...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

পিসির ফাইলগুলো ব্যাকআপ রাখুন স্বয়ংক্রিয় ভাবে

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft

 পিসির ফাইলগুলো ব্যাকআপ রাখুন স্বয়ংক্রিয় ভাবে



বিভিন্ন কারণেই কম্পিউটারে সংরক্ষিত ফাইল নষ্ট বা হারিয়ে যেতে পারে। ভুলক্রমে মুছে যাওয়া, হার্ডডিস্ক ক্র্যাশ করা বা ভাইরাস আক্রান্ত হয়ে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেলে বেশ বিপদেই পড়তে হয়।
কিন্তু, যদি সময়মত ফাইলগুলোর সিডি/ডিভিডিতে, নেটওয়ার্ক কম্পিউটারে বা অনলাইনে ব্যাপআপ নিয়ে রাখলে নিশ্চিন্তে থাকা যায়। আর এ ব্যাপআপ রাখার কাজটি স্বয়ংক্রিয়ভাবে হলে কেমন হয়!




হ্যাঁ, এ কাজটিই করে দেবে কমোডো ব্যাপআপ সফটওয়্যার। মাত্র ৪.০৬ মেগাবাইটের ফ্রিওয়্যার কমোডো ব্যাপআপ সফটওয়্যারটি 
প্রথমে http://backup.comodo.com থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার সফটওয়্যাটি চালু করে backup মেন্যু থেকে New Backup এ গিয়ে Backup Mode নির্বাচন করে Source, Destination, Schedule ঠিক করে সেভ করতে হবে।
এভাবে একাধিক ব্যাকআপ তৈরি করা যাবে। এবার লক্ষ্য করতে হবে সিডিউল মতো লোকেশনে নির্বাচন করা ফোল্ডারের তথ্যগুলো যাচ্ছে কি না।
এভাবে লোকাল ডিস্ক, নেটওয়ার্ক ড্রাইভ বা ফোল্ডার, এফটিপি বা সিডি-ডিভিডিতে ফাইল ব্যাকআপ করে রাখা যাবে। ফাইলগুলোকে কমেপ্রস করেও ব্যাকআপ করা যাবে।


Previous
Next Post »