...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

Torrent কি ???????????????

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft

। আমি আজকে আপনাদের সাথে Torrent নিয়ে আলোচনা করব। আসুন কাজের কথায় আসি।

আগে জেনে নেওয়া দরকার Torrent কি-

Torrent: Torrent হচ্ছে এমন একধরনের File যে File এ আমাদের কাংখিত File (Softwares, Videos, Movies, Games etc)এর Torrent server এর লিঙ্ক করা থাকে। Torrent থেকে কোন কিছু Download করাটা সরাসরি Download করা থেকে ভিন্ন। এক্ষেত্রে আপনি যে File (Softwares, Videos, Movies, Games etc) Download করতে চাচ্ছেন তার Torrent File (এক্ষেত্রে Google Search বা Other Search Engine ব্যবহার করতে পারেন) খুজে বের করে Download করতে হবে।

আপনার কাংখিত Torrent টি পাবার সহজ উপায় হচ্ছে-

যেমন- আমি Adobe Photoshop CS6 Extended Software টি খুজব, তাহলে আমাকে Torrent এর জন্য  Adobe Photoshop CS6 Extended torrent লিখে Google এ Search দিতে হবে। তার মানে হচ্ছে আপনি যেটি খুজতে চাচ্ছেন শুধু তার সাথে Torrent লিখে দিলে সহজেই খুজে পাওয়া সম্ভব।

Torrent File চেনার সহজ উপায়-

আপনি যখন খোজাখুজির পর একটা File Download করলেন তখন কিভাবে বোঝবেন যে এটি Torrent file?
File টির নাম যাই হোক না কেন শুধু খেয়াল রাখবেন File এর শেষে .torrent আছে কি না। ধরুন এরকম- Adobe Photoshop CS6.torrent

Torrent কত প্রকার?

Torrent দুই প্রকার। যথা-
  • Magnetic Torrent: এই Torrent এর সুবিধা একটু বেশী। এই Torrent Download করার জন্য কোন Torrent File Download করার প্রয়োজন হয়না। শুধু  Magnetic Torrent এ click করলেই আপনার Torrent Downloader ওপেন হয়ে Download হওয়া শুরু করবে (যদি Downloader install করা থাকে)। 
  •  
  •  
  • Torrent: Torrent এর ক্ষেত্রে আপনাকে আপনার কাংখিত File (Softwares, Videos, Movies, Games etc)এর Torrent File Download করতে হবে। তারপর আপনি যে Torrent File Download করেছেন সেই File টিকে Open করুন...দেখবেন আপনার কাছে Downloader অনুমতি চাইছে (যদি Downloader install করা থাকে)।

Torrent ব্যবহার করে কোন File Download করার সুবিধাঃ

  • সবসময় Resume support পাবেন (১০০% গ্যারান্টি)।
  •  
  • যে Server থেকে আপনি Download করছেন...সেই Server থেকে যদি আরও User download করে তাহলে আপনি আরো অধিক Speed পাবেন (যেখানে সরাসরি Download করলে যদি Server এর Bandwidth limit পার হয় তখন Download Speed কমে যায়)।
  •  
  •  
  • ধরুন আপনি একটা File Download করতেছেন..45% download হওয়ার পর আপনার Computer এর Operating System Crash করল অথবা আপনই ভুল করে নতুন করে Operating System Install করে ফেলেছেন তখন ইচ্ছে করলে আপনার সেই 45% incomplete file টি সেই জায়গা থেকেই Download করতে পারবেন। এজন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-

  • যে Torrent File ব্যবহার করে আপনি Download করতেছিলেন সেই Torrent file download করুন...আর যদি সেই Torrent file টি আপনার Computer এ থাকে তাহলে Torrent File টি Open করুন।
  •  
  • এখন Downloader আপনার কাছে অনুমতি চাইবে Download করার জন্য...যে drive এর যে Folder এ Download হচ্ছিল ঠিক সেই Path টা Select করে দিন। দেখবেন আপনার Downloader সেই 45% থেকেই Download হচ্ছে। (যদি আপনার সেই Incomplete file টা  C: drive Download এ হচ্ছিল তাহলে আপনই এই সুবিধাটা পাবেন না )।
  •  
  •  
  • 8. আপনি যে Torrent File টি দিয়ে Download করতে চাচ্ছেন তার সাথে others কি কি Extra File include করা তা Download করার আগেই দেখতে পারেন। যেটি আপনার প্রয়োজন নেই সেটি Skip করে দিতে পারেন।

Torrent ব্যবহার করে কোন File Download করার অসুবিধাঃ

  • ১. আপনি যে Torrent File দিয়ে Download করতে চাচ্ছেন তার Seeds ও Leechers যদি কম হয় আপনি Full Speed এ Download করতে পারবেন না। সাধারনত Seeds ও Leechers এর সংখ্যা যদি ১০ এর উপরে হয় তাহলে আপনই Full Speed এ Download করতে পারবেন।
  • Torrent Download korte  যা যা লাগবে-
  • ১. Torrent Downloader
  • 2. Torrent File

আপনাদের যদি কারও Torrent Downloder প্রয়োজন পরে তাহলে নিচের দেওয়া link থেকে Download করতে পারবেন।

                                                 
 Download bittorrent!
                                  








Previous
Next Post »