...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

The disk in drive D is not formatted. Do you want to format it now?ড্রাইভ খুলতে গেলে দেখা যায়,সমাধান করবেন কি করে।..

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ

Shyamalsoft


The disk in drive D is not formatted. Do you want to format it now?ড্রাইভ খুলতে গেলে দেখা যায়,সমাধান করবেন কি করে।..




আপনি সাইট থেকে TestDisk টি ডাউনলোড করুন। আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেটির লিংকে ক্লিক করুন।

এটি এমন একটি ড্রাইভে সেইভ করুন যে ড্রাইভে আপনার সমস্যাপূর্ণ ড্রাইভে যে পরিমান ফাইল ছিলো সেই পরিমানে খালি জায়গা আছে।


এটিকে আনজিপ করুন এবং win ফোল্ডারে গিয়ে photorec_win এ ডাবল ক্লিক করে চালু করুন।


প্রথম স্ক্রিনে আপনার কম্পিউটারের হার্ডডিস্ক দেখাবে। এখানে আপনার কীবোর্ডের অ্যারো কী দিয়ে Proceed সিলেক্ট করুন ও এন্টার দিন।


এই স্ক্রিনে পার্টিশন টেবিল সিলেক্ট করতে হবে। আপনার পার্টিশন টেবিলটি ডিফল্ট হিসেবে সিলেক্ট থাকবে। আপনি শুধু এন্টার দিলেই চলবে।


এই স্ক্রিনে আপনার সমস্ত পার্টিশনগুলো দেখাবে। যে পার্টিশনটিতে সমস্যা সেটি সিলেক্ট করুন। এরপর নিচের Search সিলেক্ট করে এন্টার দিন।


এখানে আপনার ফাইল সিস্টেম অনুযায়ি সিলেক্ট করে এন্টার দিন।


এই স্ক্রিনে Whole সিলেক্ট করে এন্টার দিন।


এখানে প্রথমে আপনার ফাইলগুলো পুনরুদ্ধার হবে, (কিন্তু আগের নামে পাবেন না, নতুন নামে সেইভ হবে) এরপর আপনার পার্টিশনটিকে রিকভার করবে।



Previous
Next Post »