...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

(সকল ধরনের কম্পিউটারের জন্য) আপনার Android set কে ব্যবহার করুন Modem হিসেবে

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
Shyamalsoft

আজ আমি আপনাদের শেখাবো মাত্র ৫ মিনিটের মধ্যেই কিভাবে আপনার এনড্রয়েড হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করা যায়। এই পদ্ধতির মাধ্যমে আপনি USB ক্যাবলের মাধ্যমে ল্যাপটপ, ডেক্সটপ উভয় ধরনের কম্পিউটারেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রথমে আপনার হ্যান্ডসেটের settings অপশনে যান। নিচের দিকে দেখুন developer option আছে। সেটা চালু করুন। এরপর ওই অপশনের ভেতর usb dibugging চালু করুন।

এখন আপনার কম্পিউটারের জন্য PDA NET নামে ছোট একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। ভয় পাবেন না। সাইজ মাত্র আড়াই এমবি এবং মোবাইল থেকেও ডাউনলোড করা যায়।। সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ


এটা এখন মোবাইল থেকে কম্পিউটারের ভেতর ট্রান্সফার করে কম্পিউটারে ইনস্টল করুন।

ইনস্টলের এক পর্যায়ে আপনার মোবাইলটি কম্পিউটারের সঙ্গে USB এর সাহায্যে যুক্ত করতে বলবে। এর জন্য ইনস্টলের শুরুতেই মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু করে USB ক্যাবল দিয়ে কম্পিউটারে যুক্ত করুন।

আপনার মোবাইলে PDA NET নামে একটি APP অটোমেটিক ইনস্টল হবে। সেটি চালু করে USB teether mode চালু করুন।

কম্পিউটারের PDA net সফটওয়ারে গিয়ে connect internet এ দেওয়া মাত্র ইন্টারনেট চালু হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ।

Previous
Next Post »