...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

Password ভুলে যাওয়া বা কোনো কারণে যদি লক করা ড্রাইভ বা ফোল্ডার খুলুন খুব সহজে

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft

Password ভুলে যাওয়া বা কোনো কারণে যদি লক করা ড্রাইভ বা ফোল্ডার খুলুন খুব সহজে




অনেকেই আমরা পার্সোনাল ফোল্ডার বা ড্রাইভ এ পাসওয়ার্ড দিয়ে রাখি । কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই । তখন বসে বসে নিজের মাথা চাপড়ানো ছাড়া উপায় থাকে না । এবার কিছু টিপস দিবো যা দিয়ে আপনি সহজেই পাসওয়ার্ড দেয়া ড্রাইভ বা ফোল্ডার ওপেন করতে পারবেন ।

যে ড্রাইভটি আপনি খুলতে পারছেন না, সে ড্রাইভের Proparties অপশনে যেতে হবে। সেখান থেকে Security ট্যাবে গিয়ে Advance অপশনে যান।

Advance-এ যাবার পর একটি উইন্ডো আসবে। সেখান থেকে Owner ট্যাবে যান। সেখান থেকে নির্দিষ্ট করে দেয়া Administrator-এ ক্লিক করুন। সেখানে যদি administrator account না দেখতে পান তাহলে এডিট এ ক্লিক করে administrator account টি সিলেক্ট করুন ।

এবার Replace Owners on Subcontainers of objects-এ ক্লিক করুন।

তারপর Apply অপশনে ক্লিক করে বেরিয়ে আসুন। এরপর যে উইন্ডো আসবে এবং তারপর যে উইন্ডো আসবে সবখানে Apply দিয়ে বের হয়ে আসুন। এবার দেখুন লক খুলে গেছে।

Previous
Next Post »