তবে চলুন দেখে নেই কিভাবে ক্ষতিগ্রস্থ এবং ধ্বংসপ্রাপ্ত ওর্য়াড ফাইল কিভাবে রিপেয়ার করবেন:
অফিস ওপেন করুন > ফাইল মেনুতে ক্লিক করে > ওপেন অপশনে ক্লিক করুন
এখন ক্ষতিগ্রস্থ এবং ধ্বংসপ্রাপ্ত ওর্য়াড ফাইলটি নির্বাচন করে ওপেন বক্সের নিচের ক্লিক করে ওপেন এন্ড রিপেয়ার অপশনটিতে ক্লিক করুন
ব্যাস! হয়ে গেল! তবে অনেক ক্ষেত্রে এবং অনেক সকম মাইক্রোসফট অফিস ২০০৩ এবং এর আগের সংস্করণের এই বিল্ট ইন রিপেয়ার সিস্টেমটি কাজ নাও করতে পারে।
এ ক্ষেত্রে মাত্র দেড় মেগাবাইটের একটি ফ্রি পোর্টেবল সফটওয়্যার দিয়েও রিপেয়ার করতে পারেন।
ফ্রি পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করে নিন: WordRepair.exe

ConversionConversion EmoticonEmoticon