...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

যে কোন গান থেকে মিউজিক আলাদা করুন ।

যে কোন গান থেকে মিউজিক আলাদা করুন ।
Shyamalsoft

যে কোন গান থেকে মিউজিক আলাদা করুন ।


 আজকে আপনাদেরকে একটা Awsome সফটওয়্যার উপহার দিবো । সাথে ফুল টিউটোরিয়াল ।
এই সফটওয়্যারটার নাম Audacity যার দ্বার যে কোন গান থেকে মিউজিক আলাদা করা যায় । এ ছাড়া আরো অনেক কিছু ।







কথা না বাড়িয়ে নিচের লিন্ক থেকে সফটওয্যারটা ডাউনলোড দিন ।

Download link:



তো আসুন মুল টিউটোরিয়ালে আসা যাক ।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন ।
তারপর File->open এ ক্লিক করুন ।
যেই Mp3 ফাইলের মিউজিক আলাদা করতে চান সেটা সিলেক্ট করে Open এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন ফাইলটা Import হবে ।
এবার দেখুন ফাইলটা সম্পুর্ন লোড নিয়েছে ।
এখন দেখুন ওখানে ডানপাশে ২ টা অংশে বাইরেট আছে ।
ঠিক ২ টা অংশের মাঝামাঝি মাউস কারর্সর রেখে একটা ক্লিক করুন । দেখুন সব বাইরেট সিলেক্ট হয়ে গেছে ।
এবার উপরের আংশের বাম পাশের Track এ ক্লিক করে Split stereo track এ ক্লিক করুন । এভাবেই নিচের অংশ তেও করবেন ।
এবার উপরের Effect এ ক্লিক করে Invert এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন দেখুন Effect লোড নিচ্ছে ।
আবারও ডানপাশের প্রথম অংশের বামদিকের Track এ ক্লিক করে Mono করে দিন । একই ভাবে নিচেরটাতেও Mono করে দিন ।
এবার File->save এ ক্লিক করে File টা সেভ করে নিন ।
এবার ওটা Play করে দেখুন ওটাতে কোন গান নেই । যা আছে সব মিউজিক ।



















বিনামূল্যে সফটওয়্যার ইনস্টল ও আপডেট!

Shyamalsoft


বিনামূল্যে সফটওয়্যার ইনস্টল ও আপডেট!


আসা করি ভাল আছেন।

তো এবার কজের কথায় চলে আসি। 

এখন বিনামূ্ল্যে এত সফটওয়্যার পাওয়া যায় যে নিত্য প্রয়োজনীয় কাজ করার 
 
জন্য টাকা দিয়ে সফটওয়্যার কেনার প্রয়োজন  পড়েনা।


আমি বরাবরই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে চাই।

যত নামকরা সফটওয়্যারই হোক, খুঁটিনাটি সুবিধা বাড়িয়ে বা সমস্যা সমাধান 
 
করে আপডেট সবসময়ই বের হয়।

উইন্ডোজ বা অফিস সেন্ট্রাল আপডেটের মাধ্যমে নিজে নিজে আপডেট 
 

ফাইলজিলা আলাদা আলাদা আপডেট হয় এবং এই প্রক্রিয়াটি অনেকেরই ভালো 
 
 লাগেনা।

সেদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে Soft2Base নামের চমৎকার একটি 
 
সফটওয়্যার পেলাম। সফটওয়্যার বললে ভুল হবে, এটাকে 

এপ্লিকেশন ম্যানেজার বলা উচিৎ হবে।

সাইবার ওয়ার্ল্ডে বিনামূল্যে উপলব্ধ প্রায় সব সফটওয়্যারের তালিকা আছে এর 
 
মধ্যে, যদিও আমি তালিকায় ৬১টা নাম পেলাম, 

এটাইবা কম কি!
 
program টির স্ক্রীনসট টি দেখুন 
 
 
 
 
 
 
 
 
এপ্লিকেশনটি চালালে সার্ভারের ডাটাবেইজে থাকা তথ্যের সাথে 
 
কম্পউটারের তথ্য মিলিয়ে মূল উইন্ডোতে একটি তালিকা প্রদর্শন 

করে,

তালিকার মধ্যে সফটওয়্যারের নামের 
 
পাশে সবুজ,নীল এবং বেগুনী রঙের বোতাম দেখা যায়, 

 
সবুজ মানে এই সফটওয়্যারটি ইনস্টল আছে এবং আমি সর্বশেষ সংস্করণ 
 
ব্যবহার করছি, 
 

নীল মানে এই সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল নেই এবং আমি 
 
চাইলে ইনস্টল করতে পারি,

আর বেগুনী রঙের বোতামের অর্থ হচ্ছে এই সফটওয়্যারের একটি পুরাতন 
 
সংস্করণ আমার কম্পিউটারে ইনস্টল আছে এবং আমি 

চাইলে আপডেট করতে পারি।
 
 
 
 
 
 ইনস্টলের জন্যও রয়েছে বেশ কিছু অপশন। Silent Install ব্যবহার 
 
করলে আমাদের বিরক্ত না করেই সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে।
 
 
 
 
 
 

আমার ধারণা সফটওয়্যার ইনস্টলে এক নতুন মাত্রা যোগ করবে ।এই 
 
এপ্লিকেশন ম্যানেজারটি, কিন্তু এখনো অনেক কিছু ঠিক 

করতে হবে।

যেমন আমার কম্পিউটারে VLC x64 ইনস্টল করা আছে, কিন্তু সে 
 
চিনতে পারেনি। Waterfox ইনস্টল করা আছে,

কিন্তু সেটাও চিনতে পারেনি। বেটা বা অসম্পুর্ণ সংস্করণ ইনস্টল করবো 
 
কি-না, সেটা নির্বাচন করার উপায় নাই।

আশাকরা যায় ভবিষ্যতে ছোটখাট এই সমস্যাগুলি আর থাকবেনা…

পারলে সংগ্রহে রেখে দিন উপকার পাবেন।

                   DOWNLOAD করতে এখানে টিপুন ।। 

 

তো বন্ধুরা কেমন লাগল  জানাবেন কিন্তু।
 
 
 
 
 
 
 
 

Translator Lingoes নিয়ে নিন আর হয়ে উঠুন বহুভাষাবিদ

Translator  Lingoes নিয়ে নিন আর হয়ে উঠুন বহুভাষাবিদ
Shyamalsoft

Translator  Lingoes নিয়ে নিন আর হয়ে উঠুন বহুভাষাবিদ !


 আশাকরি আপনাদের অনেক ভাল লাগবে ।
আমাদের কোন Text এক ভাষা থেকে অন্য ভাষায় Translate করতে
==>> Google Translate
==>> Microsoft Translator
==>> Click 2 Translate
==>> Cross Language
ইত্যাদি ব্যবহার করি ।
কিন্তু বারবার Browser-এ ঢুকে এই কাজ করা বহুত ঝামেলা ।
তাই নিয়ে এলাম_

Lingoes Translator

 

 







এতে Google Translate থেকে শুরু করে প্রায় নামকরা সব কিছুরই ফিচার Add করা আছে ।
যেইটার Translation ভাল লাগবে, সেটাই গ্রহণ করতে পারবেন ।
আরও আছে Dictionary.
এবং আরও আরও অনেক কিছু............
** বাংলা এখনও Add করা হয়নি, তবে এটা আপনার বেশ কাজে লাগবে [ English 2 English ], [ English 2 others]

আর যারা অন্যান্য ভাষা শিখছেন, তাদের জন্য এটা Must Need !!!
পোর্টেবল, ইন্সটল করতে হবে না...

http://www.solidfiles.com/d/87bcedecd0 






























২০১৪ এর জানুয়ারী থেকে এই সফটওয়্যার প্রিমিয়াম হয়ে যাবে এবং দাম পরবে $২০

২০১৪ এর জানুয়ারী থেকে এই সফটওয়্যার প্রিমিয়াম হয়ে যাবে এবং দাম পরবে $২০
Shyamalsoft

Razer Surround এর সাথে

এবার হেডফোনে উপভোগ করুন ৭.১ surround সাউন্ড সিস্টেম


আপনি কি হেডফোন ব্যবহারকারিদের মধ্যে একজন? আপনার কি দামি সাউন্ড সিস্টেম কেনার সামর্থ্য নাই, কিংবা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি জায়গা অভাবে বসাতে পারছেন না? আপনার জন্য দরকার Razer Surrond সফটওয়্যার। এই সফটওয়্যার এর সাহায্যে আপনি আপনার হেডফোন এ উপভোগ করতে পারবেন ৭.১ surround সাউন্ড। আপনার surround সাউন্ড উপভোগ করার জন্য দরকার নাই দামি সাউন্ড সিস্টেম এর।

আপনি এই ফ্রী সফটওয়্যার ইন্সটল করে তৎক্ষণাৎ উপভোগ করতে পারবেন যে কোন দামি সাউন্ড সিস্টেম এর অনুরূপ সাউন্ড আপনার হেডফোন এ।
ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।


এখানে আপনি ফ্রী রেজিস্ট্রেশান এর পর ডাউনলোড করতে পারবেন। (রেজিস্ট্রেশান আবশ্যক সফটওয়্যারটি চালানোর জন্য)





  
তারাতারি ডাউনলোড করে নিন ২০১৪ সালের আগে। ২০১৪ এর জানুয়ারী থেকে এই সফটওয়্যার প্রিমিয়াম হয়ে যাবে এবং দাম পরবে $২০। সফটওয়্যার ইন্সটলের পর একবার ব্যবহার করলে আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন বিনা খরচে।

ইন্সটল এর পর লগিন করুন এবং নির্দেশনা অনুযায়ী আপানার হেডফোন কনফিগার করে নিন।



কোন ফুল ইন্সটলার এর ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত। 

কারন এই সফটওয়্যার ওয়েব ইন্সটলার ভিত্তিক এবং এটি আপানার হার্ডওয়্যার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিবে।

পোস্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।










প্রিন্ট কমান্ড বাতিল করতে চাইলে.....

প্রিন্ট কমান্ড বাতিল করতে চাইলে.....
Shyamalsoft

 

প্রিন্ট কমান্ড বাতিল করতে চাইলে.....

প্রিন্ট কমান্ড দেয়া পর তা বাতিল করা অনেক ঝামেলার ব্যাপার। অনেক ক্ষেত্রে পিসি রিস্টার্ট না করে বাতিল করার কোন উপায় নেই। Stalled Printer Repair নামেরএকটা ছোট সফটওয়্যার দিয়ে এই
কাজটা করা খুবই সহজ।  
 
 
সফটওয়্যার ডাউনলোড করে রান করালেই হবে। পোর্টেবল ভার্শন বলে ইন্সটল করতে হয়না। রান করার পর রিফ্রেস দিলে সবগুলো কমান্ড দেখাবে। সেখান থেকে Purge Print Jobs এ ক্লিক করলে সব কমান্ড বাতিল হয়ে যাবে।

এমন দেখলে "Your computer might be at risk" ভয় পাওয়ার কিছু নেই

এমন  দেখলে "Your computer might be at risk"   ভয় পাওয়ার কিছু নেই
Shyamalsoft


"Your computer might be at risk" 

এমন  দেখলে ভয় পাওয়ার কিছু নেই 

 

Windows XPতে  "Your computer might be at risk" এই বার্তাটি এলে নিস্ক্রিয় করে দিন। টি একটি বিরক্তিকর বিষয়আসলে কোন রিস্কই নেই। নিচের পদ্ধতি অনুসরন করুন:

 

 

 

Start menu থেকে control panel এ প্রবেশ করে Security Center icon এ ডাবল ক্লিক করে ওপেন করুন।

এবার বামপাশে নিচের দিকে “Change the way Security Center alerts me” তে একটি ক্লিক করুন নিচের বিটির মতো ।





  এবার নিচের ছবিটি দেখুন তিনটি টিক চিহ্ন রয়েছে। সবগুলউঠিয়ে দিয়ে OK করে দিন।



ইংরেজীর গ্রামাটিক্যাল ভুলগুলো ঠিক করার Software Free Downlaod

Shyamalsoft





যারা ফ্রিল্যান্স-এর কাজ করেন, যেমনঃ ব্লগ কমেন্টিং, ফোরাম পোষ্টিং, আর্টিকেল রাইটিং/স্পিনিং ইত্যাদি ইত্যাদি ইংরেজীতে লিখতে গেলে আমরা প্রায়ই গ্রামাটিক্যাল ভুল করি, যা ফ্রিল্যান্সিং জগতে অনেক সমস্যার সৃষ্টি।
কেমন হয় যদি থাকে একটি ছোট্ট সফটওয়্যার, যা দিয়ে আপনিও পারবেন গ্রামাটিক্যাল ভুল গুলো শুদ্ধ করতে !!!!
সেই সাথে করতে পারবেন sentence Repurchase !!!!!!

সেই মজার সফ্টওয়্যারটি শুধু ইন্সটল করবেন আর মজা দেখবেন...কত সহজেই আপনি আপনার ইংরেজীর গ্রামাটিক্যাল ভুলগুলো ঠিক করতে পারবেন।

ডাউনলোড লিংকঃ    https://copy.com/KUf0JuDSwbh8

ভিডিও কোয়ালিটি খারাপ ? এখন খুব সহজেই দ্বিগুণ করে ফেলুন ভিডিও কোয়ালিটি!!

ভিডিও কোয়ালিটি খারাপ ? এখন খুব সহজেই দ্বিগুণ করে ফেলুন ভিডিও কোয়ালিটি!!
Shyamalsoft



ভিডিও কোয়ালিটি খারাপ ? এখন খুব সহজেই দ্বিগুণ করে ফেলুন ভিডিও কোয়ালিটি!!


এই ম্যাজিক সফটের নাম হলো Video Enhancer! নাম থেকেই আপনাদের ধারনা পাওয়ার কথা কেমন জিনিষ। এই সফট খুব সহজেই ঘোলা ভিডিও কে কনভার্ট করে ভাল কোয়ালিটির ভিডিওতে রুপান্তর করে। কেমন হতে পারে সেই কোয়ালিটি? চলুন কিছু হাতে কলমে প্রমান দেখি
 

কনভার্ট করার আগেঃ

 পরেঃ

আগেঃ

  পরেঃ





 কেমন বুঝলেন? তুলনা করে দেখুন অনেকটাই ভাল কোয়ালিটি হয়েছে। কোন রকম অভিজ্ঞতা ছাড়াই এতটুকু ভাল করতে পারলেও কম কি? আর যদি একটু এডভান্স হয়ে ফিল্টার গুলো দিতে পারেন তাহলেতো কেল্লা ফতে!


যদিও তাদের দাবি হলো 480p to 720p, 720p to 1080p, 480p to 1080p!

 

যেভাবে ব্যবহার করবেনঃ

এখানে দুই রকম mode আছে।
Simple mode এ কাজ করা খুব সহজ। ভিডিও এড করে দিন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে দিন। compression থেকে compressor সিলেক্ট করে দিন। ব্যাস কাজ শেষ। এখন start বাটনে ক্লিক করে কনভার্ট করুন।



Advanced mode এ কাজ করতে করতে হলে কিছুটা অভিজ্ঞ হতে হবে। বিস্তারিত টিউটোরিয়াল পাবেন এখানে। তবে এটাও সহজ আছে।


ডাউনলোডঃ

Video Enhancer v1.9.6সাইজ মাত্র ৫ মেগাবাইট।

পোর্টেবল তাই ইন্সটলের ঝামেলা নেই। এমনকি ফিল্টারগুলাও এড করা আছে। 
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।