...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

Broadband Internet এ প্রতিদিন কত এমবি খরচ করছেন চলুন জেনে নেয়া যাক।

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft

আমরা মোটামুটি অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালাই। সাধারনত আমরা যারা ব্রডব্যান্ড ব্যাবহার করি তাদের Bandwidth নিয়ে ভাবতে হয় না কারন Unlimited. তবুও জানতে ইচ্ছা হয় আজকে সারাদিনে বা এই মাসে আমি কতটুকু MB খরচ করলাম। তাই এই ইচ্ছা থেকেই একটা খুদ্র সফটওয়্যার বানালাম। আমার মত হয়ত অনেকেই আছেন যাদের এটা জানতে ইচ্ছা করে।

Feature:
1. তারিখ অনুযায়ী কি পরিমাণ এমবি খরচ করলেন তার হিসেব।
2. এই মুহূর্তে Current Internet speed কত।
3. Upload এবং Download Speed কত।


চলুন কয়েকটি Screenshot দেখে নেয়া যাক।
 













সফটওয়্যার টি সেটআপ দিয়ে যখন ইন্টারনেট চালু থাকবে তখন রান করুন। তারপর Minimize করে রেখে দিন। Notification বার এ গিয়ে সফটওয়্যার টির ICON দেখতে পাবেন। Double Click করলে আবার Maximize হবে। এভাবে মাঝে মাঝে check করে দেখুন কত এমবি খরচ করলেন।


User Restriction:
১. সকল PC তে চলবে। যদি ডাটাবেস এ প্রব্লেম হয় তবে
C ড্রাইভ এ Install না দিয়ে অন্য যেকোনো ড্রাইভ এ দিন।
২. যে ড্রাইভ এ install দেবেন সেই drive এ InternetUsage.accdb নামে একটি ডাটাবেস থাকবে। দরকার পরলে ডাটা Delete করতে পারেন।
সবাই ভালো থাকুন। কমেন্ট করুন।

এখানে ডাউনলোড করুন।

Previous
Next Post »