Shyamalsoft
আশা করি সবাই ভাল আছেন ,
উইন্ডোজ ৮ খুব সহজে জনপ্রিয়তা অর্জন করেছে । কিন্তু অনেকে উইন্ডোজ ৭ এর
মত F8 দিয়ে সেফ মোডে প্রবেশ করতে পারেনা বা কিভাবে সেফ মোডে প্রবেশ করবে
তা জানেনা তাদের জন্য এই পোস্ট।
আজ আমি খুব সংক্ষিপ্তভাবে দেখাব কিভাবে উইন্ডোজ ৮ এ সেফ মোডে প্রবেশ করবেন। দুই ভাবে আপনি সেফ মোডে প্রবেশ করতে পারেন।
Step-1
F8 enable করতে Command Prompt(Admin)/WINDOWS key + X এ ক্লিক করুন ।

যখন
Command Prompt চালু হবে তখন
"bcdedit /set {default} bootmenupolicy
legacy"
কমান্ড টুকু লিখুন এবং Enter দিন। Restart দিয়ে দখুন ।
Note: আর আপনি যদি F8 disable
করতে চান তাহলে Command Prompt এ
"bcdedit /set {default} bootmenupolicy
standard"
এই কমান্ড টুকু লিখে Enter দিন। এবং Check করে দেখুন।

Step - 2
সার্চ বারে গিয়ে লেখুন "msconfig" ক্লিক করে ওপেন করুন। "Boot" option যান এবং "Safe boot" সিলেক্ট করুন "Apply" দিয়ে "Ok" দেন। এখন Restart দিলে Normal Mode - এ প্রবেশ করবে।

এখন Normal Mode - এ প্রবেশের জন্য "Safe boot" uncheck করে "Apply" দিয়ে "Ok" দেন, Restart দিন ।

আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ !
ConversionConversion EmoticonEmoticon