...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

protected Document File কে এ Edit করুন ইচ্ছে মতন!(Extra Tune)

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
আজকে আমি আপনাদের সাথে মজার একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি । আচ্ছা এমন সমস্যায় কি কখনও পড়েছেন ? আপনাকে একটি ফরম ফিলাপ করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এ করা, কিন্তু আপনি তাতে কোন ধরনের এডিট করতে পারবেন না ! আরো একটু সহজ করে বলি, আমাদের দৈনন্দিন জিবনে কিছু কিছু অফিস ফরম আমরা দেখি যাতে নির্দিষ্ট করে দেয়া আছে, ঠিক কোথায় কোথায় আপনি লিখতে পারবেন, তবে তাতে এডিট প্রোটেকশন থাকার কারনে ইচ্ছা মতন তা এডিট করা যায় না। আসুন নিচের উদাহারন টিকে দেখি; 

এখানে আপনি চাইলেও কোন ধরনের রো অথবা কলাম উপরের টেবিল টিতে যুক্ত করতে পারবেন না। কিন্তু ধরুন আপনার এখানে আরো কিছু কলাম যুক্ত করতে হবে, কি করবেন ??? এই সমস্যার সমাধান নিয়েই আমি আজকে আপনাদের সামনে।

মনে করা যাক, প্রোটেকশন দেয়া ফাইল টির নাম IC_Time Sheet.docx । তাহলে প্রথমেই যে কাজ টি করে নিতে হবে, তা হচ্ছে, ফাইল টির এক্সটেন্সান কে পরিবর্তন করে নেয়া। অর্থাৎ, .docx কে .zip এ পরিবর্তন করে নেয়া।

কি ঝামেলা মনে হচ্ছে ?? মোটেও না, 
 
শুধু মাত্র Tools >> Folder Options >> View >> Hide Extensions for known file Types এর টিক চিহ্ন টি তুলে দিন।


এবার আপনার ফাইল টির কাছে গিয়ে দেখুন, ফাইল টির পুরো নাম টি , অর্থাৎ, IC_Time Sheet.docx ই দেখাচ্ছে। এবার ফাইল টিকে, .docx থেকে .zip এ পরিবর্তন করে নিন।


এবার এই ফাইল টিকে ডাবল ক্লিক করে ওপেন করুন (কোন অবস্থাতেই ফাইল টিকে আনযিপ করবেন না), ওপেন করা যিপ ফোল্ডার টির মধ্যে এমন কিছু ফাইল দেখতে পাবেন;



এবার word নামক ফোল্ডার টির মধ্যে ঢুকুন।

ফোল্ডার টির মধ্যে থাকা settings.xml ফাইল টিকে কপি করে আপনার ডেক্সটপ এ (বা অন্য কোন লোকেশান এ ) নিয়ে আসুন ।
 

এবার ফাইল টিকে নোট প্যাড এ খুলুন।

দেখেছেন, অনেক কিছু লিখা আছে, এবার এখান থেকে documentProtection লিখা টিকে টিকে খুজে বের করুন, দেখবেন সম্পূর্ন লাইন টি হচ্ছে,

এবার পুরো লাইন টাই( চিহ্ন সহ) মুছে ফেলুন।


এবার settings.xml ফাইল টিকে সেভ করুন।
এবার settings.xml ফাইল টিকে ড্রেগ করে / কপি করে যিপ করা ফোল্ডার টির মধ্যে পেষ্ট করে দিন।


 
একটি কনফার্মেশন বক্স আসবে, তাতে YES এ ক্লিক করে দিন।
ঠিক আগের মতন এবার, ফাইল টির এক্সটেন্সান কে পরিবর্তন করে নিন। অর্থাৎ,.zip কে .docx এ পরিবর্তন করে দিন।


এখন আপনার ডকুমেন্ট ফাইল টি খুলে দেখুন তো , আপনি এটাকে এডিট করতে পারছেন কি না ????????????


বিঃদ্রঃ
১। .doc ফাইল এর ক্ষেত্রে আগে ফাইল টিকে .doc থেকে .docx করে নিতে হবে।
২। আমি এটাকে শুধু মাত্র .docx দিয়েই চেষ্টা করেছি।
৩। দয়া করে, কোন অবস্থাতেই যিপ করা ফাইল টিকে আনযিপ করবেন না।
কেমন লাগলো, আশা করি জানাতে ভুলবেন না।

Previous
Next Post »