...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

ব্রডব্যা্ন্ড দিয়ে Desktop, laptop এর Net চালান Android এ USB দিয়ে !!!

Shyamalsoft


 কিভাবে Broadband connection দিয়ে আপনার Android এ Net চালাবেন

আপনাদের অনেকেরই  Broadband connection রয়েছে, এখন সেই Broadband দিয়ে  Android এ net কিভাবে  চালাবেন তা জেনে  রাখুন, কথা না বাড়িয়ে কৌশল এ যাওয়া যাক..

1.যা যা লাগবে-*Broadband connection

*Any rooted Android phone

*Reverse Thether software (play store এ paid software, আপনাদেরকে ফ্রি দিচ্ছি!

download from here>>   

2.আপনার computer এ Network and connection এ জান>যেই broadband connection টি active আছে right click করে properties এ জান> এরপর Sharing click করুন এবং চিএের মত প্রথম box টি check করুন এবং OK দিন



1
pic1
f

3.এবার আপনার Root করা Android Mobile এ জান।এবার নিন্মের ধাপগুলো follow করুন

i)Settings>More> Tethering and hotspot> Check on USB tethering

d
gg
d

(ভিন্ন ভিন্ন  Mobile এ option টি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, আপনাকে option  টি  খুঁজে বের করতে হবে। Screenshot এর option টি Ice creme Sand which এর)

ii)Settings> Developer option>Check on  USB debugging

d
dd

4.এবার আপনার Download কৃত Reverse Tether software টি install করুন, connect mobile with pc via usb

ddd

এবং software ta open করে next দিতে থাকুন, সবশেষে connect এর একটি option আসবে সেটিতে click করুনা কিছুক্ষণের মধ্যেই  আপনার Android net এর সাথে connected হবে. ব্যাস.


dd
dd

এভাবেই  আপনার  Android phone দিয়ে broadband এর সাহাষ্যে net চালাতে পারবেন। Try করে দেখবেন।

THANKS!!~!!

Microsoft Excel------ ০১, ০২, ০৩ লেখার পদ্ধতি

Shyamalsoft


আজ ছোট্র একটি টিউটোরিয়াল :::::: এই টিউটোরিয়াল টি আমি বাংলাতে কোথাও খুজে পায়নি হয়ত আপনাদের অনেকের প্রয়োজন হবে চলুন তাহলে  আজ আপনাদের মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপুর্ন বিষয় জানাবো তা হলো সাধারনত আমরা যখন এক্সেলে কোনো সংখ্যা লিখি তখন আমাদের 01, 02, 03 লিখলে তা অটোমেটিক ভাবে সংখ্যার আগের 0 (শুন্য) গুলো মুছে যায় কিন্তু আমাদের অনেক সময় কোনো সংখ্যার আগে 0(শুন্য) দেয়ার প্রয়োজন হয়, যেমন ডাটা এন্ট্রি করতে কারো ফোন নাম্বার যোগ করতে আগে 0(শুন্য) দেয়ার প্রয়োজন হয়। কিন্তু এক্সেলে দেয়া যায়না? যায়। 

আসুন এবার জেনে নিই 

কিভাবে এক্সেলে 01, 02, 03 লিখবো,  আপনি কি বোর্ডে Ctrl+ ১ (বাংলা ১ চাপুন) 

অথবা 

Home menu> Format cell যান    একটি উইন্ডো আসবে সেখান থেকে Number>Custom>type 

এখানে লিখুন 00 (দুইটি শুন্য ইংরেজীতে) 

OK করুন ব্যাস হয়ে গেলো।

মুভি DVD রাইট/ DVD ডিস্ক বানাই। কেনা DVD গুলোর মত! সত্যি ............

মুভি DVD রাইট/ DVD ডিস্ক বানাই।  কেনা DVD গুলোর মত!  সত্যি ............
Shyamalsoft

ডাউনলোড করা মুভিগুলোকে,  কেনা DVD গুলোর মত করার চেষ্টা ছিল অনেক দিনের। কত শত পরীক্ষাই না ছিল এ ব্যাপারে। তবে অনেক গবেষণার পর যেটা মনে হয়েছে সবচেয়ে সহজ ও লাভজনক,তাই ই শেয়ার করলাম।

এটা করার জন্য অবশ্যই সফটওয়্যার লাগবে তা বলার ঊর্ধ্বে। তবে বেশীর ভাগ সফটই কিনতে হয়। এই কিনা সফটে Crack, ফ্যাক করা একটা ঝামেলা। তাই ওপেন সোর্স টাইপ সফটই ভালো।এই ওপেন সোর্স সফটের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে DVD Flick. এই DVD Flick এর সাহায্যে করা মুভি DVD গুলোকে আপনি যেকোনো DVD প্লেয়ারই দেখতে পাবেন। এমন কি আপনার ড্রয়িংরুমে বসে বসেই।

এই ভাবে আপনি যে DVD করবেন এটাকে বলে অথোরিং। এটা আপনার নিরো এর মত না।নিরোতে বার্ণ করা DVD আপনি DVD প্লেয়ারে দেখতে পারবেন না।এটার জন্য আপনাকে authored DVD সফট এর সাহায্য নিতে হবে।আর এ রকমই আপনাকে authored DVD সফট হচ্ছে DVD Flick। 

এখন একে একে সব গুলো ধাপ বর্ণনা করব যার সাহায্যে আপনি রাইফেলস এর ঐ DVD গুলোর মত করে DVD বানাতে পারবেন।

প্রথম ধাপ :
প্রথমেই আপনি DVD Flick সফটটি ডাউনলোড করে নিন। আর এরপর ইন্সটল।

এরপর আপনার যা করতে হবে তা হলও আপনার ডাউনলোড করা ভিডিও ফাইলটা কোন ফরমেটে আছে তা দেখতে হবে।বেশীরভাগ ফাইলই হয় AVI,MKV,3gp ইত্যাদি ফরমেটে। এই ফরমেট গুলো দিয়ে আপনি DVD তৈরি করতে পারবেন না।তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলও আপনার ডাউনলোডকৃত ফাইলটাকে MPEG-2 ফরমেটে এনকোড করতে হবে। আমার দেখা কনভার্টর গুলোর মধ্যে iwisoft বেশ ভালো। এটাকে ডাউনলোড করে,ইন্সটল করে আপনার ফাইল কনভার্ট করে নিতে হবে।

দ্বিতীয় ধাপ :
সফট ইনস্টলের পর আপনি দেখবেন উইন্ডো ওপেন হবে।এখানে বাম পাশে এড টাইটেল এ ক্লিক করে আপনার পছন্দের এনকোডেড মুভিটা



এড করবেন।এরপর এডিট টাইটেল এ ক্লিক করে বাকি পদ্ধতি অনুসরণ করুন।



Thumbnail time index আপনি আপনার পছন্দ অনুযায়ী চেঞ্জ করতে পারেন।



Chapters এ আপনি আপনার পছন্দ অনুযায়ী chapter দিতে পারেন। তবে কোন কিছুই আপনি ফ্রাকশনে দিবেন না কাইন্ডলি।



এরপর আসে video sources



এখানে আপনি অন্যকোন ভিডিও ফাইল এড করতে পারেন।যেমন এনিমেশন টাইপে।তবে আপনার ফরমেট যেন একই হয় সেদিকে খেয়াল রাখবেন।pixel aspect default ই থাকবে।
Audio tracks এ চাইলে এক্সট্রা audio যোগ করতে পারেন।

এরপর আসে

 

subtitle এখানে সাবটাইটেল এড করে আপনার পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন।সাবটাইটেল আপনি ডাউনলোড করে এড করবেন।

তৃতীয় ধাপ : 


এখন যেটা করতে হবে আপনাকে তা হলও আপনি DVD Flick এর সেটিংস্ কনফিগার করে নিতে হবে। ইন্সটলের পর আপনি দেখতে পাবেন একদম উপরে project seating।এখানে ক্লিক করবেন। প্রথমেই পাবেন General Tab


টাইটেলে আপনার নাম দিতে পারেন, এই রকম SHYAMAL DVD। এরপর আসে টার্গেট আসপেক্ট রেশিও।আপনার কেনা DVD এর সাইজ অনুযায়ী আপনি তা সেট করতে পারেন।

Encoder আপনি নরমাল দিন। এটা শেষ হলে OK করে বেরিয়ে আসুন।
এর পর video tab এ ক্লিক করবেন। এখানে টার্গেট ফরমেট এ আপনি আপনার পছন্দের মত ফরমেট দিতে পারেন।তবে বেশীর ভাগ ফরমেট NTSC তে হয়।এনকোডিং নরমাল রাখুন।


টার্গেট বিট-রেট অটো ফিট।এরপর এখানের এডভান্স অপশনে গিয়ে আপনার পছন্দ মত চেঞ্জ আপনি করতে পারেন।

এরপর ক্রমান্বয়ে আসে অডিও,প্লেব্যাক ট্যাব


।এগুলো যেমন আছে তেমনই রাখবেন।
বার্নিং এ এসে আপনি ISO ইমেজ তৈরি করতে পারেন যদি ইচ্ছে করেন।OK দিয়ে এর পর বেড়িয়ে আসুন



চতুর্থ ধাপ :
আপনার এড করা ফাইলের জন্য এখন হবে মেনু সেট করা। এর জন্য উপরে আপনার মেনু সেটিংস এ ক্লিক করতে হবে।এর পর আপনার পছন্দ অনুযায়ী মেনু পছন্দ করে তা OK করতে পারেন।


পঞ্চম ধাপ :


এর পর create DVD তে ক্লি করে DVD তৈরী শুরু করবেন।



মনে রাখবেন :

১.আপনি মুভি এডড করে বাণের সময় যেন বিট রেট 3000 kbit/s হয় অথবা তার বেশী হয়।



২.ফরমেট যেন ভিডিওর একই থাকে।


 

MS Office start করার সময় Configuration Progress সমস্যার সমাধান

MS Office start করার সময় Configuration Progress সমস্যার সমাধান
Shyamalsoft

আজ আমি আপনাদেরকে ms office এর যেকোনো program open করার সময় "configuration progress" problem টির সমাধান দিব ইনশাআল্লাহ্‌। আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমারা অনেকেই ms office এ যেকোনো প্রোগ্রাম ওপেন করার সময়  নিচের চিত্রের মত একটি screen দেখতে পায়।


এই ধরনের problem হলে নিচের পদ্ধতি অবলম্বন করে সমাধান পেতে পারেন।
  1. প্রথমে my computer থেকে "C" drive open করুন।
  2. এর পর "program Files" folder টি click করে ওপেন করুন।
  3. তারপর  "common Files" folder টি click করে ওপেন করুন।
  4. এর পর "microsoft shared"folder টি click করে ওপেন করুন।
  5. তারপর "OFFICE12" folder টি click করে ওপেন করুন।
  6. এর পর"office setup controller" folder টি click করে ওপেন করুন।
"office setup controller" folder টি ওপেন করার পর একটু নিচের দিকে দেখবেন "SETUP.EXE" নামে setup file আছে। এখন এই  "SETUP.EXE" file এর নাম কে পরিবর্তন (rename) করে "SETUPold.EXE" করুন। Rename করা হলে এবার ms office এর যেকোনো program open করে দেখুন,আর "configuration progress" show করছেনা।

ধন্যবাদ

PDF পড়ুন,তৈরী করুন ইডিট করুন তাও আবার এডবি রিডার থেকে অনেক দ্রুতগতিতে মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যার দিয়েই।

PDF পড়ুন,তৈরী করুন ইডিট করুন তাও আবার এডবি রিডার থেকে অনেক দ্রুতগতিতে মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যার দিয়েই।
Shyamalsoft

 আজ আপনাদের মাঝে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটির মাধ্যমে পিডিএফ পড়ুন,তৈরী করুন ইডিট করুন তাও আবার এডবি রিডার থেকে অনেক দ্রুতগতিতে।

ফক্সিট রিডারের মতোই দ্রুতগতিতে এটিতে পিডিএফ পড়তে পারবেন তবে প্রাথর্ক্য হলো আপনি এটি দিয়ে ৩০০+ এর বেশি ফাইল থেকে পিডিএফ তৈরী করতে পারবেন আবার পিডিএফ ফাইল ইডিটও করতে পারবেন। কি মজার সফটওয়্যার তাইনা।?



একনজরে দেখি কি করতে পারবো আমরা এটি দিয়ে -
>>>পিডিএফ ফাইল পড়তে পারবো।
>>>পিডিএফ ফাইল তৈরী করতে পারবো যেকোন পেইজ থে...
>>>পিডিএফ এ ইচ্ছামত টেক্সট, নোট বা টিউমেন্টস বসাতে পারবেন।
>>>যেকোন পিডিএফ এ আপনি আপনার সিগনেচার বসাতে পারব।
>>>পিডিএফ ফাইল থেকে ছবিগুলো এবং লেখাগুলো আলাদা করে নিতে পারবেন।
>>আরও অনেকসুবিধাই আছে যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।


 তাই দেরি না করে নীচের ডাউনলোড লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন।


আপনার pc তে time box এর পাশে আপনার নাম লিখবেন কি ভাবে

Shyamalsoft

#প্রথমে Control panel  এ যাবেন


#Date and Time এ যাবেন



# নিচের মত একটি বক্স আসবে তাপর আবার Date and Time এ যাবেন



#Change Date and Time এ যাবেন নিচের মত



#Change calendar setting এ যাবেন নিচের মত



#AM symbol and PM symbol এর পর যে box দুটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার নাম লিখুন

or 
Search "Region and Language"



# অ্যাপ্লাই দিন কাজ শেষ এর পর দেখুন আপনার time box এর পাশে 
আপনার নাম চলে এসেছে নিচের মত.






***সবাই ভাল থাকবেন। ***

নিজের ছবি সেট করুন পেনড্রাইভের আইকন ছবি হিসেবে ....

নিজের ছবি সেট করুন পেনড্রাইভের আইকন ছবি হিসেবে ....
Shyamalsoft




আজকে দেখাবো যে কি ভাবে  পেনড্রা্ইভের আইকন নিজের ছাবি দিতে হয়।
কাজটি করার জন্য আপানকে ছোট একটি কোডের সাহায্য নিতে হবে। সেই সাথে থাকতে হবে একটা আইকন ফরম্যাটের ছবি। আর একটি পেনড্রাইভ।

এবার তাহলে শুরু করা যাক-
প্রথমেই Notepad চালু করুন। অথবা আপনার পেন ড্রাইভে গিয়ে New Text Document চালু করুন। তারপর নিচের কোড টি কপি করুন অথবা টাইপ করুন-


[Autorun]


Label=Shyamal


Icon=Shyamal.ico

 

এবার এই ফাইলটিকে সেভ করুন Autorun.inf নামে। এখানে Label=Shyamal মানে হল পেন ড্রাইভের নাম। এখানে যদি Shyamal এর বদলে Your Name লিখেন তাহলে এটাই পেন ড্রাইভের নাম হবে।

Icon=Shyamal.ico মানে হল আপনার আইকন ফাইলের নাম। Shyamal.ico এটাকে আপনার আইকন ফাইলের সাথে Replace করুন। মনে রাখবেন .ico এক্সটেনশনটি অবশ্যই রাখতে হবে।

আর আইকন ইমেজটি অবশ্যই অবশ্যই আপনার পেন ড্রাইভে রাখতে হবে। এখন কথা হল যদি আইকন না থাকে তাহলে? অথবা আপনি যদি আইকন বানাতে না পারেন?

অফলাইন টা ভালোমত কাজ করে না তাই অনলাইন টাই দিলাম আপনারা ইচ্ছা করলে এখান থেকে .ico ফরম্যাটের ছবি করেনিতে পারেন।

Online Icon Converter


ভালো লাগলে অবশ্যই like দিবেন।


 

গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্ট জানতে খুলুন।......

গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্ট জানতে খুলুন।......
Shyamalsoft




কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। তার মানে আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা আপনার কাছ থেকে আড়াল করে রেখেছেন। তবে এখন চাইলেই আপনি আপনার `ফেসবুক ফ্রেন্ড’র বন্ধুদের সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। যারা আপনার বন্ধুর তালিকায় নেই তাদের সঙ্গে কারা বন্ধুত্ব করেছেন ফেসবুকে সেটাও চলে আসতে পারে আপনার নখদর্পনে।

কিভাবে করবেন:
 
সম্প্রতি ‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) নামে একটি বিনামূল্যের ক্রোম এক্সটেনশন নিয়ে এসেছে গুগল। যেটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।


 
‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) এর ক্রোম এক্সটেনশন "Link."

 
বন্ধু তালিকা জানতে প্রথমে চলে যান গুগল ক্রোমের ওয়েব স্টোরে। ইনস্টল করুন Facebook Friends Mapper extension। যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন। এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন `Reveal Friends` অপশনটি।

 
এবার ক্লিক করুন তাতে। ব্যাস, বন্ধুর গোপন করা ফ্রেন্ড লিস্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না।

 
তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে। সম্প্রতি এসেছে এই অপশনটি। ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়ার আগেই আপনি একবার পরখ করে দেখতে পারেন।


স্পাই রাখতে চান?? তাহলে আসুন, (নতুনদের জন্য)

স্পাই রাখতে চান?? তাহলে আসুন,  (নতুনদের জন্য)
Shyamalsoft



শুধু শেখার এবং জানার উদ্দেশ্য নিয়ে টিউনটি দেখুন/

কারও ক্ষতির জন্য নয় 

 

যে সফটওয়্যারটি নিয়ে আজকের এই টিউন সেটার ব্যবহার অত্যন্ত সোজা এবং যে কেউ দেখলেই পারবেন। এটা ভিকটিমের কোনো ক্ষতি করবে না শুধু সে কোন কোন সাইট ভিজিট করছে তা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। তারচেয়েও বড় কথা প্রতি মেইলে একটা করে স্ক্রীনশর্টও পাঠিয়ে দেবে। খুব সহজেই আপনি সেই পিসির ওপর নজরদারি করতে পারবেন। তবে এই সহজ সরল সাধারণ keylogger এর সাহায্যে আপনি অসাধারণ কাজও করতে পারবেন। তবে 'কিছু নিতে গেলে কিছু দিতে  হয়' এর ক্ষেত্রেও এই কথাটি প্রযোয্য। এই keylogger ব্যবহার করতে হলে Microsoft.Net Framework আপনার এবং ভিকটিম উভয়ের পিসিতে ইনস্টল করা থাকতে হবে। এইটা অনেক ঝামেলা কারণ নিজের পিসিতে ইনস্টল করা থাকলেও অন্যের পিসিতে নাও থাকতে পারে। তাই এইটা সব জায়গায় কাজ করে না। তবে যেহেতু আমরা জানার উদ্দেশ্য নিয়ে শিখছি তাই শেখাটাই আগে।
প্রথমে Microsoft.Net Framework এইখান থেকে ডাউনলোড করুন। যাদের নাই করে নিন কারণ অনেক ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো এইটা ছাড়া চালু হয় না। এর পরে অনেক নতুন ভার্সন বের হয়েছে। চাইলে সেইটা খুঁজে নিতে পারেন। Net framework না থাকলে সফটওয়্যার চালু করার পর এই ধরণের error ম্যাসেজ আসবে-


ডাউনলোড করার পর ইনস্টল করেছেন? তাহলে এখন কীলগারটি ডাউনলোড করুন-
https://drive.google.com/file/d/0BxebSQywjp4cdmRSakxXNUFDQXM/view?usp=sharing
জীপ ফাইলটি আনজিপ করলে ফোল্ডারের ভেতর তিনটি ফাইল দেখতে পাবেন। এর মধ্যে stub নামের জিনিসটা থেকে হাত দূরে রাখুন। key logger টির মেইন মেনু-


প্রথমে আপনার জিমেইল অ্যকাউন্ট ও আক্যাউন্টের পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড ঠিক না হলে মেইল যাবে না। ভয় থাকলে একটা ফেক জিমেইল আ্যাকাউন্ট খুলে নিন। মেইল ও  পাসওয়ার্ড দেওয়ার পর test এ ক্লীক করুন। সাথে সাথে আপনার দেওয়া মেইলে টেষ্ট মেইল যাবে। যদি যায় বুঝবেন সবকিছু ঠিকঠাক আছে।


এরপর সার্ভার নেম এবং সময়। যেই নামে ফাইলটি ভিকটিমের কাছে যাবে সেটিই সার্ভার নেম। সুতরাং এমন নাম দেন যেটাতে কেউ বুঝতে না পারে যে এইটা অকামের জিনিস। যতটুকু সময় পরপর আপনি মেইল চান তা সিলেক্ট করুন interval এ। সর্বনিম্ন ৩ পর্যন্ত সিলেক্ট করতে পারবেন।


অপশনে সবগুলো টিক সিলেক্ট করুন। এগুলো যা যা করবে-
  • virus scannig site ব্লক করবে।
  • পিসি চালু করার সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে।
  • এন্টিভাইরাস ডিজেবল করবে।
  • Taskmanager ডিজেবল করবে।
  • রেজিস্ট্রি ডিজেবল করবে।

ফেক ইরর মেসেজে ক্লীক করে মেসেজটি লিখুন (না লিখলেও সমস্যা নাই)। server রান করানোর সাথে সাথে মেসেজটি শো করবে।


এবার Build এ ক্লীক করুন। যেখানে extract করেছেন সেখানে একটি server তৈরী হবে। সার্ভারটির আইকন চাইলে চেঞ্জ করে দিতে পারেন যাতে কেউ সহজে ধরতে না পারে। তবে সার্ভারটিকে জিপ ফাইল করা জরুরী। এন্টিভাইরাস ডিজেবল করার কথা বললেও অধিকাংশ এন্টিভাইরাস একে ধরে ফেলতে পারে। । ফাইলটিকে attach করার পরিবর্তে কোনো ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে দিন। সবচেয়ে ভালো হয় যদি dropbox এ যেয়ে আপলোড করেন। এখানে আপলোড করলে লিঙ্কে ক্লীক করলে সাথে সাথে সেভ ফাইল চলে আসবে। প্রথমে এখানে ক্লীক করে dropbox এ সাইন আপ করে নিন। তারপর লগ ইন করে public ফোল্ডারে আপনার সার্ভারটি আপলোড করে লিঙ্কটি কারও কাছে পাঠিয়ে দিন।

মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে টিউনটি পড়ুন। তারপর সার্ভারটি আপলোড করুন ঐ ড্রপবক্সে। যে কোনো ডাইরেক্ট ডাউনলোড সাইটে আপলোড করলেও হবে। তারপর সেই লিঙ্কটা বসিয়ে দিন ঠিক এই জায়গায়-


যদি আপনার তৈরীকৃত সার্ভারে কেউ ক্লীক করে তাহলে প্রথমে এই কীলগারটি তার কাজ শুরু করবে এবং কয়েক সেকেন্ড পর সেই ট্রোজানটি সেই লিঙ্ক হতে ডাউনলোড তো হবেই অটোমেটিক পিসিতে রানও হয়ে যাবে।যদি হয় তাহলে আপনিও হয়ে যাবেন সেই পিসির আরেক দখলদার। 

তবে এইভাবে আবার আপনি আপনার নিজের পিসিতে টেস্ট না। তাহলে ট্রোজান আপনার সর্বনাশ করে দিবে। সবসময় একটু সাবধান থাকবেন।
 টিউনটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।