...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

AdF.ly Link Block করে সরাসরি AdF.ly থেকে Download করুন।

AdF.ly Link Block করে সরাসরি AdF.ly থেকে Download করুন।
Shyamalsoft



আশা করি সবাই ভাল আছেন। 

AdF.ly এর লিঙ্ক অসলেই একটি বিরক্ত কর লিঙ্ক(add)। প্রথমে লিঙ্ক এ প্রবেশ করার পর 5 সেকেন্ড Wait করার পর Skip বাটন চেপে মূল লিঙ্ক এ প্রবেশ করতে হয় । যা অত্যন্ত বিরক্ত কর। তাই এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আমার এই ট্রিকস টি ব্যবহার করে দেখতে পারেন । যারা  Mozilla Firefox  ব্যবহার করেন।  এবার কাজের কথায় যাওয়া যাক …

প্রথমে এই লিঙ্ক এ যান:

তারপর Greasemonkey add-ons টি আপনার Browser এর সাথে add করে নিন এবং Browser restart দিন।

এখন এই লিঙ্ক এ যান:


তার পর Install বাটনে ক্লিক করে Java scripts টি Install করে নিন। এবার কাজ শেষ, Browser আবার restart দিন… টেস্ট করার জন্য নিচের লিঙ্ক এ যান


এবার দেখুন মজা…

(Mega Post) Torrent file ডাউনলোড এর জন্য অসাধারন একটি ডাউনলোডার-Tixati (Duplicate of Utorrent)

Shyamalsoft

 আমি আপনাদের জন্য torrent এর এমন একটি ডাউনলোডার নিয়ে এসেছি যেটি খুব এ ভাল। এটির সব থেকে বড় বিশিষ্ট হল জ এতে accelerator আছে বিল্ড-ইন। যার ফলে আপনি যে ফাইল এ ডাউনলোড দেন না কেন যদি আপনার টরেন্ট এ সিডার থাকে কিছু তাতেই এটি আপনার ডাউনলোড এর ফুল ক্ষমতা দিয়ে ডাউনলোড হতে থাকবে। এটি অনেকটা IDM এর মত কাজ করে। এর সাহায্যে আপনি আপনার টরেন্ট এর আপলোড এর ক্ষমতা ৯০% কমিয়ে রাখতে পারবেন।

 

 
 
যদি করো ভালো লেগে থাকে তাহলে ডাউনলোড করে দেখতে পারেন
 
 

Microsoft Word এ গাণিতিক সমীকরন লেখার জন্য মাইক্রোসফট এর টুল

Microsoft Word  এ গাণিতিক সমীকরন লেখার জন্য মাইক্রোসফট এর টুল
Shyamalsoft


গণিতের বিভিন্ন সূত্র ও ওয়ার্ডে গণিত এসানমেন্ট করার জন্য মাইক্রোসফটের একটি অসাধারন টুল হচ্ছে Microsoft Mathematics Add-In for Word and OneNote।

এটি আপনাকে নিচের কাজ গুলো করতে সাহায্য করবেঃ 

 roots and logarithms এর মানু গণনা করতে সাহায্য করবে। 

ত্রিকোনোমিতিক functions যেমন sine and cosine এর মান বের করা এবং লিখতে সাহয্যে করবে। 

derivatives and integrals, limits, and sums and products of series বের করতে সাহায্য করবে। 

matrix operations, such as inverses, addition, and multiplication করতে সাহায্য করবে। 

জটিল সংখ্যার ভিবিন্ন কাজ, 2D, 3D গ্রাফ সহ আঁকা সহ আরো অনেক গুলো গাণিতিক কাজ করতে পারবেন।



হারিয়ে যাবে না কোন মূল্যবান ফাইল.....UPS না থাকলে ও

 হারিয়ে যাবে না কোন মূল্যবান ফাইল.....UPS না থাকলে ও
Shyamalsoft







অনেকেই হয়ত U.P.S ব্যবহার করি না ।অনেক সময় আমরা হয়ত মুল্যবান কোন ফাইল নিয়ে কাজ করি M.S.Word / M.S.Excel / PowerPoint এ । এ কারনে বিদ্যুৎ চলে গেলে আমরা যদি ফাইল টিকে Save না করি তাহলে হয়তো পুরো ফাইল টিকে হারাব । কিন্তু আমরা অনেকেই হয়ত জানি না যে আমাদের Windows Operating System এর মধ্যেই আছে Hibernate সিস্টেম যার সাহায্যে বিদ্যুৎ চলে গেলে ও আমাদের সকল ফাইল গুলোকে ফিরে পাব ঠিক সে অবস্থায় যে অবস্থা বিদ্যুৎ চলে যাওয়ার সময় ছিল ।


আসুন কিভাবে এই Option টিকে Enable করতে হবে যেনে নেই ।


১. প্রথমে Start menu তে গিয়ে all programs > control panel এ যেতে হবে ।


২. তারপর Power Options এ click করতে হবে ।

 

৩. এরপর Power Options Properties থেকে Hibernate এ click করতে হবে ।

৪. এরপর Enable Hibernation এ click করে apply চেপে OK দিন ।

ব্যস কাজ শেষ । এভাবে রক্ষা করুন আপনার গুরুত্তপূরন সকল তথ্য ।

Google বিশেষ একটা Feature নিয়ে এল…দেখে নিন… …

 Google বিশেষ একটা Feature নিয়ে এল…দেখে নিন… …
Shyamalsoft

আশাকরি আপনারা সবাই খুব ভাল আছেন ।
আপনার মাতৃভাষা লিখতে আর সমস্যা হবে না ...


Google নিয়ে এল Google Input Tool.

 
এরপর Google Input Tool ডাউনলোড করুন ।



এরপর এটা install করুন ।
Install করা হলে দেখবেন নিচে System Tray তে আইকন এসেছে...


এবার আপনি আপনার ভাষা select করে নিয়ে চমৎকার করে লিখতে পারেন ।
Microsoft Office বা Notepad-এ ট্রাই করে দেখুন ...



ভাল লাগলে জানাবেন । ধন্যবাদ...

(সকল ধরনের কম্পিউটারের জন্য) আপনার Android set কে ব্যবহার করুন Modem হিসেবে

(সকল ধরনের কম্পিউটারের জন্য) আপনার Android set কে ব্যবহার করুন Modem হিসেবে
Shyamalsoft

আজ আমি আপনাদের শেখাবো মাত্র ৫ মিনিটের মধ্যেই কিভাবে আপনার এনড্রয়েড হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করা যায়। এই পদ্ধতির মাধ্যমে আপনি USB ক্যাবলের মাধ্যমে ল্যাপটপ, ডেক্সটপ উভয় ধরনের কম্পিউটারেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রথমে আপনার হ্যান্ডসেটের settings অপশনে যান। নিচের দিকে দেখুন developer option আছে। সেটা চালু করুন। এরপর ওই অপশনের ভেতর usb dibugging চালু করুন।

এখন আপনার কম্পিউটারের জন্য PDA NET নামে ছোট একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। ভয় পাবেন না। সাইজ মাত্র আড়াই এমবি এবং মোবাইল থেকেও ডাউনলোড করা যায়।। সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ


এটা এখন মোবাইল থেকে কম্পিউটারের ভেতর ট্রান্সফার করে কম্পিউটারে ইনস্টল করুন।

ইনস্টলের এক পর্যায়ে আপনার মোবাইলটি কম্পিউটারের সঙ্গে USB এর সাহায্যে যুক্ত করতে বলবে। এর জন্য ইনস্টলের শুরুতেই মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু করে USB ক্যাবল দিয়ে কম্পিউটারে যুক্ত করুন।

আপনার মোবাইলে PDA NET নামে একটি APP অটোমেটিক ইনস্টল হবে। সেটি চালু করে USB teether mode চালু করুন।

কম্পিউটারের PDA net সফটওয়ারে গিয়ে connect internet এ দেওয়া মাত্র ইন্টারনেট চালু হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ।

Photo Lab থেকে ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি প্রিন্ট করে নিন।

Photo Lab থেকে  ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি প্রিন্ট করে নিন।
Shyamalsoft

প্রথমেই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি নিন যার সাইজ হবে নিচের মত দরকার হলে রিসাইজ করে নিন। Width 1.5 inch   &   Height 1.9 inch  resolution 300


 এবারে File---New এ ক্লিক করুন preset 4X6 সিলেক্ট করে ওকে করুন

  

এবার নিচের চিত্রের মত করে সিলেক্ট করুন Image--Rotate Canvas--90* CW

 


এখন Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে প্রথমে ৬ টি ছবি কে  সাজিয়ে নিন।

 

এখন আপনার পূর্বের একক পাসপোর্ট ছবিটি সিলেক্ট করে Image--Image Size হতে নিচের মত Width 0.8in & Height 1.013 করে নিন

  

রি-সাইজ করা ছবিটি সিলেক্ট থাকা অবস্হায় আবার ও নিচের চিত্রের মত ক্লিক করুন Image--Rotate Canvas--90* CW

  
এবার আপনার স্ট্যাম্প সাইজ ছবি গুলো Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে সাজিয়ে নিন।

 

কাজ শেষ এবারে আপনার ছবিটি JPEG ফরমেটে সেভ করে বের হয়ে আসুন।

যে কোন বাংলা ফন্ট দিয়ে Photoshop CC তে ANSI মোড চালু না করেই অভ্র দিয়ে ঝকঝকে বাংলা লিখুন

যে কোন বাংলা ফন্ট দিয়ে Photoshop CC তে ANSI মোড চালু না করেই অভ্র দিয়ে ঝকঝকে বাংলা লিখুন
Shyamalsoft

আমরা জানি যে ফটোশপ এ অভ্র দিয়ে বাংলা লিখতে গেলে ফন্ট সিলেক্ট করতে হয় "Siyam Rupali ANSI" এবং অভ্র তে "SHIFT + F12" চেপে "Output as ANSI" মোড চালু করতে হয় । এভাবে বাংলা লিখলে শুধুমাত্র " Siyam Rupli ANSI " ফন্ট এই লেখা যায় কিন্তু অন্য কোন বাংলা ফন্ট এ লিখা যায় না । এটা একটা বিশাল অসুবিধা । এতগুলা বাংলা ফন্ট থাকতে আমি শুধু একটা ব্যাবহার করব কেন ?? আমি সব ফন্টই ব্যাবহার করব । হ্যাঁ এটাও সম্ভব ।

"Adobe Photoshop CC" তে আপনি যে কোন ফন্ট এ ডিরেক্টলি বাংলা লিখতে পারবেন ANSI মোড চালু না করে কিন্তু দেখবেন যে আকার, ওকার এগুলা ঠিকমত আসতেছে না । একবার লিখলেই বুঝতে পারবেন ।

এসব ঝামেলা থেকে মুক্তি পেতে এবং "ফটোশপ সিসি" দিয়ে যে কোন ফন্ট এ বাংলা লিখা লিখতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে ...............। একদম সোজা কাজ ।

ফটোশপে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায় কিভাবে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। ফটোশপ এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা রেন্ডারিং সুবিধা যোগ হয়েছে। এর আগের ভার্সনগুলোতে বাংলা ইউনিকোডে লেখা বাংলা টেক্সটগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখা যেত। এই সুবিধা যোগ হবার ফলে এখন থেকে ইউনিকোড বাংলা টেক্সটগুলো পরিষ্কারভাবে দেখা যায়। আমার মনে হয়েছে ফটোশপের এই নতুন ফিচারটা সম্পর্কে অনেকেই অবগত নন.

Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে। 

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/001.png 


Step 1:

ওপরের মেনুবার থেকে চলে যান Edit > Preferences > Type… অপশনে।

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/002.png

 Step 2:

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/003.png



এবার Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপে বেরিয়ে আসুন।
ব্যস, এখন থেকে অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে!

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/004.png



Download করুন Dailymotion ভিডিও ডাউনলোড সফটওয়্যার। ফ্রীতে

Download করুন Dailymotion ভিডিও ডাউনলোড সফটওয়্যার। ফ্রীতে
Shyamalsoft

আশা করি, সবাই ভাল আসেন। অনেক দিন থেকে ভাবছি আপনাদের জন্য একটা বানাই। তাই আপনাদের জন্য এক মজার সফটওয়্যার নিয়ে আসলাম। আশা করি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে। আজ যে সফটওয়্যারটি আমি আপনাদের মাঝে শেয়ার করব ওই সফটওয়্যারটি নাম হল, Dailymotion ভিডিও ডাউনলোড সফটওয়্যার। চলুন সফটওয়্যারটি সম্পর্কে কিছু জেনে আসি। জনপ্রিয় ভিডিও সেবা Dailymotion থেকে ভিডিও ডাউনলোড করার জন্য একটি সফটওয়্যার। সফটওয়্যারটি আপনি AVI, MP4, MP3 ফরম্যাটে বিভিন্ন মান বা অডিও ফাইল WMV ফরম্যাটের ভিডিও ফাইল রূপান্তর করা যায়। এর সাহায্য আপনি সম্পূর্ণ ভিডিও সংগ্রহ, চ্যানেল এবং প্লেলিস্ট ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও সফ্টওয়্যারটি দিয়ে আপনি জনপ্রিয় সেবা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড এবং অডিও ট্র্যাক নিষ্কাশন করতে পারবেন।

 



সফটওয়্যারটির বৈশিষ্ট্য:
  • জনপ্রিয় ভিডিও সেবা থেকে মূল মানের ভিডিও ডাউনলোড করা যায়।
  • Avi, MP4 ভিডিও ফরম্যাটের এবং বিভিন্ন মানের WMV ফরম্যাটের রূপান্তর করা যায়।
  • সফটওয়্যারটি দিয়ে আপনি ভিডিও সংগ্রহ, চ্যানেল এবং প্লেলিস্ট করতে পারবেন।
  • এই সফটওয়্যারটি দিয়ে আপনি ভিডিও থেকে অডিও ট্র্যাক নিষ্কাশন।
আপনি খুব সহজে সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।

Download করুনঃ Dailymotion Software












Download করুন উইন্ডোজ ১০ সফটওয়্যার সাথে সিরিয়াল। (৩২ এবং ৬৪ বিট)

Shyamalsoft
 Windows 10 Technical Preview 32 Bit and 64 Bit

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম উইন্ডোজ ১০ সফটওয়্যার যা আপনি ৩২ এবং ৬৪ বিট চালাতে পারবেন। আপনারা সবাই জানেন যে, উইন্ডোজ হল একটা অপারেটিং সিস্টেম যা সারা আপনার পিসি চলবে না। উইন্ডোজ এর মত র ও অনেক অপারেটিং সিস্টেম আসে যেমন, Mac, Linax। কিন্তু আমাদের দেশে বেশি ভাগ মানুষেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তাই আমি আজ উইন্ডোজের একটা নতুন অপারেটিং সিস্টেম আপনাদের মাঝে শেয়ার করব। র আপনারা এও জানেন যে, আমাদের দেশে বেশি ভাগ মানুষ কপি উইন্ডোজ ব্যবহার করে। যাই হোক, উইন্ডোজ ৮.১ এর পর মাইক্রোসফট এবার নিয়ে আসলো উইন্ডোজ ১০ সফটওয়্যার। উইন্ডোজ ১০ থাকছে অনেক Feature. এখনও ফুল সফটওয়্যার টা বের হয়নি কিন্তু Preview টা বের করেছে।  

চলুন দেখে নেই উইন্ডোজ ১০ এর Feature গুলিঃ
  • সার্বজনীন প্লাটফর্মঃ মাইক্রোসফট চেয়েছে তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেমটি ব্যাতিক্রমভাবে শুরু করতে। তাই তো এমন একটি অপারেটিং সিস্টেমের সূচনা করল যেটা একই সাথে পিসি, টেবলেট, বড়স্ক্রীন ফোন এবং মুঠোফোনেও ইনস্টল করা যেতে পারে। আর এই কারনেই উইন্ডোজ ১০ সার্বজনীয়।
  • স্টার্ট মেনুতে উল্লেখযোগ্য পরিবর্তনঃ উইন্ডোজ ১০ এর স্টার্ট মেনুতে উল্লেহযোগ্য পরিবর্তন হচ্ছে উইন্ডোজ ৭ এবং ৮ এর সমন্বয়
  • একই সিস্টেমে মাল্টিপল ডেস্কটপ: এর আগে লিনাক্স অপারেটিং সিস্টেমে মাল্টিপল ডেস্কটপ ব্যবহারের সুযোগ ছিল। এবার ‘উইন্ডোজ ১০’-একই সাথে একাধিক কাজ করার সুবিধার্থে যুক্ত হয়েছে ‘মাল্টি ডেস্কটপ ফিচার’।
  • উন্নত টাচ ফিচারঃ মাইক্রোসফট টার্চ নির্ভর উইন্ডোজ চালিত ডিভাইসের আঙ্গুলের স্পর্শের সাহায্যে জুম ইন, জুম আউট, স্ক্রল করা, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ইত্যাদি করা যাবে খুব সহজে।
  • কি-বোর্ডের ক্ষেত্রেও নতুনত্বঃ কি-বোর্ডের ক্ষেত্রেও উইন্ডোজ ১০ এ রয়েছে নতুনত্ব।
  • নতুনত্বে কন্টিনিউয়াম ফিচারঃ কন্টিনিউয়াম ফিচারতি অপারেটিং সিস্টেমের জন্য একবারে নতুন ও অত্যাধুনিক একটি ফিচার।
  • সব ডিভাইসের জন্য একটি মাত্র অ্যাকাউন্টঃ উইন্ডোজ ১০-এ একই ইন্টারফেইস ব্যবহার করে একসঙ্গে ডেস্কটপ কম্পিউটার, উইন্ডোজ ট্যাবলেট এবং উইন্ডোজ স্মার্টফোন ব্যবহার করা যাবে। প্রয়োজন নেই একাধিক অ্যাকাউন্টের।
  • ইউনিভার্সাল অ্যাপস স্টোরঃ সব ডিভাইসের জন্য এক উইন্ডোজের একই ভিত্তিতে আসছে ‘ইউনিভার্সাল অ্যাপস’ ফিচারটি। এই ফিচারে উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করা যে কোনো অ্যাপ একইসঙ্গে সবগুলো ডিভাইসেই চলবে।
  • স্ন্যাপ অ্যাসিস্টঃ পরিবর্তন আনা হয়েছে উইন্ডোজের স্ন্যাপিং ফিচারেও। স্ক্রিনের পুরোটা জুড়ে রাখার জন্য উইন্ডোগুলোকে স্বয়ংক্রিয় ভাবে রিসাইজ করবে এই ফিচারটি।
  • কি-বোর্ড শর্টকাট কাজ করবে কমান্ড প্রম্পটেঃ বর্তমানে কমান্ড প্রম্পটে (CMD) কি-বোর্ড শর্টকাট করা করে না। ctrl+ v এবং ctrl+c এর মতো শর্টকাটগুলো কাজ করবে উইন্ডোজ ১০ এর কমান্ড প্রম্পটে। ফলে কমান্ড ব্যবহার করা আরও সহজ হবে যে কোন ব্যবহারকারীদের জন্য।
  •  
  •  
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড করুন: Technical Preview ৩২ বিট ডাউনলোড করুন: Technical Preview ৬৪ বিট

Serial : PBHCJ-Q2NYD-2PX34-T2TD6-233PK 
( Technical Preview)

ডাউনলোড করুন: Enterprise Technical Preview ৩২ বিট ডাউনলোড করুন: Enterprise Technical Preview ৬৪ বিট

Serial : NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR 
(Enterprise Technical Preview)

আশা করি মাঝে মাঝে আপনাদের জন্য এই রকম কিছু মজার মাজার নতুন সফটওয়্যার নিয়ে আসব।

Software ছাড়া আপনার মাদারবোর্ডের ড্রাইভার ডাউনলোড করে নিন.

Software ছাড়া আপনার মাদারবোর্ডের ড্রাইভার ডাউনলোড করে নিন.
Shyamalsoft


প্রথমে আপনি আপনার পিসি আর ল্যাপটের এর মডেল নাম্বার লিখে রাখুন তারপর এখানে ক্লিক করুন তাহলে নিচের মত আসবে আমি ল্যাপটের এর ড্রাইভার ডাউনলোড করব তাই Notebook এর ক্লিক করলাম।


 
এবার আপনার ল্যাপটের এর ব্যান্ড অনুযায়ী নামে ক্লিক করুন,আমি ASUS এর ড্রাইভার নামাব তাই Asus এ ক্লিক করলাম।


 
এখন আসুসের বিভিন্ন মডেল শো করবে আপনি আপনার মডেলটি খুঁজে ক্লিক করুন।


 

এবার অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন যেটি আপনি বর্তমানে ব্যবহার করছেন।


 

তাহলে নিচে অনেক ড্রাইভার শো করবে আপনার কাঙ্গিত ড্রাইভার টি সিলেক্ট করে Download করে নিন।


 


ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

কি ? কেন? কিভাবে ব্যবহার করবেন! Teamviewer

 কি ? কেন? কিভাবে ব্যবহার করবেন! Teamviewer
Shyamalsoft

Teamviewer  কিঃ   

Teamviewer হল ইন্টারনেট বেইস একটি সফটওয়ার। যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের থাকা আপনার অফিস কিংবা বন্ধুর কম্পিউটার সহজে পরিচালনা করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে!

টিমভিউয়ার(Teamviewer) কেন ব্যবহার করবেনঃ  
  • অনলাইনে শিখার জন্যঃ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ! আর এই যুগে আবিষ্কার হয়ে অসম্ভবকে সম্ভব করার অনেক আধুনিক প্রযুক্তি। আমাদের দেশ এখনো প্রযুক্তিতে অনেক পিছিয়ে! অন্যান দেশে ইন্টারনেট স্পীড জিবিপিএস আর আমাদের এখানে এখনো কেবিপিএস পাইতে অনেক কষ্ট হয়! আর ইন্টারনেটের যে দাম তাতে ইন্টারনেট কিনে ফকির হওয়া ছাড়া উপায় নাই! আচ্চা যাই হোক আমি আমার মুল আলোচনার বাইরে চলে যাচ্ছিলাম! ফিরে আসি আবার, এখন কথা হল টিমভিউয়ার ইউস করব কেন?? হ্যা ইউস করব এ জন্যই যে , আমরা বর্তমানে অনলাইন থেকে অনেক কিছু শিখতে পারি বা শিখছি! অনেকে বলতে পারেন গুগল, ইউটিউব , ডেইলিমোশন এ সার্স দিলেই তো আর এত কাহিনি করার দরকার হয় না! হ্যা তা ঠিক কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা সামান্য একটা জিনিস এর জন্য প্রজেক্টটা সম্পন্ন করতে পারি না! এখন আপনি জানেন আপনার বড় ভাই/বোন/বন্ধু ঐ কাজটা পারে কিন্তু তারা তো আর সবসময় আপনার পাশে বসে থাকে না! তো এখন কি করবেন! একটূর জন্য কাজটা রেখে দিলে আমার মনে হয় না এটা আর কয়েক সপ্তাহের মধ্যে ধরবেন অথবা শেষ করবেন! এই রকম আমার হয় যেটা পারি না চেষ্টা করতে করতে মাথা হ্যাং করলে আমি আর ধারে কাছে যায় না কয়েকদিন অথবা সপ্তাহ অথবা মাস! কিন্তু আমি যদি ঐ কাজটা কোন এক বড় ভাই বন্ধু দিয়ে করায় নিতাম তাহলে আমি পরবর্তী প্রজেক্ট এর জন্য কাজ করতে পারতাম এবং ঐ কাজটা ও শিখে ফেলতে পারতাম! আর এই কাজ টা করার জন্য বা বন্ধুকে দিয়ে শিখে নেয়ার জন্য টিমভিউয়ার এর বিকল্প নেই! এটা গেল কোন কিছু শিখার ক্ষেত্রে টিমভিউয়ার এর গুরুত্ব।
  •  
  •  
  • এক/একাধিক কম্পিউটার পরিচালনার জন্যঃ   মনে করেন আপনার এক/একাধিক পিসি আছে। কোন কারনে আপনি বাইরে যাবেন । আপনার পিসি এর মধ্যে কোন কিছু ডাউনলোড হচ্ছে তা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে আর আপনাকে কাজে যেতে হবে না! মানে আপনার যেতে যেতে বন্ধুদের আড্ডা অথবা অফিস টাইম শেষ হয়ে যাবে। মানে পন্ডশ্রম! সেই যন্ত্রনা থেকে মুক্তি পেতে টিমভিউয়ার এর গুরুত্ব বলে কহে শেষ করা যাবে না! এখন আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে আমি কি সারা দিন ল্যাপটপ অথবা ডেস্কটপ নিয়ে গুরব নাকি! তা ঠিক আর চাইলে ও তা সম্ভব না! না আপনাকে সারাদিন এই বোজা নিয়ে ঘুরতে হবে না! আমরা সবাই মোটামুটি একটা স্মার্টফোন ইউস করি! এখন কথা হল সব স্মার্টফোনে তো আর টিমভিউয়ার সাফোর্ট করে না! তা ঠিক সাপোর্ট করে এই রকম একটা স্মার্টফোন কিন্তু থাকা লাগবে না হলে কিন্তু আমার টিউন পরে আপনি পরীক্ষা করতে পারবেন না আসলে এর গুরুত্ব কি! তবে সবচেয়ে গুরুত্বপুর্ন হচ্ছে যে, বর্তমানে বাংলাদেশ মোটামুটি কম মুল্যে একটা এন্ড্রয়েড ফোন হলেই চলবে! আর যাদের দামি দামি স্মার্টফোন আছে তাদের তো আর বলাই লাগবে না! আর এই স্মার্টফোন দিয়েই আপনি আপনার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
  •  
  •  
  • ফাইল ট্রানাস্ফার এর জন্যঃ আমরা এক সময় ফাইল ট্রান্সফার বলতেই ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে হবে এইটা বুঝে নিতাম। বর্তমানে আমরা যারা ল্যাপটপ অথবা এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন ইউস করি তারা হয়তে বুজে গেছেন আমি কিসের কথা বলেতে চাইছি! হ্যা তা হল ওয়াফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার! আর এই ট্রান্সফার কে আরো শক্তিশালি করার জন্য অনেক ডেভেলপার তৈরি করেছে সফটওয়ার। আমার থেকে যেটা সবচেয়ে ভাল লাগে তা হল ShareIT. এটা প্রায় সব ফ্লাটফর্মে চলে। আপনি চাইলে ডাউলোড করে নিতে পারেন এখান থেকে
  •  

  • For PC/Laptop
  •  
  • For Android
  •  
  • Iphone
  •  
  •  
এখন কথা হচ্ছে উপরে আমি যেগুলোর নাম বলেছি তা শুধুমাত্র আপনার পিসি/মোবাইল অথবা বন্ধুর মোবাইল/পিসি নির্দিষ্ট এরিয়া তে থাকলে আপনি ফাইল শেয়ার করতে পারবেন! তাহলে যখন বন্ধু আপনার কাছাকাছি থাকবে না বা আপনার পিসি/ল্যাপটপ আপনার কাছাকাছি থাকবেন তখন কি করবেন?? হ্যা, ঐ সময় আপনার সাথী/বন্ধু হিসেবে কাজ করবে টিমভিউয়ার! মানে আপনি চাইলে ফাইল ও শেয়ার করতে পারবেন! মানে যা ইচ্ছে তাই সবই আপনার হাতের মুঠোয়। কিন্তু একটা সমস্যা আছে তা হল ইন্টারনেট কানেকশন! ইন্টারনেট কানেকশন ছাড়া এতক্ষন যা বকবক করলাম একটা ও আপনার কাজে আসবে না! অতএব আগে ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে! যারা ব্রডব্যান্ড ইউস করেন বিশেষ করে তাদের জন্য এই টিউনটি কাজে আসবে আর যারা গুরুত্ব পুর্ন কাজ ইউস করবেন তাদের জন্য! আমি ব্রডব্যান্ড ইউস করি তাই আমার অনেক উপকারে আসে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম!


এই পরীক্ষা চালনা/ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি :P  
  • ইন্টারনেট কানেকশন
  • এক/একাধিক পিসি/ল্যাপটপ
  • মোবাইল একটা হলেই চলেবে! বেশি হলে ও সমস্যা নাই
  • টিমভিউয়ার সফটওয়ার। মোবাইল পিসি সবটাতে একটা একটা লাগবে!
  • এন্ড্রয়েডের জন্য এখনে ক্লিক করুন
  • আইফোনের জন্য এখানে ক্লিক করুন
  • উন্ডোজ পিসি / ল্যাপটপের জন্য এখানে ক্লিক করুন
  • উইন্ডোজ ফোনের জন্য এখানে ক্লিক করুন
তো চলুন এইবার একটা একটা দেখে নিই । একদম A থেকে Z পর্যন্ত মানে আমি যতটুকু জানি :P!

কিভাবে কানেক্ট করবঃ
আশা করি উপরের দেয়া লিংক থেকে প্রয়োজনীয় সফটওয়ার ডাউনলোড করে নিয়েছেন!
  •  
  • আপনার ফোনের টিমভিউয়ার ওপেন করুন ।
  •  
  • connect with teamviewer
  •  
  • আপনার পিসিতে টিমভিউয়ার ওপেন করুন। তারপর ইউসার আইডি আর পাসওয়ার্ড আপনার মোবাইলে টিমভিয়ারে দিয়ে কানেক্ট করুন। সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে!
  •  
  • ইবার মজানেন ঘরে বসে অথবা বাইরে বসে! মানে রিমোট কন্ট্রোল করে।
এইতো গেল কানেকশন পর্ব এইবার আসিঃ
কিভাবে ইউস করবেনঃ
রিমোট কন্ট্রোলের জন্যঃ

উপরের নিয়মে কানেক্ট দিয়ে। ইচ্ছা মত ইউস করুন মানে প্লে, ডিলিট , সব কিছু করতে পারবেন । এখন যেহেতু শীতকাল তাই অনেকে পিসি অন করে ঘুমায় পরবেন আর উঠতে না চাইলেও সমস্যা নাই এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ার একটু লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন মাগার অন করতে পারবেন না! কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না!

ফাইল শেয়ারিং এর জন্যঃ
আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই। আর আপনি যদি একই সার্ভারে নেট ইউস করে থাকেন তাহলে পাবেন সুপার স্পীড!

file sharing

তো আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। 

কীভাবে ডাউনলোড করবেন ফেসবুক ভিডিও !! শিখে নিন

 কীভাবে ডাউনলোড করবেন ফেসবুক ভিডিও !! শিখে নিন
Shyamalsoft

 কীভাবে ডাউনলোড করবেন ফেসবুক ভিডিও !! 

প্রথমে আপনার ফেসবুক ভিডিও এর লিঙ্ক কপি করুন...


What exactly you should do to Download Facebook Videos 

তারপর এইখানে যানঃ fbdown.net এবং আপনার ফেসবুক ভিডিও লিঙ্ক পেস্ট করুন... Enter Facebook Video URL এর জাইগাই...

get rid of buffering instantly 


তারপর HIGH অথবা LOW সিলেক্ট করে  Download video in Low Qualtiy এ ক্লিক করুন।  

download facebook videos online low quality 

তারপর আপনার ডাউনলোড শুরু 

CD/DVD কপি করতে পারছেন না? এবার কপি হবেই।

Shyamalsoft

 আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে ছোট্ট একটি সফ্টওয়ার শেয়ার করবো যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার CD/DVD কপি করতে পারবেন। কারন অনেক সময়ই আমাদের এই সমস্যায় পড়তে হয়। আমি আজ যে সফ্টওয়ারটি আপনাদের সাথে শেয়ার করবো

তা কিন্তু সত্যি খুবই কার্যকর। যাক আর বেশি কথা বলবোনা। সফ্টওয়ারটি এখানে ক্লিক করে নামিয়ে নিন । তারপর ইন্সটল করে ফেলুন আট দশটা সফ্টওয়ারের মতই। এবার সফ্টওয়ারটি ওপেন করুন। নিচের মত দেখবেন............................



এখানে লাল দাগ দেওয়া অপশনে HP DJ1050 নামে যা দেখতেছেন তাই হল আপনার CD/DVD। এবার আপনি নেক্স এ ক্লিক করুন । নিচের মত দেখবন..................................



এখানে আপনার CD/DVD এর সাইজ দেখাচ্ছে এবং কপি করার পর এটা কোথায় সেভ হবে তা দেখাচ্ছে। সাধারণত এটা C ড্রাইভকে টার্গেট করে রাখে মানে C ড্রাইভে সেভ হবে। আপনি চাইলে কোথায় সেভ করবেন দেখিয়ে দিতে পারেন। যেখানে সেভ করবেন সে লোকেশনটা দেখিযে দিয়ে নেক্সট এ ক্লিক করুন। নিচের মত দেখবেন.................




এখানে যা দেখতেছেন তা হল আপনার CD/DVD এর সবগুলো ফাইল। আপনি যদি চান সবগুলো ফাইল কপি করবেন তাহলে check all এ ক্লিক করুন। অথবা আপনি বেচে বেচে যেটা কপি করতে চান সেটা সিলেক্ট করেও কপি করতে পারবেন। সিলেক্ট করার পর সেভ এ ক্লিক করুন। নিচের মত দেখবেন.....................



এখন যা দেখতেছেন তা হল আপনার CD/DVD কপি হওয়া শুরু হয়েছে। এবর কিছুক্ষণ অপেক্ষা করুন কপি কমপ্লিট হওয়া পর্যন্ত। কমপ্লিট হয়ে গেলে exit করে বের হয়ে আসুন এবং দেখুন সেভ করার জন্য যে লোকেশনটা আপনি টার্গেট করেছিলেন।

Free ডাউনলোড করে নিন একটি Photo converter…! ৫ মেগাবাইটের ছবি করে নিন মাত্র ৮০০ কিলোভাইটে…!!

Free ডাউনলোড করে নিন একটি Photo converter…!  ৫ মেগাবাইটের ছবি করে নিন মাত্র ৮০০ কিলোভাইটে…!!
Shyamalsoft


 আজকাল অনেকে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেন...ছবির মান ভাল তাই অনেক সাইজ অনেক  বেশি  আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ফটো কনভার্টার যার মাধ্যমে ৫ মেগাবাইটের ছবি করে নিন মাত্র  ৮০০-৯০০ কিলোভাইটে। তাছাড়া যে কোন ছবির ফরমেট চেঙ্গ করতে পারবেন... তো দেরি কেন আসুন-












 ডাউনলোড করুন এখান থেকে।

WINDOWS 8 -এ DVD Drive মিসিং???? Solve

WINDOWS  8 -এ DVD Drive মিসিং???? Solve
Shyamalsoft

উইন্ডোজ ৮ এ  অনেকের মধ্যেই একটি কমন প্রব্লেম দেখা যাচ্ছে। যদিও আমার নিজের কখনো এরকম হয় নি। সমস্যাটি হল উইন্ডোজ ৮ ইন্সটল করার পর ডিভিডি ড্রাইভ উধাও...!  না না অন্যকিছু ভাব্বেন না, এটা কোন ভৌতিক কাণ্ড নয়। তারপর ও অনেকের দুশ্চিন্তার বিষয়। কেননা ডিভিডি ড্রাইভ অবশ্যই প্রয়োজনীয় এবং নানান সময় এটি কাজে লাগে । উইন্ডোজ ৮ আপনার ডিভিডি ড্রাইভ  Recognize না পারার ফলে এটি মূলত হয়ে থাকে। তাই অনেকের সমস্যা দেখেই হয়তবা শেষপর্যন্ত একটি সল্যুশন পাওয়া গেল। আপনার যদি এটি হয়ে থাকে তবে নিম্ন লিখিত পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন। 

#প্রথমত দেখে নিবেন যে আপনার ডিভিডি ড্রাইভ টি ঠিকমতো লাগান আছে কিনা।

#ইন্টারনেট নেট থেকে আপনার ডিভিডি ড্রাইভ এর সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করবেন

# উইন্ডোজ আপডেট করে দেখতে পারেন (না করলেও চলবে)

উপরে কিছু বেসিক উপায় দিলাম। তাই এগুলা না করলেও হবে। (সময়টুকু নষ্ট করলাম)

তো কাজের কাজ হল:

#CMD ওপেন করুন (Administrator হিসেবে)

#নিচের Code টি কপি পেস্ট করুনঃ

reg.exe add "HKLM\System\CurrentControlSet\Services\atapi\Controller0" /f /v EnumDevice1 /t REG_DWORD /d 0×00000001

#Enter দিন


#রিস্টার্ট করুন

ব্যাস ...।  কেল্লা ফতে...... এখন আপনি My Computer এবং Device Manager এ DVD Drive দেখতে পাবেন

তারপর ও যদি না হয় তাইলে,   

এই লিঙ্ক থেকে CD-DVD Icon Repair সফটওয়্যার টি ডাউনলোড করে "Repair CD-DVD Icon" এ ক্লিক করুন তারপর সফটওয়্যার টি আপনার কাজ করে দেবে।
রিস্টার্ট দিন..................

ধন্যবাদ

কোন সমস্যা হলে কমেন্ট এ জানান

Remeber always "কিছু মজার মজার তথ্য"

Shyamalsoft

দূরত্ব :

1 ফুট = 12 ইঞ্চি

1 গজ = 3 ফুট

1 মাইল = 5.280 ফুট

1 মাইল ≈ 1.61 কিলোমিটার

1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার

1 ফুট = 0.3048 মিটার

1 মিটার = 1,000 মিলিমিটার

1 মিটার = 100 সেন্টিমিটার

1 কিলোমিটার = 1,000 মিটার

1 কিলোমিটার ≈ 0.62 মাইল
ক্ষেত্র:
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43.560 বর্গ ফুট
আয়তন :
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি]

1 ঘন গজ = 27 ঘন ফুট

ওজন :

1 আউন্স ≈ 28.350 গ্রাম

1 cvDÛ= 16 আউন্স

1 cvDÛ ≈ 453.592 গ্রাম

1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001 গ্রাম

1 কিলোগ্রাম = 1,000 গ্রাম

1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড

1 টন = 2,000 পাউন্ডের

আয়তক্ষেত্র :

পরিধি = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)

ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ

আয়তক্ষেত্রাকার নিরেট (বক্স):

ভলিউম = দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা


ত্রিভুজ :

একটি  ত্রিভু‡জ i কো‡ণi যোগফল  = 180 °

ক্ষেত্রফল = ½ (দৈর্ঘ্য X উচ্চতা)


বৃত্ত :

একটি বৃত্তে ডিগ্রী = 360 °

পরিধি ≈ 3.14 X প্রস্থ

আয়তন ≈ 3.14 X (ব্যাসার্ধ) 2

গোলক (বল):

আয়তন ≈ 4/3 X 3.14 X (ব্যাসার্ধ) 3

তাপমাত্রা :

° C = 0.56 (ফারেনহাইট - 32) অথবা 5/9 (ফারেনহাইট - 32)


° F = 1.8 (° C) + 32 অথবা (9/5 X ° C) + 32

আবার দেখা হবেসবাইকে ধন্যবাদ

Bookmark করবেন এক ব্রাউজারে আর সেটা চলে যাবে সব ব্রাউজারে!!!

Bookmark করবেন এক ব্রাউজারে আর সেটা চলে যাবে সব ব্রাউজারে!!!
Shyamalsoft

 কাজের কথা আসি। আজকে আমি আপনাদের যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে খুব সহজেই আপনার ব্রাউজারে বুকমার্ক করা সাইট গুলো এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে কনভার্ট করতে পারবেন। যার কারনে সব ব্রাউজারেই আপনি একরকম বুকমার্ক পাবেন। অর্থাৎ বুকমার্ক এর জন্য বার বার আপনার প্রিয় ব্রাউজারের পিছনে ছুটতে হবে না।  আপনারা একসাথে দুই ব্রাউজারই ব্যবহার করতে পারেন। 



মানে এক কথায় আপনার বুকমার্ক লিস্ট সব ব্রাউজারেই এক থাকবে। এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে বুকমার্ক গুলো আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। ব্যবহার করা খুব সহজ তাই আর বিস্তারিত বললাম না।
যে যে ব্রাউজার সাপোর্ট করেঃ
 
Google Chrome
Mozilla Firefox
Microsoft Internet Explorer
Opera
Apple Safari
Chromium and
Flock.

       এটি মাত্র 3MB। সাথে প্যাচ ফাইল আছে Full version করার জন্য।

ডাউনলোড লিঙ্কঃ

আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Review "কিছু ভালো মুভি ডাউনলোড সাইটের লিস্ট"

Review  "কিছু ভালো মুভি ডাউনলোড সাইটের লিস্ট"
Shyamalsoft



ভালো আছেন তো সবাই ? 
 আপনাদের মাঝে নিয়ে এলাম আমার খুব পছন্দের 
কিছু মুভি ডাউনলোড এর সাইট
টপ Movie Download এর সাইট - 







মিডিয়াফায়ার লিন্ক দেয় যারা - 




ডাইরেক্ট লিন্ক দেয় যেসব সাইট - 

http://www.crazy4ad.com [মোবাইল দিয়েও ডাউনলোড করা যায়]

http://www.magicp30.tv [মোবাইল দিয়েও ডাউনলোড করা যায়]

টরেন্ট ছাড়া HD কোয়ালিটি মুভি ডাউনলোড - 



৩ জিপি মুভিজ -




কিভাবে Windows Force Shutdown Error Message চিরতরে Disable করে দিবেন...Windows 7 & 8 এ

কিভাবে Windows Force Shutdown Error Message চিরতরে Disable করে দিবেন...Windows 7 & 8 এ
Shyamalsoft

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

Windows 7 & 8 এ হঠাৎ করে PC বন্ধ করে দিলে Windows Force Shutdown Error Message দেখায়।



এ আপনার Windows এর কোন সমস্যা না। এ  শুধু আপনাকে জানানোর জন্যে যে আপনার PC তে এখন এইসব  Software Running আছে ।

আর আপনার যদি এই Error Massage পছন্দ না হয় তাহলেই এই টিউন আপনার জন্যে। 
অন্যথায় চেষ্টাও করবেন না।

আর এই ট্রিক টা ব্যবহার না করে যদি নিজে থেকেই PC Shutdown করার আগে সব কয়টা Running Software বন্ধ করে দেন সেটাই অনেক ভাল।

আর কথা বারাইলাম না কাজের কথায় চলে যাই ।

 

যেভাবে বন্ধ করবেন

১. নিচের কোড টা কপি করে New Text Document এ রাখুন।

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management]
“ClearPageFileAtShutdown”=dword:00000001
[HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop]
“AutoEndTasks”=”1″
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
“WaitToKillServiceTimeout”=”1000″

২. এবার New Text Document টিকে shutdown.reg নামে যে কোন ড্রাইভ এ সেভ করুন। [Save করার সময় অবশ্যই All Files Select করে নিবেন

৩. এবার shutdown.reg ফাইল টা ডাবল ক্লিক করুন। একটা Massage আসবে Yes ক্লিক করুন তারপর আরেকটা Massage আসবে Ok ক্লিক করুন।

৪. পরীক্ষা : ৩/৪ টা সফটওয়্যার Running রেখে Shutdown বা Restart দিয়ে দেখুন Windows Force Shutdown Error Message আসে কিনা।
এখন থেকে আপানার PC টা Shutdown বা Restart দিবেন তখন আপনার PC এর Tasks And Timeouts, Automatically বন্ধ হয়ে যাবে এবং Paging File গুলা মুছে দিবে।

[বিঃদ্রঃ - আপনার Antivirus Shutdown.reg ফাইল টিকে Malicious Script হিসাবে দেখাতে পারে। কিন্তু এটা আপনার Windows কে কোন ভাবেই ক্ষতি করবেনা]

আপনার Windows এর 100% Net Speed বাড়িয়ে নিন ! কি ভাবে

Shyamalsoft

আজকের টিউনে আমি আলোচনা করব 
windows থেকে ১০০% নেট Speed পাওয়া যায়।

windows বিভিন্ন ভাবে bandwidth কেটে রেখে আমাদের নেট Speed কমিয়ে দেয়। এর জন্য কিছু পদ্ধতি রয়েছে। পদ্ধতি গুলো আমি ধাপে ধাপে তুলে ধরব। এ পদ্ধতি গুলো ব্যবহার করে আমি নিজে আমার windows থেকে ১০০% নেট Speed পাচ্ছি।


 এ পদ্ধতিতে যাওয়ার আগে আপনার নেট Speed দেখেনিন। পদ্ধতি শেষ করার পর আপানার পিসি টি Restart দিন এবং নেট Speed চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার নেট Speed বেরছে কিনা?


পদ্ধতি ১ Drain out DNS Cache

এ পদ্ধতি টি খুবই সহজ।নিচে তুলে ধরলাম।
  • প্রথমে আপনি CMD অপেন করুন Run as administrator দিয়ে।(Cmd লিখে windows যে drive এ আছে সেখানে Search দিন।তাহলে cmd পাবেন)
  • এখন টাইপ করুন IPCONFIG /FLUSHDNS এবং ইন্টার চাপুন।
  • নিচের ছবির মত হলে Close করে দিন।

পদ্ধতি ২ Disable Unnecessary Services

এ পদ্ধতি টি একটু ভাল ভাবে বুঝে করবেন।কিছু service আছে যে গুল আপনার নেট Speed কমিয়ে দেয়।
তাই সে গুল কে নিয়ন্তন করার পদ্ধতি নিচে দিয়ে দিলাম।
  • Run গিয়ে services.msc লিখে Enter চাপুন।
  • নিচের ছবির মত আসবে

  • এখন নিচের service গুলতে right click করে properties এ click করুন।

এখন নিচের ছবির মত automatic থেকে Manual করে ok দিয়ে বের হয়ে যান।


service গুলোর নাম।সব গুল service কে উপরের নিয়মে করতে হবে।

Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)

পদ্ধতি ৩ Reset WinSock

WinSock  রিসেট দিলে আপনার ইন্টারনেট এর গতি  বেরে যায়। তাই মঝে মাঝে WinSock  রিসেট দিবেন। কি ভাবে WinSock  রিসেট দেবেন নিচে তুলে ধরলাম।

  • CMD অপেন করুন Run as administrator দিয়ে।
  • এখন NETSH INT IP RESET C:\RESETLOG.txt লিখে ইন্টার চাপুন
  • নিচের ছবির মত আসলে Cmd Close করুন।ব্যাস এটুকুই।
  •  

পদ্ধতি ৪ Update Network Card Driver

এ পদ্ধতিতে আপনার  Network Card Driver সফট টি Update করে নিতে হবে। আমাদের motherboard সিডি তে নতুন Network Card Driver থাকে না। তাই এটিও নেট speed কম হওয়ার কারন।
কিভাবে নতুন Network Card Driver সফট টি আপডেট করব তা নিচে দিলাম।
  • device manager ওপেন করুন।
  • Network adapters এ ভিতরে ঢুকুন।
  • আপনার Network Card Driver right click করে Update Driver Software click করুন।
  • নিচের ছবির মত আসলে Search automatically for updated driver software এ click করে
আপনার Network Card Driver সফট টি আপডেট করে নিন।


পদ্ধতি ৫ Disable Bandwidth Reserves

এ পদ্ধতিটি দুই ভাগে ভাগ করা হয়েছে। এ পদ্ধতি টি হয়ত অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য কঠিন।

পদ্ধতি 1

  • Run গিয়ে gpedit.msc টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে
  •  

  •  
  • এবার এভাবে ধাপে ধাপে যান  Local Computer Policy\Computer Configuration\Administrative Templates\Network\QoS Packet Scheduler
  • এবার Limit reservable bandwidth  এ  right click করে Edit এ click করুন।
  • নিচের ছবির মত আসলে enabled এ click করুন এবং  Bandwidth limit to”0 লিখে ok দিয়ে বের হয়ে যান।

 

 

পদ্ধতি 2

  • Run গিয়ে regedit.exe টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে

  • এবার এভাবে ধাপে ধাপে যান HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows
  • এবার Pshed click করুন।দেখবেন ডান পাশে এই লিখাটি আছে NonBestEffortLimit।
  • NonBestEffortLimit right click করে Modify এ ঢুকুন।
  •  
  •  

  •  
  •  
  • এখন Decimal এ click করুন এবং  Value data 1 থেকে 100 দিন।তারপর ok দিন।
সব গুল ধাপ শেষ করে আপনার  computer টি Restart দিন। এখন উপভোগ করুন আপনার windows এ ১০০% Bandwidth। দেখবেন আপনার নেট অনেক খানি ফাস্ট হয়েছে। সব গুল পদ্ধতি আপনি ভাল ভাবে শেষ করতে পারলে windows এ ১০০% Bandwidth পারবেন।