল। কেননা যারা পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং পাইরেটেড কন্টেন্ট মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে যায়। এছাড়াও পাইরেটেড সাইটগুলি পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে না তারা শুধু পাইরেটেড কন্টেন্ট ফাইল শেয়ার করতে পারবে এমন সীডারদের একটি তালিকা দিয়ে থাকে করে টরেন্ট ব্যবহার করা বৈধ তখনি যখন আপনি আপনার কম্োম্পানি বা বাড়ির মধ্যে এর মাধ্যমে কোনও বৈধ কন্টেন্ট শেয়ার করতে ব্যবহার করবেন। নিচে আমরা কিছু বাস্তব কেস দেখব যেখানে টরেন্ট ব্যবহার করা আইনত বৈধ: Blizzard Entertainment ব্যবহারকারীদের জন্য World of Warcraft, Starcraft, এবং Diablo III এর মতো জনপ্রিয় গেমগুলি ডাউনলোড করতে দেওয়ার জন্য নিজস্ব বিট-টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে থাকে। এছাড়াও আপনি যখন কোনও গেম অনলাইন থাকে কিনবেন, তখন আপনি এমন একটি গেম লঞ্চার পাবেন যাতে মাধ্যমে আপনি টরেন্ট এবং ক্লায়েন্ট রয়েছে যার মাধ্যমে আপনি সমস্ত কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন। ২০১০ সালে, যুক্তরাজ্য়ের সরকার বিট টরেন্টের মাধ্যমে সরকারি আর্থিক খাতের তথ্য প্রকাশ করে। তারা বিট টরেন্টের মাধ্যমে কিছু ডেটা রিসোর্স প্রকাশ করেছে যাতে সরকার ডাটাগুলো সেভ করে রাখতে পারে এবং এই ডাতা সেভ করতে যেন অরিরিক্ত খরচ না করতে হয়। ফেসবুক ইন্টারনালি বিট-টরেন্ট এর মাধ্যমে তাদের প্রতিদিনের নতুন কোড আপডেটগুলি পুশ করার জন্য ব্যবহার করে থাকে। "বিট-টরেন্ট যে কোনও সার্ভার স্থাপনের জন্য সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি, "বলেছেন ফেসবুকের সিস্টেম ইঞ্জিনিয়ার টম কুক। আপনি অফিসিয়াল বিট-টরেন্ট সাইট থেকে কোন পাইরেটেড কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও BitTorrent Inc এর দুর্দান্ত অন্যান্য প্রোডাক্ট এর মধ্যে যেমনঃ uTorrent এবং BitTorrent Syn, এই ক্লাইন্ট সফটওয়্যার গুলোও ফাইল বান্ডেল অফার করে থাকে। আর ফাইল বান্ডেল হ'ল 100% ব্যবহার করা বৈধ এবং আপনি এগুলো বিট-টরেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিট-টরেন্ট 100% বৈধ কন্টেন্ট অফার করে থাকে, কিন্তু বিট-টরেন্ট এর ক্লায়েন্টরা কী ব্যবহার করে সেই ব্যাপারে তাদের কোনও দায়বদ্ধতা নেই। তাছাড়া আপনি কপিরাইট আইন মেনে টরেন্ট ডাউনলোড করছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে বিস্তারিত নতুন একটি টিউন আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। সেখানে থেকে আরও বিস্তারিত জানতে পারবেন বিটটরেন্ট থেকে ডাউনলোড করার বৈধতা ও অবৈধতা সম্পর্কে।  আগামী পর্বে থাকছে  বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট সে পর্যন্ত ভালো থাকুন।   আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না। , তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো। আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান Shyamalsoft  এর মাধ্যমে।
http://dlvr.it/RyxgCD

টরেন্টের ভবিষ্যৎ এবং Seedbox কী ও কীভাবে

টরেন্টের ভবিষ্যৎ এবং  Seedbox কী ও কীভাবে

Shyamalsoft

Seedbox কী এবং কীভাবে

Seedbox হচ্ছে ভিপিএস (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) বা ক্লাউডে স্থাপিত একটি ফিজিক্যাল ডেডিকেটেড সার্ভার। আর এগুলি টরেন্ট ডাউনলোড এবং আপলোডের নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর এ কারণেই Seedbox সার্ভারগুলির সাধারণত  উচ্চ-গতির ইন্টারনেটে সংযোগ থাকে এবং যা 24/7 পাওয়া যায়।

তাছাড়া কিছু প্রাইভেট টরেন্ট ট্র্যাকারদের হাইস্পিড এর ইন্টারনেট এর প্রয়োজন হয়, সুতরাং Seedbox ই হচ্ছে এর নিখুঁত সমাধান কেননা এটি সর্বদা একটিভ থাকে। যেহেতু এটি স্থাপন করা হয়েছে ফলে এর জন্য অতিরিক্ত স্থান, বিদ্যুত, ব্যান্ডউইথ বা ক্যাবলিংয়ের মতো জিনিসগুলির প্রয়োজন হয় না। তাই আপনি আপনার রিসোর্স এর জন্য ব্যয় না করে হাইস্পিড আপলোড নিশ্চিত করতে পারবেন।

আর এজন্য আপনাকে আপনার কম্পিউটারে কোনও টরেন্ট সফ্টওয়্যার ইনস্টল করতে হবে না কারণ সমস্ত টরেন্ট ডাউনলোড এবং আপলোড রিমোট টরেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করা হয়।

এছাড়াও Seedbox আর একটি সুবিধা হল আপনার পাবলিক ইন্টারনেট অ্যাড্রেস ইনভিজিবল থাকে ফলে আপনার নির্দিষ্ট অ্যাড্রেস ট্রাক করতে পারে না। কেবল Seedbox এর পাবলিক আইপি তে রিস্ক রয়েছে কারণ এটি সমস্ত বিশ্বের জন্য উন্মুক্ত অবস্থায় থাকে। আর টরেন্ট থেকে কন্টেন্ট ডাউনলোড করার সময় এটি আপনার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখে।


 

তাছাড়াও Seedbox এর ডেটা আপনি আপনার পিসিতে ডাউনলোড করতে পারবেন, কেননা এনক্রিপ্ট করা ফাইল ট্র্যান্সফার প্রোটোকল ব্যবহার করে ডাটা ট্র্যান্সফার করে থাকে, যেমনঃ SFTP বা FTPS।

কিছু Seedboxes পূর্ব-ইনস্টল করা থাকে Plex Media Server এ, যার মাধ্যমে আপনি আপনার সকল মিডিয়া ফাইল আপনার পছন্দের ডিভাইসে স্ট্রিমিং করতে পারবেন Seedbox এর সাহায্যে। সুতরাং আপনাকে আর কষ্ট করে ডেটা ডাউনলোড করতে হবে না। অন্য কথায় বলা যায়, আপনার Seedbox একটি দুর্দান্ত মিডিয়া সেন্টারে পরিণত হয়েছে যার মাধ্যমে আপনি আপনার মিডিয়া ফাইলগুলো যেকোন স্থানে বসে উপভোগ করতে পারবেন যেকোন ডিভাইসে।

১০. টরেন্টের ভবিষ্যৎ: এর পরে কী হতে পারে?

আমাদের বায়ুমন্ডল ও আকাশ সম্ভবত P2P ফাইল শেয়ার করে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আর এই টরেন্ট নিয়ে মিডিয়া ইন্ডাস্ট্রির প্রচুর অপছন্দ থাকা সত্ত্বেও, টরেন্ট কেবল স্থায়ী হচ্ছে তা কিন্তু নয়, টরেন্ট একই সাথে বিকশিতও হচ্ছে।

এছাড়াও টরেন্ট নেটওয়ার্ক হচ্ছে সমজাতীয় লোকদের নিয়ে একটি ডাইনামিক কমিউনিটি। আর টরেন্ট কমিউনিটি এতই বড় এবং ভৌগলিকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে সরকার এবং এজেন্সিগুলির পক্ষে তাদের থামানো প্রায় অসম্ভবই বটে।


 

শুধুমাত্র মিডিয়া প্রযোজকরাই এই টরেন্ট প্রযুক্তিটিকে একটি সুযোগ হিসাবে দেখছেন আর সময়ের সাথে সাথে এটি আরো বিকশিত হতে পারে সেই ধারণাই তারা প্রকাশ করেছে। নেটফ্লিক্সের কেসটির দিকে লক্ষ করুন যা আমি আগেই উল্ল্যেখ করেছিলাম এবং টরেন্ট কমিউনিটির মাধ্যমে ট্রেন্ড অনুসন্ধান করা হচ্ছে একটি অভিনব পন্থা।

কিন্তু সময় পরিবর্তন সাথে সাথে এবং ব্যবহারকারীরাও তাদেরকে অ্যাডজাস্ট করে ফেলেছেন। আর হাই-স্পিড ইন্টারনেট এবং স্ট্রিমিং সার্ভিসের গুলো P2P বিশ্বকে কাঁপাচ্ছে, ফলে চারদিকে কন্টেন্ট ডাউনলোডিং এর সাথে সাথে মিডিয়া স্ট্রিমিং ও বাড়ছে অভাবনীয় ভাবে। যদি আপনি কেবল মিডিয়া স্ট্রিমিং করে আপনার কাংখিত কন্টেন্ট দেখতে পারেন তবে কেন টরেন্ট ডাউনলোডের করে দীর্ঘ সময় ব্যয় করবেন?

আগে যেই সব ব্যবহারকারীরা টরেন্ট থেকে ডাউনলোড করতেন তারা Netflix, Hulu, Youtube বা Youtube এর মাধ্যমে তাদের কাংখিত কন্টেন্ট দেখে নিচ্ছে ডাউনলোডের ঝামেলা ছাড়াই। ফলে তাদেরকে আর টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করার পুরো প্রক্রিয়াটি অতিক্রম করতে হয় না, শুধুমাত্র অনলাইনে গিয়ে প্লে বাটনে ক্লিক করে কন্টেন্ট উপভোগ করা আরও সুবিধাজনক।


 

Plex Media Server, এর অন্য একটি অনলাইন সার্ভিস প্রদান করে যার মাধ্যমে আপনি আপনার মিডিয়া ফাইল্গুলো অরগানাইজ করতে এবং বিশ্বের যে কোনও জায়গায় থেকে স্ট্রিমিং করতে পারবেন। যারা সিরিয়াস টরেন্ট ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য Plex সত্যই খুবই কার্যকর টুলস হয়ে উঠেছে। তাছাড়া, আপনি কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে এটিকে পরিচালনা করবেন সেই সম্পর্কে এই লিঙ্কে ক্লিক করুন।

এমনকি কিছু টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ও অনলাইনে মিডিয়া স্ট্রিমিং সেবা প্রদান করা শুরু করেছে এর অত্যাধিক জনপ্রিয়তার কারনে। যেমনঃ uTorrent এবং BitLord টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার হচ্ছে একটি উদাহরণ যা স্ট্রিমিং এর সার্ভিস দেওয়া শুরু করেছে। তাই এখন আর আপনার কম্পিউটারে ফাইল ডাউনলোড করার প্রয়োজন নেই শুধু "Play Now" বা "প্লেব্যাক"  লিঙ্কে ক্লিক করেই কাংখিত কন্টেন্ট উপভোগ করার জন্য অফার করে থাকে।

 

এটি বিটটরেন্টে  এর শেষ পর্ব

 

যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন ওয়েব ব্রাউজার দিয়ে............

যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন ওয়েব ব্রাউজার দিয়ে............

Shyamalsoft

সব সময় ডেডিকেটেড ক্লায়েন্ট ব্যবহার করার ফলে আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। যেমন, ISP তাদের পোর্টগুলোর জন্য স্পীড কমিয়ে রাখতে পারে, কোন কোন টরেন্ট সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার এর মাধ্যমে পরিচালনা হতে পারে যা আমি উপরে আলোচনা করেছি অথবা তাদের দৈনন্দিন ব্যবহারে অসুবিধে হতে পারে। এছাড়াও, টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার না করে এর বিকল্প কিছু পদ্ধতি রয়েছে যা সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।

ওয়েব ব্রাউজার Opera 12.18 সর্বপ্রথম BitTorrent তাদের ব্রাজারে সাপোর্ট করানোর একটি পদক্ষেপ নিয়েছিল। এরপরেই,  Wyzo, এবং Web Torrent মতো আরও কিছু ব্রাউজার BitTorrent সাপোর্ট করার পদক্ষেপ নিয়েছে। ফলে আপনি আপনার ওয়েব ব্রাউজার থেকে সহজেই সমস্ত টরেন্ট কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনার ব্রাউজার থেকেই সকল টরেন্ট ম্যানেজ করতে পারবেন সহজেই। তবে এটাও সত্যি যে, টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এ যে ফিচার গুলো রয়েছে আপনি সেই ফিচারগুলো আপনার ব্রাউজারে পাবেন না।


 

তারপরেও আপনি যদি এখনও আপনার প্রিয় ওয়েব ব্রাউজারটি দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে ব্যবহার করতে চান তবে কিছু এক্সটেনশনও রয়েছে যার মাধ্যেম আপনি আপনার ব্রাউজারে BitTorrent যুক্ত করতে পারবেন।

উদাহরণস্বরূপ, BitFox হচ্ছে একটি এক্সটেনশন যার মাধ্যেম আপনি আপনার Mozilla Firefox এ BitTorrent সাপোর্ট করাতে পারবেন।

৮. গোপনীয়তা রক্ষা করা টরেন্ট ডাউনলোড

BitTorrent এ অনেক সুবিধা থাকা সত্ত্বেও এটি এখনও একটি জনসাধারণের সাথে শেয়ার করার পদ্ধতি, নয় যার মাধ্যমে আপনি আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন না। আর গোপনীয়তা রক্ষা হল এমন একটি ফিচার, যা এই টরেন্ট ইন্ডাস্ট্রিতে  আরও ডেভলোপ করা প্রয়োজন।


 

আর এ জন্য টরেন্টের খারাপ খ্যাতি রয়েছে যে শুধু তা নয় এটি ব্যবহার করাও অনিরাপদ। এছাড়াও টরেন্ট ব্যবহার করেই সহজেই ব্ল্যাক হ্যাট হ্যাকারেরা তাদের টার্গেট ভিক্টিম কে অ্যাটাক করতে পারেন। তারা একটি ভিক্টিমকে অ্যাট্রাক্ট করতে একটি নতুন টরেন্ট ফাইল তৈরি করে, তারপর সেই টরেন্ট ফাইলের একটি আকর্ষণীয় নাম দিয়ে থাকে যাতে সবাই এটি ডাউনলোড করে, এরপর ম্যালওয়্যার তৈরি  করে এবং সেই ম্যালওয়্যারটি অন্য একটি ফাইলের ভিতরে রাখে। ফলে আপনার কম্পিউটার সহজেই র্যানসমওয়ার বা ট্রোজান ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পার।

সর্বোপরি, কিছু ISP আপনার টরেন্ট কানেক্টশনটি ব্লক করে দিতে পারে এবং বেশির ভাগ ক্ষেত্রেই, তারা আপনার ইন্টারনেটের স্পীড কমিয়ে দিতে পারে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, কপিরাইট হোল্ডাররা আপনার IP অ্যাড্রেস ট্রাক করতে পারে আপনার ISP এর সাহায্য ছাড়াই।

সেইফ ডাউনলোডিং প্রতিটি P2P-র ব্যবহারকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। কেননা আপনি গোপনীয়তা রক্ষার মাধ্যমে ম্যালিশিয়্যাস হ্যাকার থেকে বাঁচতে পারবেন, এছাড়াও ISP এর ব্যান্ডউইথ থ্রোটলিং এবং ক্রেজি কপিরাইট ভিজিল্যান্টস থেকে আড়ালে থাকতে পারেন সহজেই। আপনি যদি সিকিউরিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন এবং যদি আপনি একজন সিরিয়াস টরেন্ট ব্যবহারকারী হন তবে গোপনীয়তা রক্ষার জন্য বিকল্প একটি ব্যবস্থা রয়েছে, আর সেটি হল Seedbox!

Seedbox সম্পর্কে জানবে আগামী ও শেষ পর্বে।

 

বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট

বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট

Shyamalsoft

 আজকে থাকছে এর ৪র্থ পর্ব। আপনি যদি এর অনন্যা পর্বগুলো এখনও পড়ে না থাকেন তবে এখনই অনন্যা পর্বগুলো পড়ে নিন। তা না হলে আপনি এই পর্বটি বুঝতে পারবেন না।

৬. বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লাইন্ট

আপনারা জানেন যে, টরেন্ট ফাইল এর তেমন কোন কাজ নেই কন্টেন্ট ডাউনলোড করা ছাড়া। আর আপনি এই টরেন্ট ফাইলটি ওপেন করতে টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার দিয়েই ওপেন করতে হবে এছাড়া তেমন কিছুই করার নেই। কিন্তু টরেন্ট ফাইল ওপেন করার জন্য প্রচুর ক্লায়েন্ট সফটওয়্যার রয়েছে, তবে তাদের মধ্যে কয়েকটি খুবই ভাল মানের এবং সর্বাধিক জনপ্রিয়। নিম্ন ৭টি সর্বাধিক জনপ্রিয় এবং কার্যকর টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করা হল।

1. uTorrent

 

uTorrent হচ্ছে সর্বাধিক জনপ্রিয় এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার যা বিট-টরেন্ট নিজেই কিনেছেন এবং রক্ষণাবেক্ষণ করছে।

uTorrent 2005 সালে রিলিজ পেয়েছিল এবং সেরা টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার এর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে প্রথম দিকের স্থান এখনও ধরে রেখেছে। uTorrent রিলিজ পাওয়ার পর থেকেই জনপ্রিয় আর এই জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটি খুব লাইট ওয়েট এবং ব্যবহার করা খুবই সহজ। আর এই সফটওয়্যারটি এখনও ফ্রী সেবা দিয়ে যাচ্ছে তার একমাত্র কারণ এর অ্যাড সাপোর্টেড এবং থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা পরিচালিত হচ্ছে বলে।

uTorrent ইন্সটল এর সময় কিছু অযাচিত কিছু সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে আপনার একটুখানি সচেতন হলেই অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল থেকে সহজেই এড়িয়ে যেতে পারবেন, এছাড়াও ইনস্টলেশন এর সময় সেটআপটি খুব সতর্কতার সাথে চেক করে ইন্সটল দিবেন এবং আর চেক করবেন কোনও অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল হচ্ছে কিনা। এছাড়াও আপনি uTorrent এ এম্বেড করা বিজ্ঞাপনগুলো থেকে বাঁচতে চাইলে আপনার পুরনো uTorrent কে আপদেট করে নিন, কেননা uTorrent এর নতুন ভার্সন এর মাধ্যমে আপনি সহজেই বিজ্ঞাপণ গুলি ডিসেবল করতে পারবেন। আর uTorrent এ বিজ্ঞাপণ থাকা সত্ত্বেও uTorrent এর ফিচার গুলিকে খুব ভাল মত ব্যালেন্স করতে পেরেছে বলে আমি মনে করি, কারন এটি খুবই লাইট ওয়েট সফটওয়্যার এবং এটি ব্যবহার করাও খুবই সোজা।

uTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন।

2. BitTorrent

BitTorrent ই হচ্ছে BitTorrent Inc. এর অরিজিনাল এবং অফিসিয়াল টরেন্ট এর ক্লায়েন্ট ডাউনলোডার সফটওয়্যার।

uTorrent এর ইউজার ইন্টারফেসের সাথে BitTorrent ইউজার ইন্টারফেসের সাথে খুব মিল আছে তবে uTorrent এর তুলনায় BitTorrent কিছুটা ভারি সফটওয়্যার। আপনি BitTorrent ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তবে ফ্রী BitTorrent এ বিজ্ঞাপণ এবং থার্ড পার্টি সফ্টওয়্যার দ্বারা সাপোর্টেড। তবে আপনি যদি এড এবং অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ইন্সটল এড়াতে চাইলে BitTorrent এর প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। এছাড়াও টরেন্ট ফাইল খোঁজা সহজ করার জন্য BitTorrent ব্রাউজারের জন্য টুলবার নিয়ে এসেছে ফলে আপনি সহজেই সকল টরেন্ট ফাইল অনায়েসেই খুঁজে বের করতে পারবেন।

এছাড়াও BitTorrent এর রয়েছে অসাধারণ কিছু ফিচার, যার মধ্যে রয়েছে ওয়েব-ভিত্তিক সীডিং, Posting এবং রিভিয়িং করার মত অসাধারন সব ফিচার। আর uTorrent থেকে BitTorrent এ আপনি একটি বাড়তি সুবিধা পাবেন, আর সুবিধাটি হল আপনি BitTorrent এর মাধ্যমে প্রাইভেট ট্র্যাকারদের সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন কিন্তু uTorrent সাধারণত তা রিজেক্ট করে থাকে।

BitTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন।

3. qBittorrent

qBittorrent এর অনেক ব্যবহারকারীর পছন্দের মাধ্যমে বোঝা যায়, ফ্রী এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে এটিও একটি অন্যতম টরেন্ট ক্লায়েন্ট।


 

 

qBittorrent ব্যবহার করা অত্যান্ত সহজ, স্পীড এবং ফিচার এর দিক থেকে এটি খুবই ব্যালেন্সড একটি সফটওয়্যার। আর এর উল্ল্যেখযোগ্য ফিচার গুলোর মধ্যে অন্যতম ফিচারগুলো হলঃ টরেন্ট সার্চ ইঞ্জিন, বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার, ওয়েব-বেইজ রিমোট কন্ট্রোল, আইপি ফিল্টারিং, টরেন্ট ফাইল ডাউনলোডে অগ্রাধিকার, টরেন্ট ফাইল তৈরি এবং এলার্ট সিস্টেম ইত্যাদি। তাছাড়াও সবচেয়ে বড় কথা হল, আপনি qBittorrent সফটওয়্যার এর সমস্ত ফিচার গুলো ফ্রিতে এবং তা সম্পূর্ণ বিজ্ঞাপণ এর ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি একাধারে উইন্ডোজ, লিনাক্স এবং Mac OSX এর জন্য ব্যবহার করতে পারবেন।

qBittorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন।

4. Deluge

এই টরেন্ট ক্লায়েন্টটি প্রথম 2006 সালে রিলিজ করা হয়েছিল। অন্যান্য সফটওয়্যার এর মত এটিও শুরুতে সর্বাধিক জনপ্রিয় ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে একটি। কারণ এটি কিছু ISP থেকে ব্যান্ডউইথ থ্রোটলিং এর বিরদ্ধে প্রতিরোধ করেছিল।


 এখনও Deluge একটি টরেন্ট ক্লাইন্ট শক্তিশালী প্রতিযোগী অন্যান্য টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এর কাছে। আর এই ক্লায়েন্ট সফটওয়্যার এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি খুবই লাইট ওয়েট ও আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়াও প্লাগ-ইন গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি এটিকে সবচেয়ে সহজ অথবা সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এছাড়াও Deluge এর আরেকটি অসাধারণ বিষয় হল এটি সম্পূর্ণ ফ্রী এবং এতে কোন বিজ্ঞাপণ এর ঝামেলা নাই।

এছাড়াও Deluge  এর কিছু ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য, ডাউনলোডের করা অবস্থায় মিডিয়া ফাইল স্ট্রিমিং করতে পারবেন, Encrypted ফাইল ডাউনলোড করতে পারবেন, প্রাইভেট টরেন্ট, আপনার ইন্টারনেট এর কন্ডিশন অনুযায়ী স্পীড নিয়ন্ত্রণ করা, গ্রাফ তৈরি করা এবং রিমোট ওয়েবের মাধ্যমে ক্লায়েন্টকে ম্যানেজ করা সহ আরো অনেক ফিচার। তাছাড়াও আপনি একই সাথে এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং FreeBSD তে ব্যবহার করতে পারবেন।

Deluge এর সফটওয়্যার ডাউনলোড করতে এর অফিসিয়াল ওয়েব সাইটে যান অথবা এখানে ক্লিক করুন

5. Vuze

Vuze একসময় Azureus নামে পরিচিত ছিল। Vuze এর ইন্টারফেস uTorrent এর মতোই এবং বলা যায় যে এটি খুব ভাল ভাবেই শীর্ষ টরেন্ট ক্লায়েন্টদের সাথে প্রতিযোগীতা করছে।


 Vuze হচ্ছে অসাধারণ একটি ফ্রী টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এবং এর রয়েছে অনেক কার্যকরী ফিচার। এর ফিচারগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য রিমোট ওয়েব ম্যানেজমেন্ট, বিল্টইন এইচডি ভিডিও প্লেয়ার এবং ব্রাউজার, ফাইল কনভারশন এবং আরো রয়েছে অসাধারণ স্ট্যাটিস্টিক এবং ভিজুয়ালাইযেশন ফিচার। এছাড়াও Vuze ব্যবহার করা খুবই সহজ এবং আপনি এই সফটওয়্যার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন।

এর রয়েছে বিভিন্ন ধরনের ফিচার ফলে Vuze সফটওয়্যারটি একটু ভারি হতে পারে। তাছাড়াও Vuze সফটওয়্যারটি আপনি বিনামূল্যে উপভোগ করতে পারবেন, তবে এর প্রিমিয়াম ভার্সনও রয়েছে যা আপনি বার্ষিক ফি প্রদান করে এর প্রিমিয়াম সব ফিচার উপভোগ করতে পারবেন। তবে প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করাই হবে উপযুক্ত পছন্দ কারণ প্রিমিয়াম ভার্সনে রয়েছে আছে অনেক অনেক অসাধারণ ফিচার এবং বিজ্ঞাপণ এর ঝামেলা থেকেও মুক্ত থাকবেন আপনি।

এখান থেকে Vuze ডাউনলোড করুন এবং ব্যবহার করে দেখুন।

6. Transmission

Transmission হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স ক্লায়েন্ট সফটওয়্যার আর এটি কেবলমাত্র ম্যাক এবং লিনাক্সের জন্য ডেভলপ করা হয়েছে। তাছাড়া এটি এখনও কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশনে ডিফল্ট ভাবে ইন্সটল করা থাকে। এছাড়া বর্তমানে, সামান্য মডিফাই করার মাধ্যেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।

 

আর এই ক্লায়েন্ট সফটওয়্যারে আছে আইপি ফিল্টারিং, এনক্রিপশন, ডাউনলোড সিডিউলিং এবং রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এর মতো উল্ল্যেখযোগ্য ফিচারগুলোর। তবে অন্য সব ক্লাইন্ট সফটওয়্যার এর থেকে এটা একটু আলাদা, কারণ এটি সুপার লাইট ওয়েট, খুবই সিম্পল ইন্টারফেস এবং লো রিসোর্স কঞ্জিউম অ্যাপ্লিকেশান। এছাড়াও এটি সম্পূর্ণ ফ্রী এবং সম্পূর্ণ বিজ্ঞাপণ মুক্ত একটি টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার।

Transmission এর লেটেস্ট ভার্সন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

7. ruTorrent

ruTorrent সর্বাধিক জনপ্রিয় না হলেও, ruTorrent সেরা টরেন্ট ক্লায়েন্টগুলির একটি হিসাবে উল্লেখযোগ্য। এছাড়া ruTorrent, কমান্ড লাইন ভিত্তিক একটি টরেন্ট ক্লায়েন্ট থেকে ওয়েব ফ্রন্ট এন্ড হিসাবে মার্কেটে আসে। তাছাড়া uTorrent এর WebUI অনুকরণ করেই ruTorrent তৈরি করা হয়েছে।


 

ruTorrent হচ্ছে ফ্রী, আর এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটি খুবই লাইটওয়েট একটি সফটওয়্যার। এছাড়াও ruTorrent হ'ল রিমোট টরেন্ট ম্যানেজমেন্টের জন্য উপযুক্ত পছন্দ এবং এটি খুব কম রিসোর্স ব্যববহার করে সিস্টেমে খুব সহজে চালানো যায়, আর এর মাধ্যমে আপনি জিরো থেকে একটি টরেন্ট ফাইল তৈরি করতে পারবেন অনায়েসেই। ruTorrent এর ফিচারগুলো অত্যন্ত কাস্টমাইজ করা যায়।  কিন্তু এর ক্লাইন্ট এবং ফিচারগুলো অ্যাডজাস্ট করা সাধারণ ইউজারদের জন্য কষ্টসাধ্যই বটে।

ruTorrent এর অসাধারণ বিষয় হল এটি লো-এন্ড সার্ভার এবং এমনকি SOHO রাউটারগুলিতে ইনস্টল করা যায় সহজেই। আর এই কারণে, ruTorrent হচ্ছে Seedbox প্ল্যাটফর্ম এর জন্য সেরা পছন্দগুলির মধ্যে একটি।

 

 আগামী পর্বে থাকছে

  • ৭. ওয়েব ব্রাউজার দিয়ে যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন
  • ৮. গোপনীয়তা রক্ষা করে টরেন্ট ডাউনলোড
 ভালো থাকুন।

 


 

টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?

টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?
Shyamalsoft 
 
 যদিও আমদের বিট-টরেন্টের সম্পর্কে একটি খারাপ ধারণা আছে যে বিট-টরেন্ট যেহেতু পাইরেটেড কন্টেন্ট শেয়ার করে তাই এটা ব্যবহার বৈধ নয়। এই ধারণা মোটেও সঠিক নয় এবং বিট-টরেন্টের প্রযুক্তি ও এর সাথে সম্পর্কিত সকল প্ল্যাটফর্ম 100% ব্যবহার বৈধ (বেশিরভাগ দেশেই বৈধ)। কিন্তু এই সমস্যাটি বিট-টরেন্টের প্রযুক্তির সাথে না থাকলেও এই প্ল্যাটফর্ম যখন কপিরাইট কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এর জন্য ব্যবহার করে থাকে তখনই আইনী সমস্যাগুলি শুরু হয়। আর যেহেতু বিট-টরেন্ট হচ্ছে সবচেয়ে কার্যকর ফাইল ডিস্ট্রিবিউশন পদ্ধতিগুলির মধ্যে একটি, তাই পাইরেটেকারীরা এটি খুবই দ্রুত গ্রহণ করে কপিরাইট কন্টেন্ট শেয়ার করে থাকে। ফলে বিট-টরেন্ট ব্যবহার করা তখনই অবৈধ হবে যখন কপিরাইট কন্টেন্ট ইন্টারনেটে ছড়িয়ে যেতে থাকবে।
আপনারা যেনে থাকবান যে, টরেন্টিং আমেরিকার কিছু ছাত্ররা আবিস্কার হয়েছে, আর এর মাধ্যমে যখন কপিরাইট আইন অমান্য করা শুরু হয়েছিল তখন সরকার বিট-টরেন্টের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি রাজ্য়ের আদালতকে কঠিন সময় পার করতে হয়েছিল। অতঃপর তারা আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর সেটি হল সকল টরেন্ট ব্যবহার করা অবৈধ নয়। যদিও টরেন্টের বেশিরভাগই অবৈধ কেননা তাদের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগে রয়েছে, আবার এমন কিছু টরেন্ট সাইট রয়েছে যা পুরোপুরি লিগ্যাল বা বৈধ। এরপর তারা টরেন্ট ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জের সাথেও মুখোমুখি হয়েছিল। কেননা যারা পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং পাইরেটেড কন্টেন্ট মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে যায়। এছাড়াও পাইরেটেড সাইটগুলি পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে না তারা শুধু পাইরেটেড কন্টেন্ট ফাইল শেয়ার করতে পারবে এমন সীডারদের একটি তালিকা দিয়ে থাকে করে টরেন্ট ব্যবহার করা বৈধ তখনি যখন আপনি আপনার কম্োম্পানি বা বাড়ির মধ্যে এর মাধ্যমে কোনও বৈধ কন্টেন্ট শেয়ার করতে ব্যবহার করবেন। নিচে আমরা কিছু বাস্তব কেস দেখব যেখানে টরেন্ট ব্যবহার করা আইনত বৈধ: Blizzard Entertainment ব্যবহারকারীদের জন্য World of Warcraft, Starcraft, এবং Diablo III এর মতো জনপ্রিয় গেমগুলি ডাউনলোড করতে দেওয়ার জন্য নিজস্ব বিট-টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে থাকে। এছাড়াও আপনি যখন কোনও গেম অনলাইন থাকে কিনবেন, তখন আপনি এমন একটি গেম লঞ্চার পাবেন যাতে মাধ্যমে আপনি টরেন্ট এবং ক্লায়েন্ট রয়েছে যার মাধ্যমে আপনি সমস্ত কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন। ২০১০ সালে, যুক্তরাজ্য়ের সরকার বিট টরেন্টের মাধ্যমে সরকারি আর্থিক খাতের তথ্য প্রকাশ করে। তারা বিট টরেন্টের মাধ্যমে কিছু ডেটা রিসোর্স প্রকাশ করেছে যাতে সরকার ডাটাগুলো সেভ করে রাখতে পারে এবং এই ডাতা সেভ করতে যেন অরিরিক্ত খরচ না করতে হয়। ফেসবুক ইন্টারনালি বিট-টরেন্ট এর মাধ্যমে তাদের প্রতিদিনের নতুন কোড আপডেটগুলি পুশ করার জন্য ব্যবহার করে থাকে। "বিট-টরেন্ট যে কোনও সার্ভার স্থাপনের জন্য সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি, "বলেছেন ফেসবুকের সিস্টেম ইঞ্জিনিয়ার টম কুক। আপনি অফিসিয়াল বিট-টরেন্ট সাইট থেকে কোন পাইরেটেড কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও BitTorrent Inc এর দুর্দান্ত অন্যান্য প্রোডাক্ট এর মধ্যে যেমনঃ uTorrent এবং BitTorrent Syn, এই ক্লাইন্ট সফটওয়্যার গুলোও ফাইল বান্ডেল অফার করে থাকে। আর ফাইল বান্ডেল হ'ল 100% ব্যবহার করা বৈধ এবং আপনি এগুলো বিট-টরেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিট-টরেন্ট 100% বৈধ কন্টেন্ট অফার করে থাকে, কিন্তু বিট-টরেন্ট এর ক্লায়েন্টরা কী ব্যবহার করে সেই ব্যাপারে তাদের কোনও দায়বদ্ধতা নেই। তাছাড়া আপনি কপিরাইট আইন মেনে টরেন্ট ডাউনলোড করছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে বিস্তারিত নতুন একটি টিউন আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। সেখানে থেকে আরও বিস্তারিত জানতে পারবেন বিটটরেন্ট থেকে ডাউনলোড করার বৈধতা ও অবৈধতা সম্পর্কে। 
 
আগামী পর্বে থাকছে  বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট সে পর্যন্ত ভালো থাকুন। 
 
 আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না। , তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো। আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান Shyamalsoft  এর মাধ্যমে।