...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

Watch Unblocked YouTube.....NO speed loss and play video( Megatune)

Watch Unblocked YouTube.....NO speed loss and play video( Megatune)
Shyamalsoft

YouTube  সমস্যার কার্যকরী সমাধান। Internet Speed slow  হবে না, Video play  করা যাবে।

একটা বিশেষ কারনে বর্তমানে INDIA সহ আরো কয়েকটি দেশে YouTube  বন্ধ আছে। কিন্তু অনেক সময় অনেক কিছুর জন্য আমাদের YouTube  প্রয়োজন হয়ে পরে। 

 তখন একটা সমস্যায় পড়তে হয়। HTTP://  এর যায়গায় HTTPS://  লিখে আবার অনেকে Proxy server  ব্যবহার করে YouTube  ব্যবহার করে। এতে Speed  যেমন কমে যায় তেমনি অনেক সময় video play  করা সম্ভব হয় না।

এই সমস্যার পরিপূর্ন সমাধান এই Hotspot shield  software.  এই software  ব্যবহার করলে Internet speed  কমবে না আর video play  করা যাবে। সেই সাথে অনেক Blocked URL  আপনার PC  থেকে visit  করা যাবে।
  1. এজন্য প্রথমে software  টি Download  করে Install  করুন। ( software is freeware )
  2. তারপর PC  তে Internet connect  করুন।
  3. এরপর software  টি open  করুন এবং Connect  করুন। ( connect  হতে ৫-১০ sec  সময় লাগবে)
  4. Software  টি connect  হলে আপনি কোন ঝামেলা ছাড়াই YouTube  সহ অন্যান্য Blocked URL  এ Visit  করতে পারবেন।
Software  টি freeware  তাই License  বা crack  করতে হবে না।




Download below


Download Hotspot shield URL unblocker


iexplore.exe – Drive not Ready! সমস্যার সমাধান নিয়ে নিন।

iexplore.exe – Drive not Ready! সমস্যার সমাধান নিয়ে নিন।
Shyamalsoft

error


আপনারা অনেকেই হয়তো এই ইরর ম্যাসেজটি পেয়ে থাকবেন। এটা কতটা বিরক্তিকর নিজে ভুক্তভুগি না হলে বুঝা কঠিন। কারন আপনি যতবার পপআপ টি ক্লোজ করবেন ততবার বার বার একইভাবে আসতে থাকবে। এমনকি পিসি রিস্টার্ট দিলেও ঠিক হবে না।

অনেকে মনে করেন এটা ভাইরাস। আসলে তা নয়। উইন্ডোজ ড্রাইভের সমস্যার কারনে এটা হয়। সাধারনত ফ্লপি ড্রাইভে এই সমস্যাটা হয়।

 আপনার তো ফ্লপি ড্রাইভ নাই, তাইলে এটা দেখায় কেন!!!?

*প্রায় সব পিসিতেই ফ্লপি লাগানোর ব্যাবস্থা থাকে। তাই উইন্ডোজ নির্মাতারাও অপারেটিং সিস্টেমে ফ্লপির অপশন দিয়ে রাখে। তাই পিসিতে ফ্লপি ড্রাইভ থাকা না থাকা এখানে কোন ফ্যাক্টর না। চলেন সমাধান করি...।
আমার জানা মতে এর দুইটা সমাধান আছে।

১। নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়া। অথবা আগের কোন সময়ে সিস্টেম রিস্টোর করা যখন এই সমস্যা ছিল না।

২। ডিভাইস ম্যানেজারে কাজ করা

প্রথমটা আশাকরি সবাই পারবেন। আমি ২য় পদ্ধতিটা দেখাচ্ছিঃ

(১) প্রথমে স্টার্ট মেনুতে devmgmt.msc লিখুন এবং এন্টার চাপুন। অথবা Control Panel > Hardware & Sound > Device Manager –এ যান।

Image1

(২)চিত্রের মত Standard Floppy Disk Controller –এ রাইট ক্লিক করে Disable করে দিন।


Image2

চিত্রের মত ওয়ার্নিং ম্যাসেজ আসলে ইয়েস দিন।

Image3

এখন পিসি রিস্টার্ট দিয়ে দেখুন আর আসবে না।

Direct (Immigration ও Visa ) (বিশ্বের বিভিন্ন দেশের VISA প্রাপ্তির নিয়মাবলী ও ট্যুরিস্ট, স্টুডেন্ট ও ইমিগ্রেশন ভিসার তথ্য ) MEGA TUNES

Direct (Immigration ও  Visa ) (বিশ্বের বিভিন্ন দেশের VISA প্রাপ্তির নিয়মাবলী ও ট্যুরিস্ট, স্টুডেন্ট ও ইমিগ্রেশন ভিসার তথ্য ) MEGA TUNES
Shyamalsoft


বিভিন্ন কারণে আমাদের বিদেশ গমনের প্রয়োজন হতে পারে। আমাদের বিদেশ গমনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদেরকে সংশ্লিষ্ট ক্যাটাগরীর ভিসার জন্য আবেদন করতে হয়। আমরা যেসব ক্যাটাগরীর আওতায় বিদেশ ভ্রমনের ভিসার জন্য আবেদন করে থাকি সেগুলো নিচে ছকের সাহায্যে দেখানো হল:




বিদেশ গমনের উদ্দেশ্য


চাকুরী (Employment)
সরকারী ও পেশাগত
বেসরকারী ও পেশাগত



অভিবাসন 
(Immigration)
নিজ খরচে


উচ্চ শিক্ষা (Higher Studies)
স্কলারশীপ 




আনন্দ ভ্রমন
(Excursion)
আত্মীয় /স্পন্সর/ প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ



ব্যবসায়িক ভ্রমন
(Business Trip)
নিজস্ব বাণিজ্য প্রতিষ্ঠান
যৌথ কারবার












উপরোক্ত যে উদ্দেশ্যেই বিদেশ যাওয়া হোক না কেন, বিদেশ গমনেচ্ছু ব্যাক্তিদের কিছু বিষয়াবলী সম্পর্কে পূর্বেই স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। যেমন:
  • বিদেশ গমনেচ্ছু ব্যক্তির অবশ্যই অন্তত: ১ বৎসর মেয়াদ রয়েছে এরকম পাসপোর্ট থাকতে হবে।

  • আগহী ব্যক্তি যে দেশে যেতে ইচ্ছুক নিকটতম দূরত্বে অবস্থিত সে দেশের দূতাবাস থেকে যথাযথ নিয়ম অনুসরণ করে ভিসা গ্রহণ করতে হবে।

  • সংশ্লিষ্ট দূতাবাসের বেশ কিছু পূর্বশর্ত পূরণ সাপেক্ষে ভিসার আবেদন করতে হয়।

  • ভিসা পাবার যোগ্যতা প্রমানের জন্য আগ্রহী প্রার্থীকে দূতাবাসের ভিসা অফিসারের সামনে সাক্ষৎকার দিতে হয়। এই সাক্ষাৎকারের সময় কৌশলগত অনেক প্রশ্নের উত্তর দিতে হয়।

  • প্রাথমিক নির্বাচনের পর যথাযথ কর্তৃপক্ষের সাথে ডাকযোগে, ফ্যাক্সের মাধ্যমে অথবা ই-মেইলে যোগাযোগ করতে হবে।

ভিসার শ্রেণীবিভাগ (Immigration Visa)


ইমিগ্রেশন ভিসা:

বিদেশ গমনের জন্য ইমিগ্রেশন ভিসাই শ্রেষ্ঠ ও স্থায়ী পদ্ধতি; আর এ কারনেই পদ্ধতিটি বেশ জটিল ও সময় সাপেক্ষ। যেসব দেশে ইমিগ্রেশনের জন্য সরাসরি আবেদন করা যায় তাদের মধ্যে কানাডা, আষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইটালী ও আমেরিকা অন্যতম। বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতার ভিত্তিতে এসব দেশে ভিসার জন্য সরাসরি আবেদন করা যেতে পারে। এসব আবেদনপত্র সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন বিভাগ স্থানীয় হাইকমিশন বা দূতাবাসে যাচাই বাচাই শেষে নির্বাচিত হলে দূতাবাসে তাদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয়। সন্তোষজনক সাক্ষাৎকারের প্রেক্ষিতে প্রার্থীকে বিস্তারিত ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে বলা হয়। সবশেষে প্রার্থীর মেডিক্যাল এক্সামিনেশন করা হয়; এতে ফলাফল অনুকূল হলে তাকে সংশ্লিষ্ট দেশে স্থায়ী বসবাসের (Permanent residency) সুযোগ করে দেয়া হয়। এই প্রক্রিয়ায় প্রার্থী শুধু নিজেই নয় বরং পুরো পরিবারকে নিয়ে বিদেশ পাড়ি দিতে পারেন। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১-২ বছর সময় লেগে যেতে পারে।

ইমিগ্রেশন ভিসার জন্য যে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় সেগুলো নিম্নরূপ:
  • প্রাথমিক আবেদন

  • প্রাথমিক ভাবে নির্বাচিত হলে নির্ধারিত ফি প্রদানপূর্বক বিস্তারিত আবেদন।

  • সাক্ষাৎকার (সাধারণত ১০-১২ মাস পরে)

  • সাক্ষাৎকার সন্তোষজনক হলে মেডিক্যাল রিপোর্ট, পাসপোর্টসহ ইমিগ্রেশন ফি জমা দিতে হয়।

  • কাগজপত্রে কোন ভুল ধরা না পড়লে দূতাবাস গ্রীন সিগনাল দেবে প্রার্থী প্রার্থীকে। প্রার্থী তখন এয়ার টিকেট বুকিং দিয়ে বিদেশ যাত্রার প্রস্তুতি গ্রহণ করতে পারেন।

  • বিদেশে পৌঁছানোর ৩-৬ মাস পর প্রার্থী পোষ্যদের জন্য স্পন্সর করতে পারেন।

Australia / Canada / Newzeland

উপরোক্ত দেশগুলোতে ইমিগ্রেশনের প্রাথমিক যোগ্যতা অর্জন করতে আগ্রহী ব্যক্তিকে তার বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, বৈবাহিক অবস্থা ইত্যাদির উপরে ভিত্তি করে একটি নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে হয় যা এসব দেশ কর্তৃক নির্ধারিত করা আছে। যদি একজন ব্যক্তি ন্যূনতম পয়েন্ট অর্জন করে ইমিগ্রেশন আবেদনের প্রাথমিক যোগ্যতা লাভ করেন, তবে তিনি সরাসরি নির্ধারিত ঠিকানায় প্রাথমিক আবেদনপত্র প্রেরণ করবেন এবং উত্তরের জন্য অপেক্ষা করবেন। প্রার্থী যদি হ্যাঁ বোধক উত্তর পান তবে তিনি ভিসার মূল আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নিকটস্থ হাইকমিশনে জমা দেবেন। দরখাস্তের সাথে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র, ফি ও ফটো ইত্যাদি সংযুক্ত করতে হবে। অতঃপর আবেদনপত্রের সিরিয়াল অনুসারে সাক্ষাৎকারের জন্য ১ থেকে ২ বছর পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে। প্রার্থীর সিরিয়াল চলে আসলে সংশ্লিষ্ট হাইকমিশন থেকে সাক্ষাৎকারের জন্য প্রার্থীর কাছে আবেদনপত্র বা Invitation Letter প্রেরণ করা হয়।


সাক্ষাকার পর্ব

দূতাবাসের ইমিগ্রেশন অফিসারের সাথে সাক্ষাৎকার পর্ব ইমিগ্রেশন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রার্থীকে মনে রাখতে হবে একজন ইমিগ্রেশন অফিসারের হাতে সর্বময় ক্ষমতা দেয়া থাকে। ইনি যেসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীর যোগ্যতা নিরূপন করেন সে বিষয়গুলোতে প্রার্থীকে অবশ্যই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। ইমিগ্রেশণ অফিসারের সাথে সাক্ষাৎকারের ক্ষেত্রে কিছু অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ নিচে দেয়া হলো:

১) শালীনতাপূর্ণ মার্জিত পোষাক পরতে হবে। চুল, দাঁড়ির ছাঁট রুচিসম্মতভাবে হতে হবে। চোখের চাহনী এবং অভিব্যক্তিতে আত্মবিশ্বাস থাকতে হবে।

২) স্বাভাবিক স্বতস্ফুর্ত ভদ্রোচিত আচরন করতে হবে। যেমন: হাসিমুখে গুড মর্নিং বা গুড আফটারনুন বলে কথা শুরু করতে হবে।

৩। ইংরেজী ভাষায় শুদ্ধভাবে ও সংক্ষিপ্ত আকারে কথোপকথন চালাতে হবে। প্রশ্নদাতার কোন প্রশ্ন না বুঝতে পারলে সবিনয়ে বলতে হবে। pardon me বা excuse me, Would you please repeat the question? এর মানে হচ্ছে আমি আপনার প্রশ্নটি বুঝিনি, আপনিকি দয়া করে পুনরায় বলবেন। প্রশ্নের উত্তর স্পস্ট ও যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়াই বাঞ্চনীয়। মনে রাখতে হবে প্রশ্নটি না বুঝে কখনোই ভুল উত্তর দেয়া যাবে না। প্রশ্নকর্তার accent বুঝতে সমস্যা হলে বলতে হবে Would you please say that again? এটাই বিদেশী রেওয়াজ এবং প্রশ্নের সাথে Would you please বলে অনুরোধ করা এবং অনুরোধ মানলে Thank you বলে কৃতজ্ঞতা জানানো বাঞ্চনীয়।

৩) প্রশ্নকর্তা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রার্থীর মানসিক দৃঢ়তা সম্পর্ক নিশ্চিত হতে চাইবেন। তাই তিনি যে ধরনের প্রশ্নই করুন না কেন কোন অবস্থাতেই উত্তেজিত হওয়া চলবে না, বরং ঠান্ডা মাথায় হাসিমুখে তার প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে হবে। আর সর্বদাই আত্মবিশ্বাসী হতে হবে। আর কখনোই এমন মনোভাব প্রদর্শন করা যাবে না যে আপনি তাদের অনুকম্প প্রার্থনা করছেন বরং আপনার কথাবার্তায় যেন তাদের মনে হয় যে এই ব্যাক্তিটি তাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক হবে। শুধু সেক্ষেত্রেই আপনি সফলভাবে সাক্ষাৎকার পর্বে উত্তীর্ণ হতে পারেন।

৪। চাহিবা মাত্র যেন কর্তৃপক্ষকে যে কোন ধরনের কাগজপত্র প্রদর্শন করতে পারেন এজন্য আগে থেকেই প্রয়োজনীয় সব কাগজপত্র, ফিস ইত্যাদি গুছিয়ে রাখতে হবে।

ব্যক্তিগত ও ব্যবসায়িক ভ্রমন (Private and Business trip)

ব্যক্তিগত ভ্রমণ ভিসা (Tourist’s Visa) প্রাপ্তি সংক্রান্ত তথ্যগুলো নিম্নরূপ:


কারা পেতে পারেন

১। উচ্চ পদস্থ সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, পার্লামেন্ট সদস্য, সচিব, মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

২। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তি ও সংগঠক প্রমুখ।

৩। প্রবাসী আত্মীয় স্বজন দ্বারা আমন্ত্রিত এবং স্পন্সরকৃত আপনজন (যেমন: বাবা-মা, ভাই-বোন, ছেলেমেয়ে ইত্যাদি)।

৪। শিক্ষা সফরে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা এবং প্রকল্প সম্পর্কিত বিশেষ প্রতিনিধি বা প্রশিক্ষনার্থী।

৫। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এনজিও (NGO) বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমেও বিদেশ ভ্রমনের ভিসা পাওয়া সহজ তবে ঐসব বিষয়ে ভিসা প্রার্থীদের বিশেষ কিছু কৌশলগত প্রশ্নের উত্তর দিতে হয়। যেগুলো নিম্নরূপ:
  • সে দেশে কেন যাবেন এবং খরচ কে বহন করবে?
  • সে দেশে গিয়ে ফিরে আসবেন তার নিশ্চয়তা কি?
  • আগে কখনও সে দেশে বা অন্য কোন দেশে এ ধরনের কাজে গিয়েছেন কি না?
  • প্রার্থী প্রকৃতপক্ষে  কি পদমর্যাদায় আছেন, তার আয় কত-এ সবকিছুর প্রমান দাখিল করতে হবে।
  • প্রার্থীর গাড়ি, বাড়ি, টেলিফোন, মোবাইল, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আর্থিক স্বচ্ছলতার স্বচ্ছ বিবরণ দিতে হবে অর্থাৎ ভিসা অফিসারের মনে আস্থা আনতে হবে যে আমার দেশে আমি যথেষ্ট প্রতিষ্ঠিত ও স্বচ্ছল অবস্থায় আছি। কাজেই আপনার দেশে গিয়ে ফিরে না আসার কোন কারণ আমার নেই।
কাজেই ভিসা প্রার্থীরা আগেই যদি উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সম্যক অবহিত থাকেন এবং যথাযথ প্রস্তুতি গ্রহণ করেন তাহলে সাক্ষাৎকার পর্বে অংশ নেয়া তার জন্য অনেক সহজ হয়ে যায় এবং ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যায়।



স্টুডেন্ট ভিসা (Students Visa)

কোন বিদেশী বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির যোগ্যতা যাচাই পূর্বক উচ্চ শিক্ষার অনুমতি পেলে ছাত্র-ছাত্রীরা Students Visa পাওয়ার অনুমতি লাভ করে। এই ভিসাকে আমেরিকায় ও -২০, কানাডায় Students Authorization ও অন্যান্য দেশে Students Visa বলে।
কানাডা, অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ছাত্র-ছাত্রীরা পার্টটাইম কাজ করার অনুমতি পেতে পারে। আর শুধু Graduate Level-এ বৃত্তি পাওয়া যায়। Under Graduate Level-এ সচরাচর কোন বিদেশী ছাত্র/ছাত্রীকে বৃত্তি দেওয়া হয় না। ইউরোপীয়ান দেশগুলোর মধ্যে ফ্রান্সে ছাত্র-ছাত্রীদের কোন টিউশন ফি লাগে না। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী:
  • আগেই সরাসরি কিংবা এজেন্টের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভর্তি ফরম পূরণ ও ভর্তির অনুমোদন সংগ্রহ করতে হয়।
  • অনুমোদনপত্র ও বৃত্তিসংক্রান্ত তথ্যাবলীসহ নিকটস্থ দূতাবাস বা হাইকমিশনে যোগাযোগ করতে হয়।
  • সন্তোষজনক ভাবে সাক্ষাৎকার পর্ব শেষে ভিসা অনুমোদিত হয়।
  • কোন কোন ক্ষেত্রে মেডিক্যাল টেস্ট ও পুলিশ রিপোর্ট প্রয়োজন হতে পারে।
  • ভিসা প্রাপ্ত গ্রাজুয়েট ছাত্র/ছাত্রীর স্ত্রী/ স্বামী (Spouse) ও ছেলেমেয়েরা ভিসা পাবে।

চুক্তি ভিত্তিক নিয়োগ ভিসা (Contract Employee)

বিদেশী কোন প্রতিষ্ঠান পেশা ভিত্তিক দক্ষ বা অদক্ষ জনশক্তি আমদানী করলে প্রথমে চুত্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। এ চুক্তির শর্তানুযায়ী নিয়োগকর্তা “Letter of Authorization” পাঠায়। তার আগে এজেন্ট-এর মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ করে উপযুক্ত প্রার্থী বাছাই করেন। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইটালী, কোরিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশে এভাবে “চুক্তি নিয়োগ ভিসা” প্রদান করা থাকে।

ভিজিটর ভিসা (Visitor Visa)

স্বল্পকালীন ভ্রমন (ব্যক্তিগত বা অফিসিয়াল) বা বাণিজ্যিক কাজে ভিজিটরস ভিসা প্রযোজ্য। সরকারী এমপি, মন্ত্রী, উচ্চ পদস্থ কর্মকর্তাগণ লাল পাসপোর্ট (Red Passport) পেয়ে থাকেন। এতে যে কোন সময় সরকারী বা ব্যক্তিগত ভ্রমনে ‘ভিসা’ প্রাপ্তির সম্ভাবনা প্রায় শতভাগ। এছাড়া ব্যবসায়ীক কাজে বিত্তশালী বা খ্যাতনামা ব্যবসায়ীগণ সহজেই ‘ভিসা’ পান। পারিবারিক স্পন্সর (Family Sponsor) ডাক্তারী চিকিৎসা (Visa for medical Treatment) এবং কোম্পানী স্পন্সর (Company Sponsor) এর মাধ্যমে ভিসা পাওয়া যায়।

তবে, প্রত্যেকটি ক্ষেত্রেই মনে রাখা প্রয়োজন ভিসা অফিসার (Visa Officer) এর হাতে ঐ দেশের সরকার অসীম ক্ষমতা দিয়ে থাকে। কাজেই ভিসা অফিসারের সাথে সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাক্ষাৎকারের সময় অবশ্যই ভিসা অফিসারের এটা বুঝাতে হবে যে প্রার্থী প্রকৃতই তার দেশে ভ্রমন করতে যাচ্ছে এবং ভ্রমন শেষে সে নিজ দেশে ফিরে আসবে।

কিভাবে Google book এর বই FReeeeeeeeeee Download করা যায়.

কিভাবে Google book এর বই FReeeeeeeeeee Download করা যায়.
Shyamalsoft

আজকে আমারা দেখব 
কিভাবে google book এর বই কিভাবে download করা যায়.


Google books আমাদের কে বই পড়তে এবং বইএর preview দেখতে সাহায্য করে।
এইখানে সব বই download করা যায় না।

Google Books Downloader 2.3 এই software দিয়ে বই খুব সহজে Download করা যায়।

১। প্রথমে software টা install দিতে হবে।

২। তারপর Google books এ গিয়ে link টা copy করে নিচের ছবির মত URL এর জায়গায় paste করে Start এ click করলে  download হয়ে যাবে।



লিঙ্ক টা হলঃ gbooksdownloader.com/gbooks.exe

or


or

Google Input Tool এর সাহায্যে বাংলা লিখুন এখন আরো সহজে

Google Input Tool এর সাহায্যে বাংলা লিখুন এখন আরো সহজে
Shyamalsoft



সহজ বলছি এইজন্য এটা আপনি বাংলিশ লিখার মত করেই লিখতে পারবেন| যেভাবে বাংলিশ লিখে সেভাবে লিখলেই সেটা বাংলায় চলে আসবে|

এর জন্য আমাদের লাগবে গুগল ইনপুট টুলস| 
ডাউনলোড করুন এখান থেকে বা এখান থেকে সরাসরি এবং ইনস্টল করুন|

প্রয়োজনীয়:
- ইন্টারনেট সংযোগ থাকতে হবে ইনস্টল করার সময় |

- এক্সপি ইউসার হলে উইন্ডোস এক্সপি এর সিডিটা লাগবে ইনস্টল করার সময় | উইন্ডোস সেভেন এ কিছু লাগবে না|

- এক্সপি ইউসারদের কিছু সেটিংস ম্যনুয়ালি করতে হবে| ইনস্টলেশন প্রক্রিয়ার সময় একটা লিংক আপনার ব্রাউসার এ ওপেন হবে ওখানে ছবি সহ দেয়া থাকে কোথা থেকে কি পরিবর্তন করতে হবে| উইন্ডোস সেভেন হলে শুধু ইনস্টল দিলেই কাজ শেষ |

- ইনস্টলেশন প্রক্রিয়া দেখার জন্য এই লিংক এ যান|



ইনস্টল করার আগে চেক করে দেখুন আপনার জন্য সহজ হবে কিনা গুগল ইনপুট টুলস ব্যবহার করা| এই লিংক এ আপনি অনলাইন এ লিখতে পারেন|

বৈশিষ্ট্যগুলি

ইনপুট সরঞ্জামগুলি অন্যান্য ভাষায় টাইপ করাও সহজ বানায়, এমনকি যদি আপনার কিবোর্ড বা কম্পিউটার সেগুলিকে নাও সমর্থন করে৷ ভাষা এবং আপনার পছন্দগুলির উপর ভিত্তি করে, আমরা ভার্চুয়াল কিবোর্ড, প্রতিবর্ণীকরণ সরঞ্জাম এবং IME গুলির অফার করি৷

ভার্চুয়াক কিবোর্ডগুলি

ভার্চুয়াল কীবোর্ড নির্বাচিত ভাষা (যেমন অন্যদের মধ্যে আরবী, হীব্রু, অথবা কোরিয়ান) এর জন্য একটি অন-স্ক্রিন কীবোর্ড প্রদান করে৷ আপনি কীবোর্ডটি হয়ত মাউস দিয়ে কীগুলি ক্লিক করে ব্যবহার করতে পারেন, অথবা আপনার কীবোর্ডে টাইপ করে যেমন আপনি সেই ভাষার জন্য করতেন (ভার্চুয়াল কীবোর্ডটি আপনার ভার্চুয়াল কীবোর্ডে সেই অবস্থানে আপনার কীস্ট্রোকগুলিকে অক্ষরগুলিতে অনুবাদ করবে৷

ভার্চুয়াল কীবোর্ডগুলির কিছু সাধারণ ব্যবহার অন্তর্ভূক্ত করে:
  • বৈদেশিক কীবোর্ডে একজন ব্যক্তিকে তাদের নিজস্ব ভাষায়ে টাইপ করার অনুমতি প্রদান করে-যেমন বিদেশে ভ্রমণ করার সময় অথবা অন্য দেশে থাকার সময়ে,
  • অন-স্ক্রিন ক্লিকগুলি দ্বারা টাইপ করার অনুমতি প্রদান করে আরও অ্যাক্সেসযোগ্য টাইপ করার অভিজ্ঞতা সক্ষম করে,
  • আলাদা অক্ষর সেট এবং/অথবা বর্ণমালাগুলির মধ্যে সুইচ করতে একটি দ্রুত, সরল উপায় প্রদান করা৷

লিপ্যন্তর

লিপ্যন্তর উচ্চারণানুযায়ী ল্যাটিন অক্ষরগুলি (A, B, C, ইত্যাদি৷) অন্য ভাষা (যেমন গ্রীক, রাশিয়ান এবং অনেক ভারতীয় ভাষার) সমান অক্ষরগুলিকে রূপান্তর করে৷ এই সরঞ্জাম দ্বারা আপনি যা উচ্চারণানুযায়ী বোঝাতে চেয়েছেন ইংরেজী অক্ষরগুলির মাধ্যমে টাইপ করতে পারেন এবং সেইগুলি সঠিক বর্ণমালাতে প্রদর্শিত হবে৷ মনে রাখবেন যে বর্ণান্তরণ অনুবাদ থেকে আলাদা হয়; শব্দটির উচ্চারণ একটি বর্ণমালা থেকে অন্য বর্ণমালাতে রূপান্তরিত হয়, অর্থটি নয়৷

IME

ইনপুট মেথড এডিটার (IMEs) কীস্ট্রোকগুলিকে অন্য ভাষার অক্ষরগুলিতে রূপান্তরিত করে৷ আমরা অনেক প্রকারের IMEs প্রদান করি, উদাহরণস্বরূপ, সাধারন চীনার জন্য Pinyin এবং Wubi IMEs এবং ঐতিহ্যবাহি চীনার জন্য Zhuyin/Bopomofo IMEs এবং জাপানি IME৷
টিউন এ কোনো ভুলভ্রান্তি থাকলে নিজগুনে ক্ষমা করবেন|

Google থেকে খুব সহজে Search করুন, জেনে নিন কিছু এক্সক্লুসিভ টিপস

Google থেকে খুব সহজে Search করুন, জেনে নিন কিছু এক্সক্লুসিভ টিপস
Shyamalsoft


 নিয়মিত সবাই Googleলে প্রয়োজনীয় অনেক কিছু সার্চ করি। কিন্তু গুগলের অনেক গুপ্ত টেকনিক না জানা থাকার কারনে আমরা দৈনন্দিন কাজে গুগলের সার্চের উপর ১০০% নির্ভর করতে পারছিনা। আজকে ১০টি টিপস দিব। পুরোটুকু পড়ে দেখেনতো, কোন কিছুর জন্য আর অন্য কারও কাছে নির্ভর করতে হবেনা আর কোন দিন।

১। পছন্দের গান কিংবা মুভি খুজবেন, টেকনিকটি জেনে নিনঃ

বিভিন্ন ফরম্যাটের গান খুজে বের করা, নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এ ক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।

পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) James”। যদি বিশেষ কোন গান খুজবেন , ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi) kolkata james” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) piano james ।  অন্যান্য ক্ষেত্রেও এই টিপস কাজে লাগানো যাবে।

 ২। পিডিএফ ফাইল খুজে বের করুনঃ

বিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজে বের করার প্রয়োজন হয়। এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাবেই করে দেয়।
পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন, সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন: seo fileType:pdf

 ৩। কোন কিছুর অর্থ জানতে চানঃ

কোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।
পদ্ধতিঃ শুধু শব্দটির পূর্বে define  লিখে দিন। যেমনঃ define: scholarship

 ৪। বিভিন্ন ইউনিট পরিবর্তনে গুগলকে ডাকুনঃ

 উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে যেরকম পরিবর্তন করতে চান সেটি লিখুন।। যেমনঃ kg in pound, inch in km

 ৫। কারেন্সি কনভার্টের কাজেও গুগলের সাহায্য নিনঃ

প্রায়ই সময়ই ডলার রেট জানার জন্য অন্যের কাছ হতে সাহায্য নিতে হয়। এখন থেকে এ কাজটির জন্য গুগলকে ডিস্টার্ব করবেন।

পদ্ধতিঃ সার্চ বক্সে প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিন। ফরমেট টি হবেঃ USD in Indian Rupee

 ৬. কোন এলাকার সময় জানতে গুগলঃ

কোন এলাকার স্থানীয় সময় জানতে কারো সহযোগিতার দরকার নাই কিংবা কোন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করারও দরকার নাই। গুগল এ কাজে আপনাকে সাহায্য করবে।

পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নামের আগে “time” শব্দটি লিখুন। যেমনঃ time ‍Sydney লিখে সার্চ করুন।


 ৭. ঘরে বসে যেকোন জায়গার আবহাওয়ার রিপোর্ট খুজুনঃ

স্থানীয় সময় বের করার মতই যেকোন এলাকার আবহাওয়ার তথ্য জানতে গুগল আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন এবং নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমনঃ weather ‍Sydney লিখে সার্চ করুন।

 ৮. যেকোন এলাকার সূর্যদয় ও সূর্যাস্তের সময় জানুনঃ

ঢাকাতে বসে অন্য দেশের অন্য কোন শহরের সূযদয় এবং সূযাস্তের সময় জানতে চান। গুগলকে জিজ্ঞাসা করুন।

পদ্ধতিঃ যে শহরে সূযদয় ও সূযাস্তের সময় জানতে চান, সার্চবক্সে সেই শহরের নাম লিখুন, তার আগে Sunrise বা Sunset শব্দটি লিখুন। যেমনঃ sunset : sydney

 ৯। ক্যালকুলেটরের কাজ করা যাবে গুগলের মাধ্যমেঃ

হিসেব নিকেশ সহ যা যা কাজ করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় আপনার, সেই কাজগুলো এখন থেকে গুগলের সাহায্য নিয়েই করতে পারবেন। কাজটি অনেক সহজও।

পদ্ধতিঃ গুগলের সার্চে একটি হিসাব টাইপ (200 + 500 =) করুন, তাহলে গুগল ক্যালকুলের হাজির হবে।

 ১০. নির্দিষ্ট একটি সীমানাকে টার্গেট করে খুজে বের করুনঃ

আপনি যদি Kolkata অবস্থিত সকল রেস্টুরেন্ট খুজে বের করতে চান। তাহলে সেটি খুব সহজে বের করা সম্ভব।

পদ্ধতিঃ  প্রথমে লিংকটিতে যেতে হবে। https://plus.google.com/local। এবার সার্চের ঘরে restaurant এবং ঠিক পাশেই লোকেশন লেখার জায়গা রয়েছে। সেখানে লিখুনঃ Saltlake, Kolkata, India লিখে সার্চ করুন। মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্টগুলোর তথ্য খুজে পেয়ে যাবেন।

১১. ফোন নাম্বারের মাধ্যমে এর মালিকের পরিচয় খুজে বের করুনঃ

কোন ফোন নাম্বার জানা থাকলে তার মালিকের নাম খুজে বের করার ক্ষেত্রে গুগল

পদ্ধতিঃ কোন ফোন নাম্বার এবং তার আগে শুধুমাত্র এরিয়া কোড যোগ করে গুগলে সার্চ করুন। সেই নাম্বারের মালিকের নাম ও ঠিকানা খুজে বের করে দিবে এই গুগল।

 ১২।বিমানের ফ্লাইট শিডিউল এবং মালপত্র খুজতেও গুগলের সাহায্য নিনঃ

যেকোন ফ্লাইটের বর্তমান অবস্থা জানতে গুগলই যথেষ্ট। এবং একইভাবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মালপত্রে অবস্থান সম্পর্কেও জানতে চাইলে গুগল আপনাকে হতাশ করবেনা।

পদ্ধতিঃ সার্চের বক্সে প্লেন এবং তার ফ্লাইটের নাম্বার প্রবেশ করিয়ে এর বর্তমান অবস্থান এবং পৌছানোর সময় সম্পর্কে জানা যায়। আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে UPS, FedEx অথবা USPS  এবং সাথে এর ট্রাকিং নাম্বারটি লিখে সার্চ দিন। পেয়ে যাবেন তথ্য। ফরমেটটি হবেঃ fly dubai 456

 ১৩. যেকোন ভাষাতে ট্রান্সলেট করুনঃ

Google Language Tools 

(https://translate.google.com/#fr/en/) এর সাহায্যে যেকোন ভাষার লেখাকে অন্য যেকোন ভাষাতে পরিবর্তন করে দেখার জন্য গুগলের বিকল্প কোথাও নাই।

 পদ্ধতিঃ translate.google.com.bd  এ গিয়ে বামের খালি ঘরে মুল লেখাটি পোস্ট করুন। তারপর যে ভাষাতে ট্রান্সলেট করতে চান, সেটি সিলেক্ট করে Translate এ ক্লিক করলেই ডান পাশের খালি ঘরে সেটি দেখাবে।

১৪.  হুবহু কীওয়ার্ড ব্যবহার করা ওয়েবসাইটের লিস্ট খুজে বের করাঃ

এসইওর কাজে নির্দিষ্ট কীওয়ার্ড ব্যবহারকারীদের লিস্ট বের করে কম্পিটিশনের অবস্থা বুঝে তারপর র‌্যাংকিংয়ের পরিকল্পনা করা হয়। হুবহু সেই কীওয়ার্ড ব্যবহার করেছে, এরকম ওয়েবসাইট খুজে বের করতে গুগলই যথেষ্ঠ, অন্য কোন টুলস ব্যবহার করার প্রয়োজন নাই।

পদ্ধতিঃ কীওয়ার্ডটির দু’পাশে কোটেশন মার্ক ব্যবহার করুন। যেমনঃ “seo course in India" দিয়ে গুগলে সার্চ করলে এই কীওয়ার্ড যেই যেই ওয়েবসাইট হুবহু ব্যবহার করেছে, গৃগল তাদের লিস্ট রেজাল্টে প্রকাশ করবে।

 ১৫। নির্দিষ্ট একটি ওয়েবসাইটের নির্দিষ্ট কীওয়ার্ড সম্পর্কিত সকল পোস্ট খুজে বের করাঃ

শুধুমাত্র কোন নির্দিষ্ট একটি ওয়েবসাইট হতে নির্দিষ্ট কীওয়ার্ডের সকল পোস্ট খুজে বের করার প্রয়োজন হয় অনেক সময়। কাজটি খুজে বের করার জন্য গুগল আপনাকে সহযোগিতা করবে।

পদ্ধতিঃ গুগলে গিয়ে সার্চে কীওয়ার্ডটি লিখুন, তারপর একটি স্পেস নিন। তারপর site:domain name লিখে সার্চ করুন।যেমনঃ seo  site:creativeit-inst.com এটা লিখে সার্চ করুন।
পোস্টটি প্রথমে জেনেসিস ব্লগে পোস্ট করা হয়েছে।

(কোন সফটওয়্যার ছাড়া) সব থেকে সহজ পদ্ধতিতে ফেসবুক এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করুন।

(কোন সফটওয়্যার ছাড়া) সব থেকে সহজ পদ্ধতিতে ফেসবুক এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করুন।
Shyamalsoft


ফেসবুক এবং ইউটিউব দুটি জনপ্রিয় সাইট। ইউটিউব ভিডিও শেয়ারিং সাইট, তাছাড়া ফেসবুকেও অনেক তথ্যবহুল ও মজার কিছু ভিডিও দেখা যায়। যা অনেক সময় আমরা ডাউনলোড করতে চাই। কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কোন ডাউনলোড অপশন না থাকায় আমরা খুব ঝামেলায় পড়ি।
এজন্য আমরা সফটওয়্যার, IDM, ADD ON ইত্যাদি ব্যবহার করি, কিন্তু এগুলিতেও অনেক ঝামেলা হয় অনেক সময়। তাহলে আমরা কিভাবে সহজে সফটওয়্যার ছাড়া ফেসবুক এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করবো আসুন দেখি।




FACEবুকে আপনি যে VIDEO টা DOWNLOAD করতে চান, তার ব্রাউজার থেকে লিংকটা কপি করে, www  এর পরিবর্তে শুধু m লিখে লিংকটা ওপেন করুন।
DOT টা দিছেন কিনা খেয়াল রাখবেন।
নিচের ছবির মতো, দেখে করুন-
তারপর ভিডিও টা প্লে করে, ভিডিও এর উপর মাউসের রাইট ক্লিক করে Save Video as… এ ক্লিক করুন। এবার দেখেন মজা। ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে।
তারপর ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একইভাবে ভিডিওটির ওয়েব এড্রেসটা কপি করে  www .  এর পরে শুধু ss লিখে ইন্টার প্রেস করুন। নিচের ছবির মতো-

তারপর যে পেজটা আসবে সেখান থেকে যে ফরমেটে ডাউনলোড করতে চান-তার উপর ক্লিক করলে, ভিডিওটি সেই ফরমেটে ডাউনলোড হতে থাকবে।
নিচের মতো পেজ আসবে- 





আজ এই পর্যন্ত, দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে। আশা করি বুঝতে সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে কমেন্টে জানান।
ধন্যবাদ।
 

Goggle ড্রাইভ এবং Dropbox কে আজই ডিলিট করে দিন........নিয়ে নিন ৫০ জিবি Cloud Storage সম্পূর্ণ ফ্রিতে।

Goggle ড্রাইভ এবং Dropbox  কে আজই ডিলিট করে দিন........নিয়ে নিন ৫০ জিবি Cloud Storage সম্পূর্ণ ফ্রিতে।
Shyamalsoft


আমি আজকে  নতুন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। এখন হয়তো ভাবছেন এমন কি নতুন বিষয় আছে??? আসলে ব্যাপারটা তেমন নতুন নয় তবে 100% উপকার হবে আপনাদের।

আমরা সবাই Cloud Storage এর কথা জানি। কি মনে পড়ছে না??? আচ্ছা খুলে বলছি..........

আমরা Google drive , copy.com, drop box এরকম বিভিন্ন ধরনের cloud storage এর কথা জানি। তবে এই সকল cloud storage এ খুব বেশীি জিনিস রাখা যায় না। google drive এ ১৫ জিবি এবং dropbox এ ২ জিবি স্টোরেজ করা যায়। কিন্তু অনেক সময় আমাদের ফাইল বড় হওয়ার কারনে আরো জায়গা দরকার হয়। কিন্তু সেই জায়গার জন্য আমাদের হয়তো আরো একাউন্ট খুলতে হয় নয়তো ডলার পে করতে হয় স্পেস বাড়ানোর জন্য।

কিন্তু আমি আজ এমন একটি Cloud Storage এর কথা আপনাদেরকে বলবো,,, যাতে কোন ধরেনের ডলার ছাড়াই ৫০ জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখা যায়। সুতরাং আপনারা দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন জানার জন্য যে, কি সেই Cloud Storage এর ঠিকানা??? 

হ্যা বলে দিচ্ছি ওটা নাম মেগা.সিও.এনজেট 
অর্থাৎ

http://mega.co.nz

সুতরাং আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজ এখানেই শেষ করছি।

যেকোনো Paid version android application ফ্রিতে ডাউনলোড করুন

যেকোনো Paid version android application ফ্রিতে ডাউনলোড করুন
Shyamalsoft

আমি আপনাদের দেখাবো এন্ড্রইড এ কিভাবে যেকোনো প্রো ভার্সন এপলিক্যাশন ডাউনলোড করবেন । এন্ড্রইড এ অনেক সফটওয়্যার আছে যেগুলুর ফ্রি বা ট্রায়াল ভার্সন এ ফুল ফিচার থাকে না ।  গুগল প্লে স্টোর থেকে প্রো ভার্সন সফটওয়্যার ডাউনলোড করতে টাকা লাগে । টাকাটা বড় বিষয় না,  অনেকের মাস্টার কার্ড না থাকায় টাকা থাকা সত্যেও এপলিকেশন কিনতে পারে না । আজকে আমি আপনাদের 
এমন একটি Android সফটওয়্যার এর নাম বলব যেটা দিয়ে আপনি ফ্রিতে এন্ড্রইড এর যেকোনো প্রো ভার্সন সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পাড়বেন ।

সফটওয়্যার টির নাম হচ্ছে ব্ল্যাকমার্ট ।


ডাউনলোড লিঙ্কঃ

সফটওয়্যার টি প্রথমে ডাউনলোড করুন তারপর ইন্সটল করুন । তারপর যেকোনো পেইড সফটওয়্যার ডাউনলোড দিন আর :lol:

( Usefull tips) VIRUS আক্রান্ত কম্পিউটারের Folder option, Task Manager, System পুনরুদ্ধার করুন সহজে

( Usefull tips) VIRUS আক্রান্ত কম্পিউটারের Folder option, Task Manager, System পুনরুদ্ধার করুন সহজে
Shyamalsoft


কখনও কখনও আমরা কম্পিউটার ব্যবহার এর সময় ভাইরাস আক্রান্ত হয়ে ফোল্ডার অপশন, টাস্ক 
ম্যানেজার, run, regedit এর মত গুরুত্বপূর্ণ ফাংশন গুলো অকেজো হয়ে যায়। এক্ষেত্রে আমরা 
ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করেও তেমন একটা ফলপ্রসূ উপকার পাইনা। অগত্যা আমাদের পুনরায় 
অপারেটিং সিস্টেম সেটআপ করে সিস্টেম পুনরুদ্ধার করতে হয়।



আসুন দেখা যাক কোন রকম ঝামেলা ছাড়া খুব সহজে একটি ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে 
কিভাবে সিস্টেম পুনরুদ্ধার করা যায় ঠিক আগের মত।

RegainPower একটি ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার যা অনুপস্থিত ফোল্ডার অপশন, টাস্ক 
ম্যানেজার, run, regedit, search option পুনরায় সক্রিয় করতে এবং রান লুকানো 
ফাইল এবং ফোল্ডার, ইত্যাদি দেখাতে পারে ।

RegainPower খুব ছোট আকারের (743kB) এবং USB পোর্টেবল সফটওয়্যার যার 
ব্যবহার খুব সহজ। এখান থেকে ডাউনলোড করুন।

এবার পোর্টেবল সফটওয়্যারটি ওপেন করুন এবং টিক চিহ্ন মার্ক করে OK দিন। 
পিসি রিস্টার্ট করে 
দেখুন আপনার সিস্টেম পুনরুদ্ধার হয়েছে। 

ধন্যবাদ ।।

সহজেই Internet Download Manager দিয়ে পুরো WEBSITE COPY করুন

সহজেই Internet Download Manager দিয়ে পুরো WEBSITE COPY করুন
Shyamalsoft





দ্রুতগতিতে কোনো ফাইল ডাউনলোডের জন্য internet download manager [আইডিএম] এর বিকল্প নেই। আইডিএম ব্যবহার করলেও অনেকেই পুরো ওয়েবসাইট ডাউনলোড করার জন্য অন্য সফটওয়্যার ব্যবহার করেন। তবে সামান্য ট্রিকস খাটালেই আইডিএম দিয়েই পুরো ওয়েবসাইট ডাউনলোড করা যায়।
অফলাইনে ব্যবহার করার জন্য কোনো ওয়েবসাইটকে পুরোপুরি কম্পিউটারে ডাউনলোড করার জন্য প্রথমে আইডিএম ওপেন করতে হবে। এখন উপরের দিকে Tasks মেনুবার থেকে Run site Grabber নামে একটি অপশন আছে সেটি ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে গ্রাবার প্রজেক্ট নাম, সাইটের ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেট নাম চাইবে। এখানে একটি প্রজেক্ট নাম, সাইটের ঠিকানায় কাংখিত ওয়েবসাইটটির ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেটে The whole web site নির্বাচন করে দিতে হবে।



পরবর্তী উইন্ডোতে ওয়েবসাইটের ফাইলগুলো কোথায় সংরক্ষিত হবে সেটি নির্বাচন করে দিতে হবে এবং নিচের থেকে Convert the link in download HTML files to the local files for offline browsing এর পাশের চেকবক্সে টিকচিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী উইন্ডোতে কোনো পরিবর্তন ছাড়াই Next বাটনে ক্লিক করতে হবে। এরপরের উইন্ডোতে Download the following files এ All Files নির্বাচন করে নেক্সট করলেই ওয়েবসাইটটি ডাউনলোড শুরু হবে।