Shyamalsoft







আজও নিয়ে এসেছি CCleaner v5.06.5219 Incl.
Business, Technician and Professional Edition লেটেস্ট ভার্সন।
কিভাবে ইন্সটল ও এক্টিভ করতে হবে সেটা নিচে বলে দিচ্ছি।
তো শুরু করা যাক।
প্রথমেই CCleaner v5.06.5219 Incl. Business, Technician and Professional Edition + Serial Key and DLL ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
নিচের ছবিটা দেখুন।
এখানে ক্লিক করার পর নিচের এই পেজ আসবে,
এখানে
ক্লিক করলেই ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে প্রথমেই এটাকে আনজিপ করুন।
তারপর ফোল্ডার থেকে সাধারন ভাবেই ইন্সটল করুন নিচের মত করে।
তারপর এই ডিবক্স
তারপর এটা
সফটওয়্যার
টা গুগলক্রম এর সাথে সম্পৃক্ত তাই গুগলক্রম ইন্সটল করতে বলবে। আপনি যদি
গুগলক্রম ইন্সটল করতে না চান তাহলে ছবিতে দেখানো টিক উঠিয়ে দিন। এরপর
ইন্সটল এ ক্লিক করুন।
তারপর নিচের মত আসবে।
এরপর ফিনিশ এ ক্লিক করুন তারপর নিচের এই বক্স আসবে
এরপর ছবিতে দেখানো Already registered? Active now তে ক্লিক করুন। তারপর নিচের মত বক্স আসবে
1.) Paste "branding.dll" file into CCleaner installation directory.
2.) এরপর
CCleaner v5.06.5219 Incl. Business, Technician and Professional Edition
+ Serial Key and DLL ফোল্ডার থেকে serial key টেক্সটটা ওপেন করুন, সেখানে
নাম আর লাইসেন্স কি দেয়া আছে সেটা এই বক্স এ কপি করে পেস্ট করুন। এর পর
Register এ ক্লিক করুন।
কি হচ্ছে না? ইনভেলিড আসছে?
ব্যাপার না ঠিক করে দিচ্ছি। আগে নেট
কানেক্ট ডিএক্টিভ করে নিন তারপর আবার এভাবে করুন দেখুন হয়ে যাবে। তারপরও
যদি না হয় তো পিসি রিস্টার্ট করে নিন। হয়ে গেলে নিচের মত ছবি দেখাবে
CCleaner ওপেন করলে।
আর যদি রেজিস্টার ঠিক মত না হয় তাহলে লাল বক্স দেখানো জায়গায় UNREGISTER লেখা থাকবে। আমারটা রেজিস্টার করা তাই সেখানে কিছু নেই।
আর
আপনি এটার তিনটা এডিশন ব্যবহার করতে পারবেন।এজন্য আপনাকে যা করতে হবে তা
হল CCleaner v5.06.5219 Incl. Business, Technician and Professional
Edition + Serial Key and DLL ফোল্ডার থেকে Business, Technician and
Professional আপনি যে এডিশন ব্যবহার করতে চান সেই ফোল্ডার থেকে ফাইলটি কপি
করে আপনার C ড্রাইভে Program Files এ CCleaner ফোল্ডারে রিপ্লেস করুন।ব্যস
হয়ে গেল।
1 টি মন্ত্যব্য:
মন্তব্য করার জন্য এখানে ক্লিক করুনreally working.....thanks u very much
ConversionConversion EmoticonEmoticon