...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

কম্পিউটার নিজেই আপনার চোখ নিরাপদ রাখবে!

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ

Shyamalsoft

কম্পিউটার নিজেই আপনার চোখ নিরাপদ রাখবে!




চোখের সমস্যার অনেক কারণের মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হলো কম্পিউটারের মনিটর। মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জ্বল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। আর এত সব ভেজাল থেকে মুক্তি দিবে F.lux নামের একটি ছোট সফটওয়্যার। 
এর সাইজ মাত্র ৫৪৬ কি:বি:।


এই সফটওয়্যারের সব চেয়ে মজার বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। যা কিনা ২৪ ঘণ্টা সময় অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ দিনের বেলা কম্পিউটারের স্ক্রিন থাকবে বেশি উজ্জ্বল আবার রাতের বেলা মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এসব পরিবর্তনের জন্য আপনাকে কিছুই করতে হবে না। 
এটা নিজে নিজেই সময় অনুযায়ী পরিবর্তন হবে।

প্রথম প্রথম একটু হলদে ভাব লাগবে কিন্তু দুই-একদিন পর আর খারাপ লাগবে না। বিশ্বাস করুন আপনি যদি এটা নিয়মিত কিছুদিন ব্যবহার করেন তারপর এটা ছাড়া রাতে পিসি চালাতে অনেক আর ভাল লাগবে না

ডাউনলোড লিঙ্ক:


Previous
Next Post »