Shyamalsoft

আজ এই পর্যন্ত, দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে। আশা করি বুঝতে সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে কমেন্টে জানান।
ফেসবুক এবং ইউটিউব দুটি জনপ্রিয় সাইট। ইউটিউব ভিডিও শেয়ারিং সাইট,
তাছাড়া ফেসবুকেও অনেক তথ্যবহুল ও মজার কিছু ভিডিও দেখা যায়। যা অনেক সময়
আমরা ডাউনলোড করতে চাই। কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কোন ডাউনলোড অপশন না
থাকায় আমরা খুব ঝামেলায় পড়ি।
এজন্য আমরা সফটওয়্যার, IDM, ADD ON
ইত্যাদি ব্যবহার করি, কিন্তু এগুলিতেও অনেক ঝামেলা হয় অনেক সময়। তাহলে আমরা
কিভাবে সহজে সফটওয়্যার ছাড়া ফেসবুক এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করবো আসুন
দেখি।
FACEবুকে আপনি যে VIDEO টা DOWNLOAD করতে চান, তার ব্রাউজার থেকে লিংকটা কপি করে, www এর পরিবর্তে শুধু m লিখে লিংকটা ওপেন করুন।
তারপর
ভিডিও টা প্লে করে, ভিডিও এর উপর মাউসের রাইট ক্লিক করে Save Video as… এ
ক্লিক করুন। এবার দেখেন মজা। ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে।
তারপর
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একইভাবে ভিডিওটির ওয়েব এড্রেসটা কপি করে
www . এর পরে শুধু ss লিখে ইন্টার প্রেস করুন। নিচের ছবির মতো-

তারপর যে পেজটা আসবে সেখান থেকে যে ফরমেটে ডাউনলোড করতে চান-তার উপর ক্লিক করলে, ভিডিওটি সেই ফরমেটে ডাউনলোড হতে থাকবে।
নিচের মতো পেজ আসবে-
DOT টা দিছেন কিনা খেয়াল রাখবেন।
নিচের ছবির মতো, দেখে করুন-
তারপর যে পেজটা আসবে সেখান থেকে যে ফরমেটে ডাউনলোড করতে চান-তার উপর ক্লিক করলে, ভিডিওটি সেই ফরমেটে ডাউনলোড হতে থাকবে।
নিচের মতো পেজ আসবে-
আজ এই পর্যন্ত, দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে। আশা করি বুঝতে সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে কমেন্টে জানান।
ধন্যবাদ।
ConversionConversion EmoticonEmoticon