...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

MS Office start করার সময় Configuration Progress সমস্যার সমাধান

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft

আজ আমি আপনাদেরকে ms office এর যেকোনো program open করার সময় "configuration progress" problem টির সমাধান দিব ইনশাআল্লাহ্‌। আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমারা অনেকেই ms office এ যেকোনো প্রোগ্রাম ওপেন করার সময়  নিচের চিত্রের মত একটি screen দেখতে পায়।


এই ধরনের problem হলে নিচের পদ্ধতি অবলম্বন করে সমাধান পেতে পারেন।
  1. প্রথমে my computer থেকে "C" drive open করুন।
  2. এর পর "program Files" folder টি click করে ওপেন করুন।
  3. তারপর  "common Files" folder টি click করে ওপেন করুন।
  4. এর পর "microsoft shared"folder টি click করে ওপেন করুন।
  5. তারপর "OFFICE12" folder টি click করে ওপেন করুন।
  6. এর পর"office setup controller" folder টি click করে ওপেন করুন।
"office setup controller" folder টি ওপেন করার পর একটু নিচের দিকে দেখবেন "SETUP.EXE" নামে setup file আছে। এখন এই  "SETUP.EXE" file এর নাম কে পরিবর্তন (rename) করে "SETUPold.EXE" করুন। Rename করা হলে এবার ms office এর যেকোনো program open করে দেখুন,আর "configuration progress" show করছেনা।

ধন্যবাদ


Previous
Next Post »

1 টি মন্ত্যব্য:

মন্তব্য করার জন্য এখানে ক্লিক করুন
Unknown
admin
10 July 2017 at 22:30 ×

Netcut is a tool to Find IP address MAC address mapping in your local network. Verify download and installation steps for NetCut for Windows
netcut for pc

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar