...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

নিজ কন্ঠে গান গাইবেন আর সাথে থাকবে আপনার প্রিয় গানের মিউজিক!!! এবার আপনিই হয়ে যান গায়ক

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft

নিজ কন্ঠে গান গাইবেন আর সাথে থাকবে আপনার প্রিয় গানের মিউজিক!!! এবার আপনিই হয়ে যান গায়ক



আনমনে বা গোপনে অথবা ইচ্ছায় বা অনিচ্ছায় কিংবা নির্দিষ্ট এক বদ্ধ ঘরে গান করে না এমন মানুষ খুজে পাওয়া দুস্কর। সবারই হয়তো ইচ্ছে করে শিল্পীর মতো গাইতে। কন্ঠের গাম্ভির্যতায় বা রুক্ষতায় হয়তো সেটা হয়ে উঠে না। তবে আপনি যদি সত্যিই শখের বসে শিল্পীদের মতো মিউজিকের তালে তালে গান করতে চান তাহলে হয়তো এই টিউন দুধের স্বাধ ঘোলে মেটানোর মতো সাহায্য করবে।  
তাহলে শুরু করা যাক।

সরল পদ্ধতিঃ

প্রথমে এখান থেকে YoGen.Vocal.Remover.v3.3.10 সফটওয়্যার ডাউনলোড করে নিন। এটার কাজ হলো গান থেকে ভোকাল রিমুভ করে দেয়া। তবে কোয়ালিটি খুব একটা ভাল নয়



এখন KaraFun Player ডাউনলোড করুন এখান থেকে
তারপর ঐ ভোকাল রিমুভ করা ফাইল এই প্লেয়ার দিয়ে ওপেন করে মাইক আর রেকর্ড সিলেক্ট করে আপনার গান গাওয়া শুরু করুন। 


ভাল কোয়ালিটির পদ্ধতিঃ


এই পদ্ধতি অনুসরণ করে মোটামুটি ভাল ফলাফল পাওয়া যাবে। তবে বাংলা গানের মিউজিক খুব বেশি সম্ভব না। আর ইংরেজি সব গানের মিউজিক বলা যায় সম্ভব।
প্রথমে এখান থেকে vanBasco's Karaoke Player ডাউনলোড করে নিন।
(উইন্ডোজ ৭ সহ কাজ করে।)

তারপর আপনার পছন্দের গানটির midi ভার্সন নামিয়ে নিন 
গানটি এবার এই প্লেয়ার দিয়ে ওপেন করুন। খেয়াল করে দেখবেন মিউজিকের সাথে লাল দাগগুলো উঠা নামা করছে। গানের কথার সময় যে লাল দাগ উঠা নামা করছে তার বাম পাশের লাল আইকনে ক্লিক করে মিউট করে দিন। ব্যস এবার মাইক্রোফোনের মাধ্যমে মিউজিকের সাথে সাথে আপনি গেয়ে যান। আর হ্যা গানগুলোর লিরিকও কিন্তু সাথে শো করবে। 


আর এবার যদি রেকর্ড করতে চান তাহলে আলদা কোন রেকর্ডার দরকার হবে


 Audacity, অসাধারণ একটি সাউন্ড রেকর্ডিং ও এডিটিং টুল

সাউন্ড এডিটিংকে অনেকেই বেশ জটিল কাজ বলে মনে করেন। আসলে কিছুটা জটিল তো বটেই। তবে সাধারন ব্যবহারকারীদের চাহিদা এতটা বেশী নয়.. একটু এক ফরম্যাট থেকে অন্য ফরমেটে রুপান্তর, কিছু ইফেক্ট দেয়া ও কাটাকুটি করা এবং একটি মিউজিকের সাথে আরেকটি মিউজিক মার্জ করতে পারলেই অনেকে খুশি। প্রফেশনাল কোন সাউন্ড এডিটিং টুল দিয়ে এসব সাধারন কাজগুলো করতেও অনেক কিছু জানতে হয়। কিন্তু আজকে আপনাদের এমন একটি টুলের সন্ধান দেব যেটি দিয়ে কোন রকম ট্রেইনিং ব্যতিতই রেকর্ডিং, এডিটিং, ইফেক্ট দিতে পারবেন। এছাড়াও টুলটি দিয়ে আরো অনেক কিছু করতে পারবেন। সুখের খবর হচ্ছে এটি একটি ওপেন সোর্স টুল এবং প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট.. মানে উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক ব্যাবহারকারীরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
যদিও টুলটি ব্যবহার করা একেবারেই সহজ, তথাপিও এটি ব্যবহার করা বিষয়ক কিছু হিন্টস দিচ্ছি। 

 ডাউনলোড করে সেটাপ করে নিন।
 মাইক্রোফোন কানেক্ট করে রেকর্ড বাটনে ক্লিক করুন.. রেকর্ডিং শুরু হবে।
 রেকর্ডিং শেষে এডিটিং প‌্যানেল থেকে মাউসের বাম বাটন চেপে ধরে সাউন্ডের যেকোন অংশ সিলেক্ট করুন
 মেনুবার হতে ইচ্ছে মত ইফেক্ট দিন অথবা কাট-কপি করে অন্য কোন উইন্ডোতে পেস্ট করুন
 চ্যানেল যুক্ত করে আরো অডিও ইমপোর্ট করতে পারেন।
 পরিশেষে এক্সপোর্ট করুন।

এটি দিয়ে আপনার পিসি থেকে যেকোন এমপি-থ্রি বা ওয়েভ ফাইল ইমপোর্ট করেও কপি-কাট-পেস্ট করতে পারবেন। কয়েকটি উইন্ডো ওপেন করে নিয়ে ইচ্ছে মত কাটাকুটি বা রিমিক্স করতে পারবেন।

Download
মূল ডাউনলোড ফাইল
LADSPA প্লাগইনস
এমপি-থ্রি এনকোডার (ফাইল এমপি৩ ফরমেটে সেইভ করতে হলে একটা .dll ফাইল লাগবে যার নাম lame_enc.dll ..যেটি এর ভেতরে পাবেন।)
VST Enabler 
আরো প্লাগইনস এবং ইফেক্ট 

যদি ইনস্টল করার সুবিধা না থাকে, তাহলে জিপ ভার্সন ডাউনলোড করে নিন যা আনজিপ করলেই চলতে শুরু করবে। 
ডাউনলোড: এখানে ক্লিক করুন

তাহলে এবার মেতে উঠুন মিউজিকের সুরে  
আশা করি সবার ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

এই টিউন Dedicate করলাম Santanu Singha কে।


Previous
Next Post »