...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

একটি চমৎকার সফটওয়্যার Windows bootloader and the entries এর জন্য Easy Bcd 2.0

একটি চমৎকার সফটওয়্যার Windows bootloader and the entries এর জন্য Easy Bcd 2.0
Shyamalsoft

আজকে একটি অন্যরকম সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকই Boot নিয়ে সমস্যা তে পরি। যারা Boot এর কাজ ভাল ভাবে জানে না তাদের জন্য Easy Bcd অতি প্রয়োজনীয়।

আসল কথায় আসি। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমে অন্য কোন অপারেটিং সিস্টেম তারা সঙ্গে সম্পূর্ণ উপযুক্ততার সাথে ব্যবহার হতে পারে! যদি এটা Mac OS X অথবা Linux, BSD Unix হয় তবে এটা কোন সমস্যা করবে না। কারন easy bcd দিয়ে আপনি সহজেই একাধিক বুট করতে পারবেন।

উইন্ডোজ ভিস্তা নতুন bootmanager একটি ডবল শ্রেণীর তরোয়াল. এটি একটি ক্ষমতাশালী অস্তিত্বের বুট স্ক্রিপ্ট, এবং একটি পরিত্যক্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর খুব সীমিত boot.ini থেকে একেবারেই আলাদা. কিন্তু একই সময়ে, মাইক্রোসফটের দেখায় অন্যান্য একযোগে ইনস্টল করা অপারেটিং সিস্টেমের জন্য এর উপেক্ষা. এটি একটি দ্বিতীয় চিন্তা ছাড়াই MBR-এ মুছে ফেলা, এবং বিকল্প অপারেটিং সিস্টেম বুট পরিচালকদের তাদের পুরানো সিস্টেমের ব্যবহার ব্যবহারকারীদের জন্য কোন উপায় রাখে না।

প্রথমে জেনে নেই কি করে boot menu এডিট করবেন। নিচের ছবির মত আপনি ইচ্ছা করলে আপনার boot menu কে ইচ্ছা মত কনফিগার করতে পারবেন।


windows 7/vista  boot এর সময় windows xp কে previous version of windows নামে দেখানো হয়।

আপনি ইচ্ছা করলেই এটি rename করতে পারবেন।



আপনি উইন্ডোজ 7 / vista ব্যাবহার করছেন কিন্তু xp এর ফাইল গুলো এখনও আছে, এক্ষেত্রে আপনি পুনরায় xp ফিরে যেতে পারবেন।



এছাড়াও MAC OSX এবং Linux সহজে অ্যাড করতে পারবেন। নিচের ছবি গুলো দেখুন।



এছাড়াও আরো অনেক কিছু।try  করে দেখুন। মাত্র 1.4 mb.

download link : 

 ধন্যবাদ।

Mobile এ Pattern/Password ভুলে গেলে বা অনেকবার দিয়ে লক হলে key করনীয়

Mobile এ Pattern/Password ভুলে গেলে বা অনেকবার দিয়ে লক হলে key করনীয়
Shyamalsoft

Android ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশেরই একটা প্রব্লেমে পরতে হয় আর তা হল ফোন এর পাসওয়ার্ড বা pattern লক ভুলে যাওয়া বা অনেকবার ভুল দেয়ার ফলে ফোন গুগল অ্যাকাউন্টে লক হয়ে যাওয়া। আর এই সমস্যায় সবারই মাথা খারাপ হয়ে যায় কারন এর সহজ সমাধান গুলো অধিকাংশের জন্যই কাজ করে না। এই পোস্টে আমি এই সমস্যার প্রায় সব রকম সমাধানের উপায় নিয়ে আলোচনা করব।

১১ নাম্বার পদ্ধতি ব্যতীত অন্য গুলোতে আপনার ফোনে এর ডাটা/অ্যাপ/সেটিংস্‌ এর কোনো পরিবর্তন হবে না মানে ফোন যেমন ছিল তেমনি থাকবে।


প্রায় সব গুলো পদ্ধতি rooted এবং nonrooted সবার জন্যই কাজ করার কথা যদি requirements ঠিক থাকে (এবং আপনার ভাগ্য ভাল হয় এবং ঠিক মত follow করতে পারেন)।

সব ফোনে সব সিস্টেম কাজ করবে না তাই একটা না হলে আপনার জন্য উপযুক্ত অন্যটা চেষ্টা করুন।

অনেক গুলো trick advanced ব্যবহারকারীদের জন্য তাই না বুঝলে try করার দরকার নেই। তবে সাধারন ইউজাররা ১,২,১১ নাম্বার পদ্ধতি try করতে পারেন।


যা করবেন সব নিজ দায়িত্বে করবেন। 
কোনো প্রকার প্রব্লেম বা ক্ষতির জন্য আমি দায়ী নই।.


পদ্ধতি - ১

যদি এমন হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে যাননি তবে কেউ বারবার ভুল পাসওয়ার্ড দেয়ায় ফোন লক হয়েছে তবে আপনি এই পদ্ধতি try করে দেখতে পারেন। কাজ হবেই এমন না তবে try করতে তো ক্ষতি নেই।
★ লক অবস্থায় ফোনটিতে একটি কল দিন।
★ কল receive করে home/middle বাটন চাপুন।
★ ফোনের settings এ যান এবং security থেকে pattern বা password disable(none) করে দিন।
★ টোটাল কাজের সময় কল disconnect করা যাবে না।


পদ্ধতি - ২

★ যদি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থাকে তবে ফোন লক হওয়ার পর গুগল অ্যাকাউন্ট চাইলে আপনার play store এ যে অ্যাকাউন্ট দেয়া আছে সেটা দিয়ে সাইন ইন করুন।

★ যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশান অন থাকে এবং অ্যাকাউন্টে কোনো প্রব্লেম না থাকে অথবা একের অধিক অ্যাকাউন্ট না থাকে তবে কিছুক্ষনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে এবং নতুন পাসওয়ার্ড বা pattern দিতে বলবে।

★ নতুন password দিন এবং ফোন খুলে যাবে।

যদি ফোন এ ইন্টারনেট অন না থাকে তবে আপনি ADB দিয়ে পিসি এর সাহায্যে ফোন এর ডাটা অন করতে পারবেন যেমন ওয়াইফাই অন করতে এই কোড (adb shell svc wifi enable) আর ADB সম্পর্কে নিচের পদ্ধতিগুলোতে বিস্তারিত পাবেন।


পদ্ধতি - ৩

★ এই পদ্ধতিতে লক খোলা একটু কঠিন আর কম্পিউটার প্রয়োজন হবে।

★ কম্পিউটার উইন্ডোজ হলে cygwin এবং ADB ইন্সটল করা থাকতে হবে। লিনাক্স হলে cygwin প্রয়োজন নেই।

★ ফোন এ USB debugging on করা থাকতে হবে (Settings>Developers options>USB debugging)।

★ ADB driver এ ফোন আপনার পিসি তে না পেলে আপনার ফোন এর জন্য compatible driver পিসি তে ইন্সটল করা থাকতে হবে।

★ সব ঠিক মত সেটআপ করা থাকলে ফোন অন করা অবস্থায় কেব্‌ল দিয়ে পিসি এর সাথে connect করুন।

★ কম্পিউটারে RUN ওপেন করুন (window+R অথবা সার্চ এ যেয়ে RUN লিখলেই চলে আসবে অথবা স্টার্ট মেনুতেও পাবেন) ।

★ RUN ওপেন হলে বক্স এ cmd লিখে এন্টার চাপুন। কালো রং এর command prompt window ওপেন হবে।

★ cmd তে adb shell লিখে এন্টার চাপুন।

★ আবার rm /data/system/gesture.key লিখে এন্টার চাপুন। ( pattern এর বদলে password দেয়া থাকলে gesture এর যায়গায় password লিখবেন)

★ ফোন পিসি থেকে আনপ্লাগ না করেই ফোন restart দিন।

★ ফোন চালু হলে পিসি থেকে কানেকশান খুলে ফেলুন।

★ এবার pattern বা password চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।

Cygwin লিঙ্ক এবং গাইড - 

ADB লিঙ্ক -  

গাইড -  



পদ্ধতি - ৪

★ ৩ নাম্বার পদ্ধতির মতই requirement এবং নিয়ম শুধু এই পদ্ধতিতে CMD code গুলো অন্য রকম দিতে হবে (প্রতিটা লাইন লেখার পর একটা করে এন্টার চাপতে হবে)

adb devices
adb shell
cd data/system
su
rm *.key

পদ্ধতি - ৫

★ ৩ নাম্বার পদ্ধতির মতই requirement এবং নিয়ম শুধু এই পদ্ধতিতে CMD code গুলো অন্য রকম দিতে হবে (প্রতিটা লাইন লেখার পর একটা করে এন্টার চাপতে হবে)

adb shell
cd /data/data/com.android.providers.settings/databases
sqlite3 settings.db
update system set value=0 where name='lock_pattern_autolock';
update system set value=0 where name='lockscreen.lockedoutpermanently';
.quit

পদ্ধতি - ৬

★ উপরের নিয়মে পিসি সেট আপ করে ফোন পিসি তে কানেক্ট করুন। অথবা ফোন অনুযায়ী driver download করে পিসি সেট আপ করুন।

★ ফোন এ USB debugging অন থাকতে হবে।

★ নিচের লিঙ্ক থেকে Bypass Security Hack নামের ফাইল টি নামিয়ে পিসি তে extract করুন।

★ SQLite Database Browser 2.0.exe ফাইল টি ওপেন করুন।

★ pull settings.db.cmd ফাইল টি চালু করুন । এটা আপনার ফোন এর সেটিংস্‌ ফাইল ফোন থেকে বের করে আনবে।

★ বের হওয়া settings.db ফাইলটা drag (click করে ধরে টেনে) করে SQLite Database Browser 2.0.exe এর উপর ছেড়ে দিন।

★ browse data tab এ যান এবং টেবিল থেকে ক্লিক করে লিস্ট থেকে secure সিলেক্ট করুন।

★ এবার নিচের মত করে করুন।

★ Pattern হলে - lock_pattern_autolock খুঁজে বের করে record ডিলিট করে দিন। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন।

★ PIN lock হলে - lockscreen.password_type খুঁজে বের করুন আর না থাকলে তৈরি করুন। তারপর এতে ডাবল ক্লিক করে এর value পরিবর্তন করে 65536 দিন। lock_pattern_autolock খুঁজে বের করে record ডিলিট করে দিন (খুঁজে না পেলে দরকার নেই)। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন।

★ Password lock হলে - lockscreen.password_salt খুঁজে বের করে record ডিলিট করে দিন। lockscreen.password_type খুঁজে বের করে record ডিলিট করে দিন। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন।

★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।


Bypass security hack লিঙ্ক -



পদ্ধতি - ৭

★ এই পদ্ধতির জন্য ফোন এ custom recovery (cwm,cot,twrp,xrec,ctr etc)ইন্সটল করা থাকতে হবে।

★ নিচের থেকে Pattern Password Disable ফাইল টি ডাউনলোড করে SD Card (memory card) এ রাখুন। পিসি বা অন্য ফোন দিয়ে করতে পারেন।

★ কার্ড টি ফোনে লাগিয়ে ফোন recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করা) । অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে।

★ SD Card এ রাখা zip ফাইলটা install from SD card থেকে ফ্ল্যাশ করুন।

★ ফোন restart করুন।

★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।

Pattern password disable লিঙ্ক - 


পদ্ধতি - ৮

★ এই পদ্ধতির জন্য ফোনে custom recovery (cwm,cot,twrp,xrec,ctr etc)ইন্সটল করা থাকতে হবে।

★ নিচের থেকে Aroma File manager.zip ফাইলটা ডাউনলোড করে SD Card (memory card) এ রাখুন। পিসি বা অন্য ফোন দিয়ে করতে পারেন।

★ কার্ড টি ফোনে লাগিয়ে ফোন recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করা)। অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে।

★ mount নামে recovery তে একটি অপশন পাবেন। সেখান থেকে সব কিছু mount করুন।

★ update থেকে SD Card এ রাখা ফাইলটা update করুন।

★ Aroma file manager ওপেন হবে।

★ menu থেকে settings সিলেক্ট করে নিচে mount all partition in startup সিলেক্ট করে Aroma file manager exit করুন।

★ আবার update থেকে Aroma file manager.zip টা update করুন এবং এটি ওপেন হবে।

★ এবার data/system থেকে ‘gesture.key’ (pattern lock) অথবা password.key (password lock) ফাইল খুঁজে ডিলিট করে দিন। (লং প্রেস করলে ডিলিট অপশন আসবে)।

★ ফোন restart করুন।

★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।

★ আপনার custom recovery তে যদি নিজস্য file manager থাকে যেমন TWRP তবে aroma file manager ছাড়াই আপনি ওটা দিয়েও process টা করতে পারবেন।

Aroma file manager লিঙ্ক -  



পদ্ধতি - 9

★ এই পদ্ধতির জন্য আপনার ফোন rooted হতে হবে এবং ফোন এ আগে থেকে sms bypass অ্যাপ্লিকেশান ইন্সটল করা থাকতে হবে।

★ নিচের লিঙ্ক থেকে sms bypass অ্যাপ টি নামিয়ে phone এ ইন্সটল করে নিন।

★ অ্যাপটি ওপেন করুন ।

★ super user permission চাইলে permission দিন।

★ অ্যাপ টি ওপেন হলে enable remote password reset এ টিক দেয়া না থাকলে দিন।

★ change secret code e নিজের ইচ্ছা মত code দিন। old secret code হলো 1234 .তবে প্রয়োজন মনে না করলে যা আছে তাই রাখতে পারেন।

★ বের হয়ে যান আর কাজ শেষ।

★ কখনো ফোন লক হলে অন্য কোনো ফোন থেকে এই মেসেজ টি আপনার ফোন এ পাঠান , 1234 reset (এখানে 1234 এর জায়গায় আপনি অন্য secret code দিলে সেটা দিবেন। খেয়াল রাখবেন 1234 এর পর একটি space আছে)
★ আপনার ফোন টি restart নিবে এবং লক খুলে যাবে।

★ যদি restart এর পরেও pattern lock দেখতে পান তবে ইচ্ছা মত যে কোনটা দিন লক খুলে যাবে।

sms bypass লিঙ্ক -  


পদ্ধতি - ১০

★ এই পদ্ধতির জন্য আমরা অধিকাংশ বাংলাদেশীই অনুপযুক্ত কারন এটাতে আপনাকে play store থেকে 4.38 ডলার মুল্ল্যের অ্যাপ্লিকেশান কিনতে হবে। তবুও এটি দেয়া হল কারন অনেকের কাজে লাগতেও পারে।

★ এই সিস্টেম এ আপনার ফোন এ ইন্টারনেট অন থাকতে হবে এবং পিসি থাকতে হবে।

★ ফোন এর সাথে কোনো ডাটা কেব্‌ল লাগানো থাকা যাবে না। মানে ফোন চার্জ এ থাকলে চার্জ খুলে ফেলুন।

★ ফোনে ইন্টারনেট চালু অবস্থায় পিসি দিয়ে নিচের লিঙ্ক এ দেয়া অ্যাপটি তে যান এবং playstore এ আপনার ফোন এ যে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা সেই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে অ্যাপ টি কিনে ইন্সটল করুন।

★ অ্যাপ টি অটো আপনার ফোন এ ইন্সটল হয়ে যাবে।

★ ইন্সটল হওয়ার পরে ফোন এ চার্জার লাগান।

★ আপ্পতি অ্যাক্টিভ হবে এবং আপনি ফোনে activate নামে একটি বাটন দেখতে পাবেন।

★ ওটা ক্লিক করলেই আপনার ফোন টির পাসওয়ার্ড খুলে যাবে,

screen lock bypass pro লিঙ্ক -  

পদ্ধতি - ১১

★ এই পদ্ধতিটি সর্বশেষ উপায়। এর জন্য কোনো requirement নেই। সব ফোনেই এটি কাজ করবে। তবে এই পদ্ধতিতে আপনার SD Card এবং Phone memory এর ফাইল ছাড়া ফোনে ইন্সটল করা সব অ্যাপ্লিকেশান/গামেস/ডাটা/সেটিংস্‌ মুছে যাবে। মানে ফোন কিনার সময় যেমন ছিল তেমন হয়ে যাবে তাই এটাকে সর্বশেষ পদ্ধতি হিসেবা দেয়া হল এবং যাদের উপরের পদ্ধতিগুলো কাজ করবেনা বা requirements মিলবে না বা ঝামেলার মনে হয় তারা এই পদ্ধতি অনুসরন করবেন।

★ ফোন বন্ধ করে recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করুন। অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে। recovery তে wipe data / factory reset করুন। বিভিন্ন custom recovery তে অপশন টা অন্য নাম এ থাকতে পারে।

★ ফোনে restart দিন।

আশা করছি কোনো না কোনো পদ্ধতি কার না কার কাজে আসবে।

যেভাবে ভাইরাস আক্রান্ত USB Pen-drive এর লুকানো ফাইল উদ্ধার করবেন। যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য

যেভাবে ভাইরাস আক্রান্ত USB Pen-drive এর লুকানো ফাইল উদ্ধার করবেন। যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য
Shyamalsoft

আমরা অনেকেই ভাইরাসের ফলে আক্রান্ত পেন-ড্রাইভের Hidden ফাইল ওপেন করতে পারি না। কিংবা অনেক সময় দেখা যায় আমাদের পেন-ড্রাইভ এ Virus attack এর ফলে file গুলো দেখা যায় না। তবে পেন-ড্রাইভের উপরে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজে গেলে দেখা যায়, পেনড্রাইভে কিছু ডাঁটা আছে অর্থাৎ পেন-ড্রাইভ কিছু মেমোরি দখল করে আছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য কোন সফটওয়্যার ব্যাবহার না করেই  নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেন-ড্রাইভের লুকানো ফাইল উদ্ধার করুনঃ 

১।  প্রথমে আপনার "পেনড্রাইভ"  ইউএসবি পোর্টে লাগান।
২। এরপর "windows+R" একশাথে চেপে run open করুন।
৩। এরপর এতে লিখুন "cmd" এবং "Ok" তে ক্লিক করুন।


চিত্র-১ঃ 

৪। তারপর আপনার পেন ড্রাইভ এর লেটার লিখে "Enter" চাপুন। মনে করি, পেন ড্রাইভ এর লেটার "i" তাহলে i  লিখে Enter চাপুন।  ঠিক এইভাবেঃ i
৫। এরপর attrib -s -h /s /d *.*   লিখে Enter চাপুন।
চিত্র-২ঃ


টিপসঃ পেনড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার রাখলে সেগুলো জিপ করে রাখবেন। সাধারণত জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না।


USB device not recognized ম্যাসেজের সমাধান করুন।

USB device not recognized ম্যাসেজের সমাধান করুন।
Shyamalsoft


কম্পিউটারে USB ব্যবহার করেছেন অথচ উপরের মেসেজটি পাননি এরকম মানুষ খোজেঁ পাওয়া যাবেনা। যদি আপনার ডিভাইস বোর্ড নষ্ট না থাকে তাহলে যে সমস্যা গুলো হবে তার সমাধান আছে।

এর সমাধান পাওয়া কিছু টিপস এর আলোচনা নিজে করলাম।

1. Start>Run এ গিয়ে Devmgmt.msc লেখে OK করুন। Device Manager window আসবে।

2. “Universal Serial Bus controllers”এর + এ ক্লিক করুন।

3. USB Root Hub এ রাইট click করে Properties এ যান। USB Root Hub Properties dialog box আসবে।

4. Power Management tab এ Click করুন।

5. “Allow the computer to turn off this device to save power check box” থেকে ঠিক মার্ক তুলে দিয়ে OKকরুন।

6. যতটা “USB Root Hub” আছে (সম্ভবত ৫টি) সবগুলোতে ৩ থেকে ৫নং কাজগুলো করুন।

7. এবার Action menu তে গিয়ে Scan for hardware changes এ click করুন। কাজ হলে ডিভাইস মেনেজার বন্ধ করুন।

8. কয়েকজন (এক্সপি) ব্যবহারকারী বলেছেন তাদের C:\WINDOWS\inf ঠিকানায় usbstor.inf and usbstor.pnf (হিডেন) ফাইলগুলো মুছে গিয়েছিল। ফলে তাদের পিসি কোনভাবেই ইউএসবি পেতনা। পরে তারা ঐ ফাইলগুলো অন্য জায়গা থেকে কপি পেষ্ট করে দিয়েছেন। এতে তারা সমাধান পায়।

9. ভাইরাসের আত্রমণ, এন্টিভাইরাসের স্ক্যান, নতুন প্রোগ্রাম ইন্সটল করার কারণে অনেক সময় Windows এর গুরুত্বপূর্ণ ফাইল Replace,Upgrade বা Delete হয়ে যায়। ফলে এ মিসিং ফাইলটিও ৪ নং এর মত উক্ত সমস্যা সৃষ্টি করতে পারে। এরকম ফাইল মিস হওয়ার সম্ভাবনা থাকলে উইন্ডোজ রিপেয়ার বা নতুন ইন্সটল করলে কাজ হতে পারে। তবে রিপেয়ার বা নতুন ইন্সটলের চাইতে নিম্মের ৬ নং কাজটি আরো কার্যকর।

10. মাইক্রোসফট আরো সমাধান হিসেবে আপডেট সার্ভিস প্যাক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন ইউএসবি পোর্ট এ ধূলাবালি লেগেও এই সমস্যাটা ঘটতে পারে। তাই ইউএসবি পোর্টসহ পুরো মাদারবোর্ড মাঝেমধ্যে ভালভাবে পরিষ্কার করতে হবে।

Excel এ লাখে এবং কোটিতে প্রকাশ করার Add-Ins

Excel এ লাখে এবং কোটিতে প্রকাশ করার Add-Ins
আজকে এই টিউনে Excel লাখে এবং কোটিতে প্রকাশ করার Add-Ins দিলাম এবং কিভাবে ব্যবহার করতে হবে তা বিস্তারিত দেওয়া হলো।

প্রথমে Add-Ins টি Download করে নিন।

Excel 2003 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office11\Library লোকেশনে রাখি।



(২) এবার Tools থেকে Add-Ins এ Click করি।



(৩) NumberToTaka_Lac_Crore_2003 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2003 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা ‍ NumberToTaka_Lac_Crore_2003 file টি select করে ok click করি।




(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)




A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

Excel 2007 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office12\Library লোকেশনে রাখি।



(২) এবার অফিস বাটনে ক্লিক করে Excel Option এ ক্লিক করি। Add-Ins Select করে Go তে Click করি।




(৩) এবার NumberToTaka_Lac_Crore_2007 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2007 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা NumberToTaka_Lac_Crore_2007 file টি select করে ok click করি।



(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)



A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

Excel 2010 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office14\Library লোকেশনে রাখি।



(২) এবার File এ ক্লিক করে Option এ ক্লিক করি। Add-Ins Select করে Go তে Click করি।




(৩) এবার NumberToTaka_Lac_Crore_2010 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2010 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা NumberToTaka_Lac_Crore_2010 file টি select করে ok click করি।



(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)



A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

Excel 2013 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office15\Library লোকেশনে রাখি।



(২) এবার File এ ক্লিক করে Option এ ক্লিক করি। Add-Ins Select করে Go তে Click করি।




(৩) এবার NumberToTaka_Lac_Crore_2013 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2013 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা NumberToTaka_Lac_Crore_2013 file টি select করে ok click করি।




(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)




A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

*** এই ফাংশনের একটি সীমাবদ্ধতা হলো এটি 2147483647 এর চেয়ে বেশি মানকে convert করতে পারে না।


আপনার Power Point এর Presentation কে দেখুন যে কোনও Video Format এ

আপনার Power Point এর Presentation কে দেখুন যে কোনও Video Format এ
Shyamalsoft


যাইহোক এবার মূল কথায় আশি। আজ আমি যে টিউনটা করছি তা বেশির ভাগ সাহায্য করবে তাদের যারা Microsoft Power Point 2007-এ Presentation এর জন্য slideshow তৈরি করে থাকেন। অনেকে সেটা ভিডিও format –এ দেখতে চায় ( যেটা আমার প্রয়োজন ছিল) কিন্তু ২০০৭ এ ভিডিও format এর কোনও option আমি পাইনি তাই অনেক খুঁজে এই সফটওয়্যার টা পেলাম। যার দ্বারা যেকোনো format এর ভিডিও file এ আপনি আপনার presentation টাকে দেখতে পারবেন। 

এর নাম হচ্ছে  “ Wonder share PPT2 Video Pro”.

এটা trail version, কিন্তু আমি আপনাদের activation code দিয়ে দিচ্ছি যার দ্বারা আপনারা full version করে নিতে পারবেন। নিচে আপনাদের সুবিধার জন্য কিছু ছবি দিলাম ।







অথবা



এইখান থেকে configure করতে পারেন আপনার পছন্দ আনুজায়ী



এখন আপনি আপনার fileটা কোথায় save করবেন তা দেখিয়ে দিন





এখন কিছুখন সময় নিবে file টা convert হতে



তারপর convert হয়ে গেলে কাজ শেষ। ব্যাস হয়ে গেল।

Download করার জন্য এখানে ক্লীক করুন  



Advance Excel: ফাংশন Key ব্যবহার করে হিসাব করুন আপনার বয়স ।

 Advance Excel:   ফাংশন Key ব্যবহার করে হিসাব করুন আপনার বয়স ।
Shyamalsoft


 

১) প্রথমে একটি এক্সেল ফাইল চালু করেA1 সেলে আপনার জন্ম তারিখ এন্ট্রি করুন। এখন B1 সেলে এই Formula 

   =DATEDIF(A1,TODAY(),"Y") & " Years, " & DATEDIF(A1,TODAY(),"YM") & " Months, " & DATEDIF(A1,TODAY(),"MD") & " Days"  

বসান । এই Formula আজকের তারিখ থেকে আপনার বয়সের ব্যবধান দেখাবে।

Advance Excel: কিভাবে মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ বের করা হয় ?

Advance Excel: কিভাবে মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ বের করা হয়  ?
Shyamalsoft

মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ দুইভাবে বের করা যায় একটি হচ্ছে সাধারন সুদ অন্যটি হচ্ছে চক্রবৃদ্ধির সুদ, আজকে আপনাদেরকে দুইভাবেই দেখাব তবে চলুন শুরু করা যাক-

সাধারন সুদঃ

সাধারন ভাবে ব্যাংক সুদ বের করার জন্য প্রথমে একাউন্ট নাম্বার, নাম, টাকার পরিমান, সুদ কি হার এবং কত বছরের জন্য তা লিখতে হবে। তারপর F2 সেলে সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করলেই ব্যাংক সুদ বের হয়ে যাবে।
সুত্রঃ =a2*b2*c2



এখানে F2 সেলে নির্দিষ্ট বছরের জন্য কত সুদ হবে তা বের হবে, তা কপি করে সকল সুদের সেলে পেস্ট করলে সকলের সুদ বের হবে।

চক্রবৃদ্ধির সুদঃ

চক্রবৃদ্ধির সুদের জন্যও একইভাবে সবকিছু লিখে B4 সেলে কারসার রেখে সেলে সূত্র প্রয়োগ করতে হবে।

সুত্রঃ =B1*(1+B2)^B3-B1



এখানে B4 সেলে নির্দিষ্ট বছরের জন্য কত সুদ হবে তা বের হয়ে যাবে
আজকে এ পর্যন্তই । সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Advance Excel : একটি শীটের এক বা একাধিক Row কে প্রিন্টের সময় প্রতি পৃষ্টায় প্রিন্ট করবেন কিভাবে।

Advance Excel  :  একটি শীটের এক বা একাধিক Row কে প্রিন্টের সময় প্রতি পৃষ্টায় প্রিন্ট করবেন কিভাবে।
Shyamalsoft

 

আজকে যে বিষয়ে টিউন করছি সেটা অনেকেরই জানা আছে। তবুও যাদের জানা নেই তাদের কাজে আসবে। যখন একটি শীটে অনেক Data থাকে তখন প্রিন্টের সময় কিছু Row প্রতি page এ প্রিন্ট করার প্রয়োজন হয়। যেমন উপরের Screen Shot টি লক্ষ্য করুন, এখানে বেশ কিছু Data আছে। এই ডাটাগুলো প্রিন্ট করতে গেলে ২ নং Row প্রতি পৃষ্টায় ‍প্রিন্ট করা প্রয়োজন। আসুন দেখা যাক কাজটি কিভাবে করা যায়।

 

 

(১) Page Layout থেকে Page Setup এ Click করি। তাহলে Page setup window টি Open হবে।

 

 

(২) এখন শীট ট্যাব Select করি। এখানে Print Title সেকশনে “Rows to repeat at top” অংশে যে Row বা Rows সিলেক্ট করে দিবেন, সেই Row বা Rows গুলো প্রতি পৃষ্টায় প্রিন্ট হবে।

Columns to repeat at left যে Column গুলো সিলেক্ট করে দিবেন সেগুলো প্রতি পৃষ্টায় ‍প্রিন্ট হবে।

# কালার শীটকে সাদাকালো প্রিন্ট করাঃ

  • Black and White এই Option টিতে টিক দিলে আপনি যদি শীটের সেলগুলোতে কালার ব্যবহার করেন তাহলেও প্রিন্টের সময় সব ডাটা এবং সেলগুলো সাদাকালো ভাবেই প্রিন্ট হবে।

     

 

# কোন শীটের অল্পকিছু ডাটা ‍প্রিন্ট করাঃ

  • ধরুন আপনার শীটে অনেক ডাটা আছে তার মধ্য থেকে কিছু ডাটা প্রিন্ট করা দরকার। এর জন্য আপনি Sheet Tab এর Print area সেকশনে যে সেলগুলো সিলেক্ট করে দিবেন শুধুমাত্র ঐ সেলগুলোই প্রিন্ট হবে। ‍উপরের Screen Shot টি দেখতে পারেন।


Download করে নিন hotstar এপিকে ফাইল।

Download করে নিন hotstar এপিকে ফাইল।
Shyamalsoft


স্টার টিভির hotstar এপিকে ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন, কিন্তু তেমন কোন লিঙ্ক পাওয়া যাচ্ছে না। একজনের টিউন দেখলাম কিন্তু উনি hotstar এর স্থানে ভুয়া একটি অ্যাপ দিয়ে রেখেছেন। তাই আমি একটু কারিগরি করে অবশেষে hotstar এর এপিকে নামিয়ে ফেললাম। তো আর দেরি কেনো? ডাউনলোড করে নিন hotstar apk ফাইলটি। ফাইল সাইজ মাত্র ১৯ মেগাবাইট। এবং আপলোড করা হয়েছে মিডিয়াফায়ারে। এবং যারা মোবাইল থেকে ডাউনলোড দিবেন তাদের জন্য qfs.mobi তে।