...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

আপনার Windows এর 100% Net Speed বাড়িয়ে নিন ! কি ভাবে

Shyamalsoft

আজকের টিউনে আমি আলোচনা করব 
windows থেকে ১০০% নেট Speed পাওয়া যায়।

windows বিভিন্ন ভাবে bandwidth কেটে রেখে আমাদের নেট Speed কমিয়ে দেয়। এর জন্য কিছু পদ্ধতি রয়েছে। পদ্ধতি গুলো আমি ধাপে ধাপে তুলে ধরব। এ পদ্ধতি গুলো ব্যবহার করে আমি নিজে আমার windows থেকে ১০০% নেট Speed পাচ্ছি।


 এ পদ্ধতিতে যাওয়ার আগে আপনার নেট Speed দেখেনিন। পদ্ধতি শেষ করার পর আপানার পিসি টি Restart দিন এবং নেট Speed চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার নেট Speed বেরছে কিনা?


পদ্ধতি ১ Drain out DNS Cache

এ পদ্ধতি টি খুবই সহজ।নিচে তুলে ধরলাম।
  • প্রথমে আপনি CMD অপেন করুন Run as administrator দিয়ে।(Cmd লিখে windows যে drive এ আছে সেখানে Search দিন।তাহলে cmd পাবেন)
  • এখন টাইপ করুন IPCONFIG /FLUSHDNS এবং ইন্টার চাপুন।
  • নিচের ছবির মত হলে Close করে দিন।

পদ্ধতি ২ Disable Unnecessary Services

এ পদ্ধতি টি একটু ভাল ভাবে বুঝে করবেন।কিছু service আছে যে গুল আপনার নেট Speed কমিয়ে দেয়।
তাই সে গুল কে নিয়ন্তন করার পদ্ধতি নিচে দিয়ে দিলাম।
  • Run গিয়ে services.msc লিখে Enter চাপুন।
  • নিচের ছবির মত আসবে

  • এখন নিচের service গুলতে right click করে properties এ click করুন।

এখন নিচের ছবির মত automatic থেকে Manual করে ok দিয়ে বের হয়ে যান।


service গুলোর নাম।সব গুল service কে উপরের নিয়মে করতে হবে।

Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)

পদ্ধতি ৩ Reset WinSock

WinSock  রিসেট দিলে আপনার ইন্টারনেট এর গতি  বেরে যায়। তাই মঝে মাঝে WinSock  রিসেট দিবেন। কি ভাবে WinSock  রিসেট দেবেন নিচে তুলে ধরলাম।

  • CMD অপেন করুন Run as administrator দিয়ে।
  • এখন NETSH INT IP RESET C:\RESETLOG.txt লিখে ইন্টার চাপুন
  • নিচের ছবির মত আসলে Cmd Close করুন।ব্যাস এটুকুই।
  •  

পদ্ধতি ৪ Update Network Card Driver

এ পদ্ধতিতে আপনার  Network Card Driver সফট টি Update করে নিতে হবে। আমাদের motherboard সিডি তে নতুন Network Card Driver থাকে না। তাই এটিও নেট speed কম হওয়ার কারন।
কিভাবে নতুন Network Card Driver সফট টি আপডেট করব তা নিচে দিলাম।
  • device manager ওপেন করুন।
  • Network adapters এ ভিতরে ঢুকুন।
  • আপনার Network Card Driver right click করে Update Driver Software click করুন।
  • নিচের ছবির মত আসলে Search automatically for updated driver software এ click করে
আপনার Network Card Driver সফট টি আপডেট করে নিন।


পদ্ধতি ৫ Disable Bandwidth Reserves

এ পদ্ধতিটি দুই ভাগে ভাগ করা হয়েছে। এ পদ্ধতি টি হয়ত অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য কঠিন।

পদ্ধতি 1

  • Run গিয়ে gpedit.msc টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে
  •  

  •  
  • এবার এভাবে ধাপে ধাপে যান  Local Computer Policy\Computer Configuration\Administrative Templates\Network\QoS Packet Scheduler
  • এবার Limit reservable bandwidth  এ  right click করে Edit এ click করুন।
  • নিচের ছবির মত আসলে enabled এ click করুন এবং  Bandwidth limit to”0 লিখে ok দিয়ে বের হয়ে যান।

 

 

পদ্ধতি 2

  • Run গিয়ে regedit.exe টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে

  • এবার এভাবে ধাপে ধাপে যান HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows
  • এবার Pshed click করুন।দেখবেন ডান পাশে এই লিখাটি আছে NonBestEffortLimit।
  • NonBestEffortLimit right click করে Modify এ ঢুকুন।
  •  
  •  

  •  
  •  
  • এখন Decimal এ click করুন এবং  Value data 1 থেকে 100 দিন।তারপর ok দিন।
সব গুল ধাপ শেষ করে আপনার  computer টি Restart দিন। এখন উপভোগ করুন আপনার windows এ ১০০% Bandwidth। দেখবেন আপনার নেট অনেক খানি ফাস্ট হয়েছে। সব গুল পদ্ধতি আপনি ভাল ভাবে শেষ করতে পারলে windows এ ১০০% Bandwidth পারবেন।








Bitdefender 2015 All Security Products সাথে ____________ !!!নিয়ে নিন

Bitdefender 2015 All Security Products সাথে ____________ !!!নিয়ে নিন
Shyamalsoft




 আশা করি সবাই ভালোই আছেন।

আজ আপনাদের মাঝে এলাম Bitdefender 2015 All Security Products সাথে  Crackনিয়ে!! কথা বারাইলাম না কাজের কথায় চলে যাই ।

১. ডাউনলোড করে নিন Bitdefender Antivirus Plus Final

 32 বিট - এখান থেকে  [ ৩৫২ এম বি]

৬৪ বিট - এখান থেকে [ ৩৮৯ এম বি]

ওয়েব সেটআপ - এখান থেকে [ ৭ এম বি]

 

২. ডাউনলোড করে নিন Bitdefender Internet Security Final

32 বিট - এখান থেকে [ ৪১৮ এম বি]

৬৪ বিট - এখান থেকে [ ৪৫৫ এম বি]

ওয়েব সেটআপ - এখান থেকে [ ৭ এম বি]

 

৩. ডাউনলোড করে নিন Bitdefender Total Security Final

32 বিট - এখান থেকে [ ৪২২ এম বি]

৬৪ বিট - এখান থেকে [ ৪৫৯ এম বি]

ওয়েব সেটআপ - এখান থেকে [ ৭ এম বি]

 

৪. ডাউনলোড করে নিন Bitdefender Windows 8 Security

32 বিট - এখান থেকে [ ৩৬৩ এম বি]

৬৪ বিট - এখান থেকে [ ৪১১ এম বি]

ওয়েব সেটআপ - এখান থেকে [ ৩ এম বি]

 

৫. ডাউনলোড করে নিন Bitdefender Antivirus Free

ওয়েব সেটআপ - এখান থেকে [ ১৫৮ কে বি]

 

 

৫. Crack ডাউনলোড করে নিন XFENDER.rar 
[ Bitdefender ২০১৪ ও ২০১৫ এর জন্যে]

এখান থেকে [ ৮৪২ কে বি]

 

 

এখন Trial কে Pro করবেন যেভাবেঃ

১. ইন্সটল Bitdefender 2015 যেকোনো একটির Official Trial ।

২. ইন্সটল করার পর রান করার দরকার নাই আর যদি করেন তাহলে বন্ধ করে দিন ।

৩. Crack ডাউনলোড করে Unzip করুন। XFENDER.exe নামে একটা ফাইল পাবেন । রান করুন।

৪. তারপর Activate Auto Reset বাটন এ ক্লিক করুন।

৫. PC Safe Mode এ রান হওয়ার Permission চাইবে Yes দিন।

৬. PC Safe Mode এ রান হলে XFENDER.exe আবার রান করবেন এবং Activate Auto Reset বাটন এ আবার ক্লিক করুন।

৭. অপেক্ষা করুন। Crack সম্পূর্ণ হলে  Massage দিবে। XFENDER.exe বন্ধ করে আবার নরমাল Window তে চলে আসুন।

৮. এখন Bitdefender রান করুন। দেখবেন আপনাকে ৯০ দিনের License Period দেয়া হয়েছে। পারলে Update দিন না পারলে দরকার নাই।

৯. ৯০ দিন পর License Period যখন ০ হবে এটা নিজে থেকেই আবার ৯০ দিন হয়ে যাবে। না হলে PC Restart দিন হয়ে যাবে।

১০. ৯০ দিন শেষ হওয়ার আগে যদি আপনার ইচ্ছা হয় আবার ৯০ দিন করবেন তাহলে XFENDER.exe রান করে Reset Now বাটন এ ক্লিক করুন । কাজ শেষ ।


আজ এই পর্যন্তই।

Programming Language NO NEED! Really......‘অ্যাপ ইনভেন্টর’ কিভাবে সেট আপ করবেন? Android Apps ( Second Part ) serial tunes follow up

Programming Language NO NEED! Really......‘অ্যাপ ইনভেন্টর’ কিভাবে সেট আপ করবেন? Android Apps ( Second Part ) serial tunes follow up
Shyamalsoft




‘অ্যাপ ইনভেন্টর’ কিভাবে সেট আপ করবেন?





 আমি আপনাদের গত পর্বে App Inventor নামের প্লাটফরম এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম যার দ্বারা আমরা কোন প্রকার প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ তৈরি করতে পারব। তবে কেউ সমালোচনা করার আগেই বলে নেই, App Inventor কিন্তু যেন তেন কোন platform নয়। এটি MIT এর আবিষ্কার। আর আমার মনে হয় Google তথা MIT এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না।

এই পর্বে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটার App Inventor ব্যাবহারের উপযোগী করবেন। অর্থাৎ অ্যাপ ইনভেন্টর কিভাবে সেট আপ করবেন। চলুন তার আগে জেনে নেই অ্যাপ ইনভেন্টর এর System requirements.

App Inventor ব্যাবহার করার জন্য আপনার কম্পিউটার এর যে সকল বিষয় থাকতে হবেঃ

কম্পিউটার এর অপারেটিং সিস্টেম হতে হবেঃ
  • Macintosh (with Intel processor): Mac OS X 10.5, 10.6
  • Windows: Windows XP, Windows Vista, Windows 7
  • GNU/Linux: Ubuntu 8+, Debian 5+
এদের যেকোনো একটি অপারেটিং সিস্টেম।
ব্রাউজার হিসেবে থাকতে হবেঃ
  • Mozilla Firefox 3.6 or higher
  • Apple Safari 5.0 or higher
  • Google Chrome 4.0 or high বা
  • Microsoft Internet Explorer 7 or higher.
এদের যেকোনো একটি ব্রাউজার।

ফোনঃ

App Inventor দিয়ে বানানো অ্যাপ যেকোনো এন্ড্রয়েড ফোনে রান করানো যাবে। কিন্তু App Inventor ডেভেলপমেন্ট এনভাইরন্মেন্ট এবং সেট আপ সফটওয়্যার নিম্নোক্ত ফোন গুলোকে বেশি সাপোর্ট করে । অন্য কোন ডিভাইস এর ক্ষেত্রে যারা এর হার্ডওয়্যার তৈরি করেছে তাদের দেওয়া ড্রাইভার সফটওয়্যার প্রয়োজন হবে। যেমন আপনি যদি সিম্ফনি এর এন্ড্রয়েড ফোন ব্যাবহার করে থাকেন তাহলে তাদের ফোনের সাথে দেওয়া ড্রাইভার সফটওয়্যার আপনার পিসি তে সেট আপ দিয়ে নিতে হবে।
  • Google: Nexus S, Nexus One, ADP1, ADP2, Ion
  • T-Mobile: G1*, myTouch 3G*
  •  Motorola: Droid* অথবা একই হার্ডওয়্যার এর অন্য ফোন।
যেই ফোন ই আপনি ব্যাবহার করেন না কেন আপনার ফোন এ SD Card থাকতে হবে, না হলে এটা App Inventor এর সাথে কাজ করবে না।
অ্যাপ ইনভেন্টর আরও অনেক মডেলের এন্ড্রয়েড ফোনের সাথে কাজ করে। এদের মধ্যে ডেল, সেমসাং এবং HTC অন্যতম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হার্ডওয়্যার তৈরি কারি দের দেওয়া ড্রাইভার সফটওয়্যার ইন্সটল করতে হবে।

সেট আপঃ

অ্যাপ ইনভেন্টর সেট আপঃ

অ্যাপ ইনভেন্টর একটা ওয়েব ব্রাউজার এর মধ্যে রান করে। যদি আপনি অ্যাপ ইনভেন্টর এর সাথে টেস্ট করার জন্য একটা ফোন ব্যাবহার করেন, তাহলে আপনাকে একটা USB cord দিয়ে আপনার কম্পিউটার এর সাথে সংযুক্ত করে নিতে হবে। আপনি কাজ করার সময় আপনার অ্যাপ্লিকেশান এর প্রত্তেক ধাপ এই ফোন এ শো করবে। যদি আপনার কোন ফোন না থাকে সেক্ষেত্রে অ্যাপ ইনভেন্টর এর সাথে সংযুক্ত ইমুলেটর (Emulator) ব্যাবহার করে আপনি আপনার তৈরি করা অ্যাপ টেস্ট করতে পারবেন। এটি একটি সত্তিকারের এন্ড্রয়েড ফোনের ন্যায় আচরন করবে। যখন আপনার অ্যাপ্লিকেশান টি তৈরি হয়ে যাবে। আপনি এটিকে অন্য যেকোনো এন্ড্রয়েড অ্যাপ এর মত একটি সম্পূর্ণ পেকেজ (Android apk file)  আকারে আউটপুট করতে পারবেন যা আপনি কম্পিউটার এ সংরক্ষন, ফোনে ইন্সটল এবং ওয়েব এ শেয়ার করতে পারবেন।
শুরু করার জন্য আপনাকে নিচের ২ টি ধাপ অনুসরন করতে হবেঃ
  • ১. কম্পিউটার সেট আপ করা।
  • ২. আপনি কোথায় ( ফোনে না ইমুলেটরে) আপনার তৈরি অ্যাপ টেস্ট করবেন তার উপর ভিত্তি করে নিচের যেকোনো একটি পদক্ষেপ নিনঃ
    • আপনার ফোন সেট আপ করুন এবং আপনার প্রথম অ্যাপ তৈরি করুন। অথবা,
    • আপনার প্রথম অ্যাপ তৈরি করুন এবং ইমুলেটর এ তা টেস্ট করুন।

কম্পিউটার সেট আপ করাঃ

আপনি প্রথমে আপনার কম্পিউটার JAVA কনফিগার করতে হবে (যদি না থাকে)। আপনি এটি http://www.java.com থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার কম্পিউটার জাভা কনফিগার হয়েছে কিনা তা জানার জন্য আপনি একটি টেস্ট করতে পারেন। জাভা টেস্টই পেজ এ যান। যদি আপনার জাভা কনফিগার ঠিক হয় তাহলে আপনি একটি মেসেজ দেখতে পাবেন । মেসেজ টি এমন- "Java is working and that the version is Java 1.6" বা " Congratulation! You have the recommended Java installed."

যদি এটি ওকে হয় তাহলে এবার এই লিঙ্ক এ গিয়ে AppInventor Java টেস্ট করে নিন। যদি Java ঠিকভাবে কনফিগার না হয় তাহলে App Inventor কাজ করবে না।

অ্যাপ ইনভেন্টর সেট আপ সফটওয়্যার ইন্সটল করাঃ

আমি এখানে শুধু উইন্ডোজ এর জন্য সেট আপ সফটওয়্যার ইন্সটল দেখাব। যদি আপনি MAC বা Linux এ সেট আপ করতে চান তাহলে নিচের লিঙ্কে জেতে পারেন-
আর যারা Windows ইউজার তারা আমার সাথে এই ধাপ গুলো অনুসরন করুন-
  • ১. App Inventor Setup Installer টি এখান থেকে ডাউনলোড করুন।
  •  
  • ২. এটি যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডার টি ওপেন করুন।
  •  
  • ৩. ফাইল টি ডাবল ক্লিক করে ওপেন করুন। ( যদি Windows 7 হয় তাহলে Right ক্লিক করে 'Run as administrator' অপশন দিন।
  •  
  • ৪. ধাপে ধাপে যা করা দরকার করে সফটওয়্যার টি ইন্সটল সম্পন্ন করুন। ইন্সটলেসন লোকেশন চেঞ্জ করবেন না কিন্তু এটি মনে রাখুন। কারন পরবর্তীতে এটি প্রয়োজন হতে পারে।

ফোন ড্রাইভারঃ

কিছু কমন এন্ড্রয়েড ফোনের ড্রাইভার সফটওয়্যার App Inventor Setup Software এর সাথে বিল্ট ইন থাকে। এগুলো হচ্ছ-
  • T-Mobile G1* / ADP1
  • T-Mobile myTouch 3G* / Google Ion / ADP2
  • Verizon Droid (not Droid X)
  • Nexus One
  • Nexus S
যদি আপনার ফোনটি এই লিস্ট এর বাইরে হয় আর আপনি ফোনটি অ্যাপ টেস্ট করার জন্য ইউস করতে চান তাহলে আপনি আপনার driver software মেনুয়ালি সেট আপ দিতে হবে। কিন্তু আপনি যদি ফোন এর বদলে emulator দিয়ে টেস্ট করতে চান তাহলে এ নিয়ে মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই।

এখন আসেন মেনুয়ালি সেট আপ দেওয়ার জন্য ড্রাইভার সফটওয়্যার আপনি কোথেকে পাবেন। আপনি যখন আপনার এন্ড্রয়েড ফোন কিনেছেন তখন নিশ্চয়ই দোকান থেকে আপনার ফোন এর সাথে একটা CD দিয়েছে। সেখানে আপনার ফোন এর ড্রাইভার সফটওয়্যার টি আছে। যদি এরকম কোন CD না দিয়ে থাকে অথবা আপনি তা হারিয়ে ফেলেছেন তাহলেও সমস্যা নেই। আপনি যদি একান্তই আপনার ফোন টি টেস্ট করার কাজে ইউস করতে চান তাহলে http://developer.android.com/sdk/oem-usb.html লিঙ্ক এ যান। যদি এখানেও আপনি আপনার ফোন এর ড্রাইভার না পান তাহলে আপনি আপনার ফোন Companyর সাইট ভিসিত করে দেখতে পারেন সেখানে তারা সাধারনত তাদেন ফোন গুলোর ড্রাইভার দিয়ে রাখে।
কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে এত কিছু না খুজে সোজা Emulator ইউস করাই ভালো।

পরবর্তী টিউনে আমরা যারা ফোনকে অ্যাপ ইনভেন্টরের সাথে টেস্ট করার কাজে ব্যাবহার করতে চাই তারা দেখব কিভাবে আপনার ফোনকে এই জন্য কনফিগার করবেন।

Programming Language NO NEED! Really......‘অ্যাপ ইনভেন্টর’ কী? Android Apps ( First Part -1) serial tunes follow up

Programming Language NO NEED! Really......‘অ্যাপ ইনভেন্টর’ কী? Android Apps ( First Part -1) serial tunes follow up
Shyamalsoft
 
আপনার কোন পূর্ব অভিজ্ঞতা নেই কিভাবে আপনি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডিজাইন বা ডেভেলপমেন্ট শুরু করবেন। আর তাই আমি আপনাকে সঠিক এবং পূর্ণ ধারনা দিয়ে শুরু করতে চাই।
 
আপনি যদি Java Programming শিখেন এবং তারপর Apps design শুরু করতে চান, তাহলে আমি বলব আপনি যেকোনো দিকে জেতে পারবেন। যেকোনো দিকে বলতে আমি বুজাচ্ছি যে আপনি চাইলে পরবর্তীতে iPhone, Android কিংবা Windows Phone অথবা অন্য যেকোনো Platform.

আর যদি আপনি এমনিতেই চান যে আমি coding গুরু হব তাহলে তো আরা কথা নেই। HTML থেকে শুরু করুন আর চলে যান ASP, PHP সহ অনন্য Web programming এর দিকে। তারপর আপনি শুরু করতে পারেন Java কিংবা Python দিয়ে। আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর বেসিক ধরে ফেলবেন তখন আপনার বুদ্ধি ই আপনাকে পথ দেখাবে যে কোন দিকে আপনি যাবেন।
 
কিন্তু আপনি যদি নিচক Android Application Develop করা শিখতে চান আর এটাকেই পেশা হিসেবে নিতে চান তাহলে আমি বলব দিনের পর দিন কষ্ট করে বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার কোন প্রয়োজন নেই।

MIT আপনার জন্য নিয়ে এসেছে এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি কোন প্রকার প্রোগ্রামিং জ্ঞান ছাড়া তৈরি করতে পারবেন Android Application. আর এটি এমন এক প্লাটফর্ম যেখানে সহজ সাজানো গোছানো ভিজুয়াল Element drag and drop এর মাধ্যমে আপনি মাত্র ১ ঘণ্টায় কোন প্রকার Coding অভিজ্ঞতা ছাড়াই তৈরি করতে পারবেন আপনার জীবনের প্রথম এন্ডয়েড অ্যাপ্লিকেশান।

এই প্লাটফর্ম টির নাম App Inventor






তো কি প্রমানিত হল? আপনি যদি সুধুমাত্র অথবা আপাতত আপনার ক্যারিয়ার হিসেবে এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপ কে নিতে চান তাহলে আপনার প্রয়োজন নেই অযথা এতো এতো Code শেখা। আর আমার এই টিউটোরিয়ালে আমি আপাদের App Inventor ব্যাবহার করে কিভাবে Application ডিজাইন করবেন তা ধাপে ধাপে শিখানোর চেষ্টা করব। Tutorial গুলো মুলত MIT এর দেওয়া টিউটোরিয়াল এর বঙ্গানুবাদ।
তো চলুন শুরু করি।


প্রথমেই জেনে নেই অ্যাপ ইনভেন্টর (App Inventor) কি?
App Inventor হচ্ছে এমন এক প্লাটফর্ম যার সাহায্যে আপনি একটা ওয়েব ব্রাউজার এবং একটা এন্ড্রয়েড ফোন অথবা ইমুলেটর (Emulator) দিয়ে এন্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ্লিকেশান ডিজাইন করতে পারবেন। App Inventor তাদের server এ আপনার পূর্ববর্তী কাজ জমা রাখে।





 

App Inventor এর পুর ইউনিট দুটো ভাগে বিভক্ত।
  • ১. App Inventor Designer.
  • ২. App Inventor Blocks Editor.
* App Inventor Designer এ আপনি আপনার অ্যাপ্লিকেশান এর components সিলেক্ট করবেন এবং
 
* App Inventor Block Editor দিয়ে আপনি আপনি বলে দেবেন যে আপনার components গুলো কোন ইভেন্ট এ কি কাজ করবে। এখানে আপনার কোন Coding এর প্রয়োজন হবে না।

আপনি খালি ব্লক গুলোকে puzzle এর মত একটির সাথে আরেকটি মিলাবেন।
আপনি যেভাবে ব্লক বা খণ্ডগুলো মিলাবেন আপনার কানেক্টেড ফোন বা ইমুলেটরে সেভাবেই অ্যাপ টি প্রদর্শিত হবে। আর তাই আপনি তৈরি করতে করতেই আপনার অ্যাপ টেস্ট করতে পারবেন। যখন আপনি পুরো অ্যাপ টি তৈরি করে ফেলবেন তখন আপনি আপনার অ্যাপ টি প্যাকেট করে কম্পিউটারে সংরক্ষন এবং ফোনে Install করতে পারবেন।

যদি আপনার কোন এন্ড্রয়েড ফোন না থাকে তাহলে কি আপনি অ্যাপ তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তার জন্য তো Emulator আছেই। যেখানে আপনি একটা virtual ফোন এ আপনার অ্যাপ টি রান করাতে পারবেন এবং টেস্ট করতে পারবেন। এটি একটি বাস্তব এন্ড্রয়েড ফোনের মত আচরন করে।

App Inventor development environment Mac OS X, GNU/Linux, and Windows operating systems সহ অনেক পপুলার এন্ড্রয়েড ফোন মডেলে সাপোর্ট করে। অ্যাপ ইনভেন্টর দিয়ে বানানো অ্যাপ সব এন্ড্রয়েড ফোনেই ইন্সটল করা যায়।


App Inventor ব্যাবহার করার আগে আপনার কম্পিউটার সেট আপ করে নিতে হবে এবং App Inventor Setup package ইন্সটল করে নিতে হবে। (চলবে)

পরবর্তী টিউনে আমরা দেখব কিভাবে আপনার পিসি তে অ্যাপ ইনভেন্টর সেট আপ করবেন।

যেকনো ভিডিও ডাউনলোড করুন একদম ফ্রি!!!! এক kb ও কাটবে না!!!!

 যেকনো ভিডিও ডাউনলোড করুন একদম ফ্রি!!!! এক kb ও কাটবে না!!!!
Shyamalsoft

প্রথমে you tube থেকে আপনা্র পছন্দের video select করুন। video টির url copy করুন। এবার VLC এর পালা। VLC আছে তো? 
না থাকলে


VLC open করুন। media----stream----network এবার পেস্ট করুন । আর play দিন। এবার right click করে view----advanced controls এ টিক দিন।



ব্যস। এবার record বাটন চাপুন।


record হলে videos এ সেভ হবে।