...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

অডিও ফাইলে রূপান্তর করুন! যেকোনো লিখাকে

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft



  অডিও ফাইলে রূপান্তর করুন! যেকোনো লিখাকে

আজ আপনাদের সামনে একটি ভিন্নধর্মী পোস্ট নিয়ে হাজির হলাম। আজ কাল বিভিন্ন দরকারে আমাদের বিভিন্ন লিখা লিখতে ও পড়তে হয়। যদি আপনার লিখা গুলো নিজে নিজে পড়ে আপনাকে শুনায় তবে কেমন লাগবে? আজ আপনাদের দেখাবো কিভাবে যেকোনো লিখাকে অডিও হিসেবে শুনা ও অডিও ফাইলে রূপান্তর করা যায়।

যেভাবে করতে হবে

এই কাজটি করতে প্রথমেই আপনার কাছে থাকতে হবে Balabolka নামক সফটওয়্যারটি। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল করে রান করুন।




এবার যেকোনো লিখা লিখুন, লিখা শেষ হয়ে গেলে তা সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করুন তাহলেই আপনার লিখাটির অডিও বলা চালু হয়ে যাবে। আপনি চাইলে লিখাটির অডিও ফাইলও সেভ করে রাখতে পারেন, তাঁর জন্য আপনাকে ফাইল মেনুতে গিয়ে সেভ অডিও ফাইল বাটনে ক্লিক করতে হবে।

শেয়ার করুন বন্ধুদের সাথে!






Previous
Next Post »