...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

(Software ছাড়া) নিজের ছবি দিতে পারবেন Pendrive বা Computer Drive এর আইকনে

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ

Shyamalsoft



(Software ছাড়া) নিজের ছবি দিতে পারবেন Pendrive বা Computer Drive এর আইকনে



এবার নিচের লেখা গুলো লিখুন ।
[autorun]  
Icon=yourname.bmp
এবার উপরের লেখাগুলো autorun.inf নাম দিয়ে সেভ করে রাখুন।



এবার আসুন আইকন তৈরি করার পালা, যে আইকন আপনি ইমেজে ব্যবহার করবেন।
প্রথমে আপনি যে ছবি আইকনে দিবেন তা নির্বাচন করুন।
এবার ছবিটা Photoshpe /MS Paint এর প্রোগ্রাম চালু করুন। আমি কাজটা ফটোশপে মাধ্যমে করেছি আপনি ইচ্ছা করলে MS Paint কাজটা করতে পারেন।এবার File থেকে Open এ ক্লিক করে আপনার পছন্তমত ছবি নির্বাচন করে ফটোশপে ওপেন করুন।
এখন টুলবার থেকে Crop সিলেক্ট করে ছবিটা ৬০ pixel বাই ৬০ pixel রিসাইজ করে Yourname.bmp নামে সেভ করুন। 


সবশেষ ছবি আর লেখা দুইটি ফাইলকে কাট বা কপি করে পেন্ড্রাইভে পেস্ট করুন।
তারপর পেনড্রাইভটি খুলে আবার  প্রবেশ করান। 
আর দেখুন জাদু...।


এভাবে কম্পিউটারের সকল ড্রাইভেই আপনার পছন্দের ছবি ব্যবহার করতে পারবেন।

কি পাগলা করা TIPS তো 

Previous
Next Post »