...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

থাকুন Unchecky এর মাধ্যমে......{Software Installation এর সময় অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল হওয়া থেকে সুরক্ষিত} টিউনটি আপনাকে দেখতেই হবে!!

থাকুন Unchecky এর মাধ্যমে......{Software Installation এর সময় অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল হওয়া থেকে সুরক্ষিত}  টিউনটি আপনাকে দেখতেই হবে!!
Shyamalsoft

যেভাবে ইনস্টল হয়

অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন

অনলাইনে কিংবা অফলাইনে যেভাবেই আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান না কেন সব জায়গাতে কিছু না কিছু তাড়াহুড়া থাকে। এটা হতে পারে সময় স্বল্পতার কারনে কিংবা নিজেকে খুব বেশি পারদর্শী প্রমাণ করার জন্য। তবে যাই হোক, কথায় আছে তাড়াহুড়া বিলম্বের সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে তাড়াহুড়ার কারনে সব সময় টার্মস এবং কন্ডিশনগুলো দেখার সময় হয়না। অধিকাংশ সময় শুধু নেক্সট নেক্সট এবং নেক্সট চেপে কাজ শেষ করে ফেলি। অথবা খুঁজার চেষ্টা করি কোথায় ইনস্টল বাটনটি আছে। উদাহরণ হিসাবে নিচের চিত্রটি দেখুন। 

অনলাইনে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করতে গেলে প্রায় সবাই সরাসরি নিচের দিকে থাকা Install Now বাটনে ক্লিক করে। যার ফলে অপশনাল অফারে থাকা McAfee Security Scan Plus সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড এবং ইনস্টল হয়ে যায়। 



এরকম বিভিন্ন সময়ে অসাবধানতা কিংবা বেখেয়ালে নিজের অজান্তে আমরা অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন ইনস্টল করে চলি। তারপর এক সময় আমাদের অবস্থা হয় নিচের চিত্রের মতো। ব্রাউজারে টুলবার দিয়ে এমন অবস্থা হয়েছে যে ওয়েব পেইজ দেখা যাচ্ছেনা। আমি শুধুমাত্র ব্রাউজারের কথা বললাম এ কারনে যে অধিকাংশ অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশনগুলো এক্সটেনশন কিংবা টুলবার হিসাবে থাকে।





যাহোক, আমরা কেবল এতোক্ষণ সমস্যা নিয়ে আলোচনা করলাম। কিন্তু সমস্যা যতো বড়ই থাক তার সমাধান নিশ্চয় থাকে। অনেকেই সমাধান হিসাবে পরবর্তি সময়ে অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে ফেলে। তবে পরবর্তিতে আনইনস্টল করা কোন স্মার্ট সমাধান না। সমস্যাকে অঙ্কুরে বিনষ্ট করাই হলো আমাদের জন্য একমাত্র সল্যুশন। তো চলুন তাহলে দেখে আসি কীভাবে এই সমস্যাকে স্মার্টলি মোকাবেলা করা যায়।

Unchecky – আপনার আল্টিমেট সল্যুশন | ফ্রিওয়্যার

একটা কথা মনে রাখবেন, অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন কিন্তু নিজে নিজে ইনস্টল হয় না। আপনার বেখেয়ালে আগে থেকে চেক করে থাকা অপশনের কারনে এই সব অ্যাপ্লিকেশন পিসিতে ইনস্টল হয়। যারা সচেতন তারা সাবধানতার সহিত অ্যাপ্লিকেশন ইনস্টল করলেও অসাবধানদের জন্য প্রয়োজন Unchecky সফটওয়্যারটি। ডাউনলোড করার আগে দেখে নিন যে সফটওয়্যারটি কীভাবে কাজ করে।
  • Unchecky মূলত ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যখন কোন সফটওয়্যার ইনস্টল করা হয় তখন উক্ত সফটওয়্যার সম্পর্কিত ফাইল ছাড়া অন্যগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সেগুলোর অপশন আনচেক করে দেয়।
  • সফটওয়্যারটি পিসিতে ইনস্টল থাকলেই নিজে নিজে কাজ করে। আলাদা ভাবে এটা চালনা করার প্রয়োজন হয় না।
  • এটা প্রায় সব ধরনের অনাকাঙ্খিত ইনস্টলেশন ঠেকাতে পারে। যার ফলে বিশ্বের ভালো কিছু প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেয়েছে Unchecky।
  • নিচের চিত্রটি লক্ষ্য করুন। ইনস্টলেশনের সময়ে Unchecky 
  •  স্বয়ংক্রিয়ভাবে চেকবক্সগুলোকে আনচেক করে দিয়েছে। না হলে আপনার পিসিতে Ask টুলবার ইনস্টল হয়ে যেতো এবং সেই সাথে আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিনও।

  • কোনভাবে যদি আপনি তারপরেও Proceed করতে চান তাহলে সফটওয়্যারটি ওয়ার্নিং দিবে যে, আপনি সত্যিই সেই অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল করতে চান কিনা।


এতোক্ষনে হয়তো বুঝে ফেলেছেন যে সফটওয়্যারটি আপনার জন্য কতোটা গুরুত্বপূর্ণ। তবে এই সফটওয়্যারটি ব্যবহার করলে সচেতনরাও যে এক সময়ে অচেতন হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখেনা। কারন Unchecky যদি সব করে তাহলে আপনার তো সচেতন হয়ে কোন লাভ নেই।

ডাউনলোড Unchecky | ফ্রিওয়্যার

১ মেগাবাইটের সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন। ফ্রিওয়্যার হওয়াতে আপনাকে লাইসেন্স কিংবা মেডিসিন নিয়ে কোন চিন্তা করতে হবে না।




ডাউনলোড শেষ হলে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। ইনস্টলেশন শেষে টাস্কবার থেকে একটু দেখে নিবেন যে সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে চলছে কিনা। তাছাড়া ট্রে আইকন থেকেও আপনি নিশ্চিত হতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে না চললে অ্যাপ্লিকেশনটি কাজ করবে না!




এবার নিশ্চিন্তে সফটওয়্যার ইনস্টল করতে থাকুন।  কার্পন্য করবেন না যেন!!

DOWNLOAD করুন CCleaner v5.06.5219 crack with serial Key

DOWNLOAD করুন CCleaner v5.06.5219 crack with serial Key
Shyamalsoft



আজও নিয়ে এসেছি  CCleaner v5.06.5219 Incl. Business, Technician and Professional Edition লেটেস্ট ভার্সন। 
 কিভাবে ইন্সটল ও এক্টিভ করতে হবে সেটা নিচে বলে দিচ্ছি। 

তো শুরু করা যাক।

প্রথমেই CCleaner v5.06.5219 Incl. Business, Technician and Professional Edition + Serial Key and DLL ডাউনলোড করতে  

এখানে ক্লিক করুন


নিচের ছবিটা দেখুন।

এখানে ক্লিক করার পর নিচের এই পেজ আসবে,




এখানে ক্লিক করলেই ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে প্রথমেই এটাকে আনজিপ করুন। 
তারপর ফোল্ডার থেকে সাধারন ভাবেই ইন্সটল করুন নিচের মত করে।





তারপর এই ডিবক্স




তারপর এটা



সফটওয়্যার টা গুগলক্রম এর সাথে সম্পৃক্ত তাই গুগলক্রম ইন্সটল করতে বলবে। আপনি যদি গুগলক্রম ইন্সটল করতে না চান তাহলে ছবিতে দেখানো টিক উঠিয়ে দিন। এরপর ইন্সটল এ ক্লিক করুন।
তারপর নিচের মত আসবে।




এরপর ফিনিশ এ ক্লিক করুন তারপর নিচের এই বক্স আসবে



এরপর ছবিতে দেখানো Already registered? Active now তে ক্লিক করুন। তারপর নিচের মত বক্স আসবে






1.) Paste "branding.dll" file into CCleaner installation directory.
 
2.) এরপর CCleaner v5.06.5219 Incl. Business, Technician and Professional Edition + Serial Key and DLL ফোল্ডার থেকে serial key টেক্সটটা ওপেন করুন, সেখানে নাম আর লাইসেন্স কি দেয়া আছে সেটা এই বক্স এ কপি করে পেস্ট করুন। এর পর Register এ ক্লিক করুন।
কি হচ্ছে না? ইনভেলিড আসছে?

ব্যাপার না ঠিক করে দিচ্ছি। আগে নেট কানেক্ট ডিএক্টিভ করে নিন তারপর আবার এভাবে করুন দেখুন হয়ে যাবে। তারপরও যদি না হয় তো পিসি রিস্টার্ট করে নিন। হয়ে গেলে নিচের মত ছবি দেখাবে CCleaner ওপেন করলে।





আর যদি রেজিস্টার ঠিক মত না হয় তাহলে লাল বক্স দেখানো জায়গায় UNREGISTER লেখা থাকবে। আমারটা রেজিস্টার করা তাই সেখানে কিছু নেই।

আর আপনি এটার তিনটা এডিশন ব্যবহার করতে পারবেন।এজন্য আপনাকে যা করতে হবে তা হল CCleaner v5.06.5219 Incl. Business, Technician and Professional Edition + Serial Key and DLL ফোল্ডার থেকে Business, Technician and Professional আপনি যে এডিশন ব্যবহার করতে চান সেই ফোল্ডার থেকে ফাইলটি কপি করে আপনার  C ড্রাইভে Program Files এ CCleaner ফোল্ডারে রিপ্লেস করুন।ব্যস হয়ে গেল।

Download করে নিন $119.90 ডলারের AntiVirus Security এবং $75 ডলার মূল্যের Dr.Web v.9 Anti-virus একদম FREEEEEতে ।

Shyamalsoft


আজ আপনাদের সাথে শেয়ার করবো গুগল প্লে ষ্টোরের সবচেয়ে দামী দুটি অ্যান্টিভাইরাস আপনার আ্যন্ড্রয়েড ডিভাইসের জন্য । আমার জানা মতে এরচেয়ে দামী কোন এন্টিভাইরাস গুগল প্লে তে নেই।

 $75 মূল্যের এন্টিভাইরাস হলো- Dr.Web v.9 Anti-virus Life lic যার মেয়াদ আজীবন । 
আপনি যে কোন সময় এন্টিভাইরাসটি আপডেটও করে নিতে পারবেন, কোন অসুবিধা হবেনা ।


গুগল প্লে ষ্টোর লিঙ্ক :-   
https://play.google.com/store/apps/details?id=com.drweb.pro.market


ডাউনলোড লিঙ্ক :-  
http://www.anafile.com/5siwoaozupta.html


আর $119.90 মূল্যের এন্টিভাইরাস এর নাম হলো AntiVirus Security ।



গুগল প্লে ষ্টোর লিঙ্ক :- 
https://play.google.com/store/apps/details?id=com.androhelm.antivirus.tablet.premium&hl=en

ডাউনলোড লিঙ্ক :-    
http://www.anafile.com/8a6s30o8bh1o.html

যার মেয়াদ আজীবন । 


Nero 2015 Platinum 16.0.04200 Final : Download/Install/ও Serial Registration এর পদ্ধতি

Nero 2015 Platinum 16.0.04200 Final :  Download/Install/ও Serial Registration এর পদ্ধতি
Shyamalsoft

 Download করার পর টি ভাল করে Screenshot দেখে নেবেন ।

ধাপ:১.
এখান থেকে ডাউনলোড করে নিন:  




এবং

Patch ডাউনলোড করে নিন এখান থেকে:
ক্লিক করুন এখানে :

Size:2.15 MB

ধাপ:২. ডাউনলোড করে My File_N_E_R_O_2_0_1_5 ফাইল Winrar বা 7zip সফটওয়ার দিয়ে Extract করান ।

ধাপ:৩. Nero2015-16.0.04000_oc_trial ফাইল Run টি করান ।

ধাপ ৪: শেষ হলে My File_N_E_R_O_2_0_1_5 এর Patch ফাইল Run টি করান ।

ধাপ ৫: Browse ক্লিক করে Nero নামের Folder টি Ok দিন । নিচের ছবিটা খেয়াল করুন :



ধাপ ৬: এখন Patch ক্লিক করুন ।এরপর Close করুন ।। নিচের ছবিটা খেয়াল করুন :



ধাপ ৭: Nero সফটওয়ারটি Open করুন ।

ধাপ ৮: Your Product এ যান । । নিচের ছবিটা খেয়াল করুন :





ধাপ ৯: Serial Numbers অপশন এর Add এ ক্লিক করে Serial Number-এ নিচের ছবিটা খেয়াল করুন :

9053-0180-TLXU-8XK2-6A66-E3LW-483U-U75L
টি Paste করান। এরপর Next দিন ।







Download করার কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ।


এখন শুধুই “EDM” ছুড়ে ফেলুন IDM, (Must See)

 এখন শুধুই “EDM”  ছুড়ে ফেলুন IDM, (Must See)
Shyamalsoft

 আমরা পিসিতে দ্রুত ডাউনলোডের জন্যে প্রায় সবাই IDM এর উপর নির্ভরশীল। কিন্তু এটা পেইড সফটওয়্যার হওয়ায় এটিতে Cracking, প্যাচিং নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাও আবার মাঝে মধ্যে সব ব্রাউজারে সেটা সাপোর্ট করেনা। তাই এর বিকল্প হিসেবে বের করে ফেললাম "EDM" (EagleGet Download Manager) এটাতে IDM এর সকল সুবিধা তো আছেই এবং সেটার চেয়ে বেশী সুবিধাই পাবেন বোধ করি।    ডাউনলোড স্পিড IDM এ যা থাকে সেটাই এতেও পাবেন। এছাড়া এটি সব ব্রাউজার সাপোর্টেড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি ফুল ফ্রি সফটওয়্যার, তাই কোন Crack এর জন্যে হাতাহাতি করা লাগবেনা।   

এক নজরে এর সুবিধাগুলো দেখে নিন- 

1. Increase Download Speed Greatly

2. Support All Popular Browsers

3. Automatic Refresh Expired Download Address

4. Schedule and Manage Downloading Jobs Smartly

5. Download Audio and HD Videos from ANY Websites

6. Convert Web Videos to Multiple Formats

7. Flexible Notification Configurations & Silent Mode

8. Automatic Malware Checker & File Integrity Verifier

9. Customizable User Interface

10. Multi Language Support

11. Freeware Offers Smoothest Experience Ever


আরও বিস্তারিত এখানে  দেখতে পারেন  


চলুন দেখে নেই কয়েকটা স্ক্রিনশট- 




















 ডাউনলোড করে নিন এক ক্লিকে (মাত্র ৫.৫ এম.বি.) 
এখানে ক্লিক দিন> ডাউনলোড EDM 


*বিঃদ্রঃ আপডেট আসলে আপডেট ইন্সটল দিবেন, লেটেস্ট ইজ বেস্ট ; নরমালি ইন্সটল দিলেই হয়ে যাবে।


 আর হ্যা, ইন্সটলের আগে অবশ্যই অন্য যেকোন ডাউনলোড ম্যানেজার ইন্সটল দেয়া থাকলে তা আনইন্সটল করে নিবেন।