...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

কম সাউন্ড থাকা Audio ফাইলের সাউন্ড বাড়িয়ে নিন easily..শুনুন সারা জীবন High Volume-এ

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ


Shyamalsoft


কম সাউন্ড থাকা Audio ফাইলের সাউন্ড বাড়িয়ে নিন easily..শুনুন সারা জীবন High Volume-এ



অনেক অডিও ফাইল আছে যেমন আপনার মোবাইল দিয়ে রেকর্ড করা অডিও ফাইল , যার সাউন্ড লেভেল আপানার মোবাইলের সীমাবদ্ধতার জন্য অল্প, অথবা যারা  FM ডাউনলোড করে শুনেন তারা জানেন যে এইসব ফাইলের সাউন্ড তেমন থাকে না। Volume বাড়িয়ে দিলেও তেমন একটা লাভ হয় না যাদের বড় সাউন্ড বক্স নেই। তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি সফটওয়্যার যার ব্যবহারের মাধ্যমে যেকোনো অডিও ফাইলের সাউন্ড কমানো-বাড়ানো, গান স্লো করে দেওয়া, গানের স্পিড বাড়ানো এমনটি মিক্সও করা যায়।
Procedure:------


 প্রথমে GoldWave নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। 

http://www.uploadbaz.com/4h7lzgog5mr0

or

http://www.goldwave.com/release.php

এরপর ইন্সটল করুন।
এরপর সিরিয়াল অথবা কিজেন দিয়ে সফটওয়্যারটির ফুল ভার্সন করে নিন। 

কাজের জিনিস কখনোই ফ্রি তে হয় না!!

তবু TRY করতে পারেন
 

 GoldWave 5.69

User ID:ZVGREDB94 OR CJV48GFDP 
License: BEUMABUQS OR NDMTLCB3G
 
এরপর সফটটি ওপেন হবে।

প্রোগ্রামের ফাইল মেনু থেকে ওপেন কমান্ড ব্যবহার করে আপনার অডিও ফাইলটি খুলুন যেটির সাউন্ড বাড়াতে চান।

উপরের দিকে দেখুন চেঞ্জ ভলিয়ম বাটন রয়েছে। ক্লিক করুন।

এবার ভলিয়ম স্লাইড বার যত ডান দিকে নিবেন তত ভলিয়ম বাড়বে আর যত বাম দিকে নিবেন তত সাউন্ড কমবে।


ফাইলটির প্রিভিউ শুনে ফাইলটি সেভ করুন।
ব্যাস! হয়ে গেল!!






Previous
Next Post »