...........................................shyamalsoft copywrite সুরক্ষিত

নিজের পিসি থেকে অন্যের পিসিকে কন্ট্রোল করুন

 নিজের পিসি থেকে অন্যের পিসিকে কন্ট্রোল করুন

Shyamalsoft


নিজের পিসি থেকে অন্যের পিসিকে কন্ট্রোল করুন




"Internet Connection On থাকতে হবে"
আজকে আমি আপনাদের PC এর Control নিয়ে মজার একটি post করব। আপনি নিজের বাড়িতে বসে আপনার বন্ধুর বা যে কারো PC এর Control করতে পারবেন। মাত্র ছোট্ট একটি software দিয়ে এ কাজটি আপনি করতে পারবেন। এই software দিয়ে আপনি যা যা করতে পারবেন: অন্যের PC এর সব documents দেখতে পারবেন। যেকোন folder এ ঢুকতে পারবেন। অন্যের PC এর সব documents আপনার PC তে নিয়ে আসতে পারবেন। অন্যের PC থেকে Internet ব্যবহার করতে পারবেন। আরো অনেক কিছু। তাহলে দেখা যাক কিভাবে তা কাজ করে: 
প্রথমে software টি download করে নিন। 
a. Installer download b. portable download .exe file টিতে ডাবল click করুন। নিচের মত দেখা যাবে। Install option এ click করে নিচের next button এ click করুন। team viewer1 এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে। এবার personal/ Non commercial use এ click করে নিচের next button এ click করুন। team viewer3 এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে। 
এবার    I accept the terms of the License Agreement এবং I agree that I will only use TeamViewer for non commercial and private use বক্সে টিক চিহ্ন দিন এবং next button এ click করুন। 
team viewer2 এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে। এবার choose installation type dial box আসবে। সেখান থেকে No (default) অখবা Yes বাছাই করুন। অবশ্য পরবর্তীতে এটি পরিবর্তন করা যাবে। এবার Desktop থেকে  Team Viewer টি open করুন। এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে। সেখানে আপনি Id এবং password দেখতে পাবেন। আপনার বন্ধু ও একইভাবে Id এবং password দেখতে পাবেন । সেটি সংগ্রহ করুন। এবং এটি নির্দিস্ট স্থানে বসান। team viewer4 এখন আপনার বন্ধু বা যে কারো PC এর control থাকবে আপনার হাতে। এভাবেই আপনার বন্ধু বা যে কারো PC এর Control নিতে পারবেন।
ধন্যবাদ । সবাই ভাল থাকবেন।

“This Connection is Untrusted ” কিভাবে সমাধান করবেন ভবিষতে কাজে দিবে…


Shyamalsoft


“This Connection is Untrusted ” কিভাবে সমাধান করবেন ভবিষতে কাজে দিবে…


আমি একবার এই সমস্যায় পরে ছিলাম Google এর সাহায্যে Solve করতে পেরেছিলাম৷

সমাধানের উপায়:

1. Control Panel যান
2. এখন Date and Time ক্লিক করুন



3. Current Time & Date set করে নিন

4.  প্রয়োজনে Internet থেকে Update করে নিন, আরো বেশি ভালো হবে



 তারপর::



 Browser Reload দিন আর অনায়াশে Browse করুন সমস্যা হবে না।


সহজেই বের করে সাথে সাথে ডিলিট করে দিন আপনার কম্পিউটারের ডুপ্লিকেট ফাইলগুলো


Shyamalsoft


সহজেই বের করে সাথে সাথে ডিলিট করে দিন আপনার কম্পিউটারের ডুপ্লিকেট ফাইলগুলো




  অনেক অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ফাইল থাকে কম্পিউটারে যেগুলো আমাদের হার্ড-ডিস্কের মূল্যবান স্পেস দখল করে রাখে। 
এসব ফাইল গুলোকে খুজে বের করা অত্যন্ত কঠিন একটি কাজ।
আমি আপনাদেরকে একটি ছোট্র সফটওয়্যার শেয়ার করব যা দ্বারা এই সমস্থ কাজগুলো আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন। 

সফটওয়্যার হচ্ছে DuplicateFinder, এটি আপনার পিসির সকল ডুপ্লিকেট ফাইল খুজে বের করতে সক্ষম।
এটা আপনার পিসির ডুপ্লিকেট ফাইল গুলো মুছে ফেলে আপনার সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি এবং আপনার সিস্টেম কে অনেকটা গতি গতিসম্পন্ন করতে পারবে, ফলে কম্পিউটারের এন্টিভাইরাস এর স্ক্যানের সময় অনেকটা হ্রাস পাবে।
DuplicateFinder একটি ফ্রীওয়্যার প্রোগ্রাম। আপনার কম্পিউটারে থাকতে পারে এমন সব ক্লোন করা ফাইল এটি সনাক্ত করতে সক্ষম।


DuplicateFinder অপ্টিমাইজ সনাক্তকরণ ব্যবহার করে থাকে। এর ফলে সকল ডুপ্লিকেট ফাইলগুলো সহজেই সনাক্ত হয়ে যায়। এবং চিহ্নিত ফাইলগুলো সহজেই এর মাধ্যমে কপি, স্থানান্তর অথবা ডিলিট করা যায়।



এটি অনেক দ্রুত এবং কার্যকরী একটি সফটওয়্যার। এটি দ্বারা আমি প্রায় ৫ মিনিটে ৩৯ Gigabytes এর মত space খালি করেছি, 
যা ছিল সম্পূর্ণ ডুপ্লিকেট ফাইল দ্বারা পারিপূর্ণ।
 
এটি প্রায় সকল অপারেটিং সাপোর্টেড সফটওয়্যার।
নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।









(Software ছাড়া) নিজের ছবি দিতে পারবেন Pendrive বা Computer Drive এর আইকনে


Shyamalsoft



(Software ছাড়া) নিজের ছবি দিতে পারবেন Pendrive বা Computer Drive এর আইকনে



এবার নিচের লেখা গুলো লিখুন ।
[autorun]  
Icon=yourname.bmp
এবার উপরের লেখাগুলো autorun.inf নাম দিয়ে সেভ করে রাখুন।



এবার আসুন আইকন তৈরি করার পালা, যে আইকন আপনি ইমেজে ব্যবহার করবেন।
প্রথমে আপনি যে ছবি আইকনে দিবেন তা নির্বাচন করুন।
এবার ছবিটা Photoshpe /MS Paint এর প্রোগ্রাম চালু করুন। আমি কাজটা ফটোশপে মাধ্যমে করেছি আপনি ইচ্ছা করলে MS Paint কাজটা করতে পারেন।এবার File থেকে Open এ ক্লিক করে আপনার পছন্তমত ছবি নির্বাচন করে ফটোশপে ওপেন করুন।
এখন টুলবার থেকে Crop সিলেক্ট করে ছবিটা ৬০ pixel বাই ৬০ pixel রিসাইজ করে Yourname.bmp নামে সেভ করুন। 


সবশেষ ছবি আর লেখা দুইটি ফাইলকে কাট বা কপি করে পেন্ড্রাইভে পেস্ট করুন।
তারপর পেনড্রাইভটি খুলে আবার  প্রবেশ করান। 
আর দেখুন জাদু...।


এভাবে কম্পিউটারের সকল ড্রাইভেই আপনার পছন্দের ছবি ব্যবহার করতে পারবেন।

কি পাগলা করা TIPS তো 

এক নিমিষেই অনেকগুলো PDF ফাইলকে একটি করে ফেলুন

এক নিমিষেই অনেকগুলো PDF ফাইলকে একটি করে ফেলুন

Shyamalsoft

এক নিমিষেই অনেকগুলো PDF ফাইলকে একটি করে ফেলুন



আমাদের অনেক সময় দরকার হয় যে কতগুলো pdf ফাইলকে একত্র করে একটি করে ফেলতে, যেমন ধরুন আপনার কাছে একটি pdf বুক আছে, কিন্তু ওটা ৪ খণ্ডে ভাগ করা, এখন আপনি যদি চান ঐ ৪ খণ্ডকে একটি করে ফেলতে, তাহলে আপনার এই সফটওয়ারটি দরকার, 
ডাউনলোড করে নিন এখানে Click করে, এবং ইন্সটল করে ফেলুন।
এবার সফটওয়ারটি ওপেন করুন, 

নিচের মত দেখবেন..............................


এবার আপনি add file.. এ ক্লিক করে ঐ ৪ খণ্ড pdf কে সিলেক্ট করুন,  
আপনি কোন ফাইলটি আগে রাখবেন
এবং কোন ফাইলটি পরে রাখবেন তা নির্ণয় করে দিন, তারপর bind এ ক্লিক করুন, এবং সর্বশেষ নতুন একটি নাম দিয়ে
যেখানে ফাইলটি রাখতে চান তা দিখিয়ে দিয়ে সেভ করে ফেলুন। ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনি ৪ খণ্ডের বুকগুলোকে একটি বুকে রুপান্তর পেয়ে যাবেন।






Internet Download Manager এর একটি টিপস দেখুন, কাজে অবশ্যই লাগবে।

Internet Download Manager  এর  একটি টিপস দেখুন, কাজে অবশ্যই লাগবে।

Shyamalsoft



Internet Download Manager এর একটি টিপস দেখুন, কাজে অবশ্যই লাগবে।

যারা জানেননা তাদের জন্য  important একটি টিপস এটা। সাধারণত আমরা ডাউনলোডের জন্য সবাই idm ইউজ করে থাকি, কারন আমরা মতে
এখনও idm এর বিকল্প কোন download manager বেরই হয়নি।
ধরুন আপনি ৫০০ মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড দিলেন এবং অর্ধ বা বেশ অর্ধ ডাউনলোড হবার পরে কারেন্ট চলে গেল বা কোন কারনে আপনার
পিসি শাটডাউন বা রিস্টার্ট হয়ে গেল! ঠিক তখনি সমস্যা বাধে। 
মানে সে ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওই অর্ধ বা বেশ অর্ধ ডাউনলোড হওয়া ফাইলটিকে resume করতে পারেন না 

(সবসময় এমনটা হয়না, তবে প্রায়ই এমনটা হয়ে থাকে বিশেষ করে ইউটিউবের ফাইলগুলোতে এই সমস্যাটি বেশি হয়) তখনতো মাথা নষ্ট হয়ে
যাওয়ার কথা। তাই আপনার এই সমস্যাটি সমাধানের জন্য আমার আজকের পোস্ট। এবার দেখুন যেভাবে resume করবেন>>>>
resume না হওয়া ফাইলটি যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন সেখানে গিয়ে আবার ডাউনলোড দিন, ভয় পাবেননা। ২০-২৫ সেকেন্ড ডাউনলোড করে
stop মানে cancel করে দিন। এবার টাস্ক বার থেকে idm ওপেন করুন এবং এখন ২০-২৫ সেকেন্ড যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ ক্লিক করুন, 

নিচে দেখুন.......................



properties এ ক্লিক করার পরে নিচের মত দেখবেন...........................




এবার আপনি নীল দাগ দেওয়া লিংক গুলো কপি করে নিন এবং ok করুন।
তারপর যে ফাইলটি অর্ধ ডাউনলোড হয়ে resume হচ্ছেনা সে ফাইলটিতেও আগের মত মাউসের রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন।
ক্লিক করার পরে যে বক্সটি আসবে সে বক্সের address ঘরের লিংকটি মুছে দিয়ে আগের কপি করা লিংকটি পেস্ট করে ok করুন, 
নিচে দেখুন.........



এবার আপনি ফাইলটি resume করুন আর দেখুন মজা

সহজেই ক্ষতিগ্রস্থ এবং ধ্বংসপ্রাপ্ত ওর্য়াড ফাইল রিপেয়ার করুন

সহজেই ক্ষতিগ্রস্থ এবং ধ্বংসপ্রাপ্ত ওর্য়াড ফাইল রিপেয়ার করুন


Word was unable to read this document. It may be corrupt

তবে চলুন দেখে নেই কিভাবে ক্ষতিগ্রস্থ এবং ধ্বংসপ্রাপ্ত ওর্য়াড ফাইল কিভাবে রিপেয়ার করবেন:

অফিস ওপেন করুন > ফাইল মেনুতে ক্লিক করে > ওপেন অপশনে ক্লিক করুন


এখন ক্ষতিগ্রস্থ এবং ধ্বংসপ্রাপ্ত ওর্য়াড ফাইলটি নির্বাচন করে ওপেন বক্সের নিচের ক্লিক করে ওপেন এন্ড রিপেয়ার অপশনটিতে ক্লিক করুন



ব্যাস! হয়ে গেল! তবে অনেক ক্ষেত্রে এবং অনেক সকম মাইক্রোসফট অফিস ২০০৩ এবং এর আগের সংস্করণের এই বিল্ট ইন রিপেয়ার সিস্টেমটি কাজ নাও করতে পারে। 


এ ক্ষেত্রে মাত্র দেড় মেগাবাইটের একটি ফ্রি পোর্টেবল সফটওয়্যার দিয়েও রিপেয়ার করতে পারেন।

ফ্রি পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করে নিন: WordRepair.exe


সেলফোনের পরিবর্তে পিসিতেই অ্যান্ড্রয়েড চালানো

সেলফোনের পরিবর্তে পিসিতেই অ্যান্ড্রয়েড চালানো

সেলফোনের পরিবর্তে পিসিতেই অ্যান্ড্রয়েড চালানো।


বর্তমানে সেলফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের জয়জয়কার থাকলেও খুব কম মানুষই এটা ব্যবহার করার সুযোগ পেয়েছেন।  এজন্য প্রথমে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড [নূ্যনতম ২৫৬ মেগাবাইট] কম্পিউটারের সঙ্গে সংযোগ করাতে হবে। এর পর android-x86-2.2-generic.iso এবং UNetbootin অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড শেষে UNetbootin ফাইলটি রান করুন। প্রদর্শিত বার্তার পাশের দিকে UNetbootin অপশনটি ক্লিক করে সিলেক্ট থেকে আপনার ডাউনলোড করা android-x86-2.2-generic.iso ফাইলটি বাছাই করে দিন। এরই সঙ্গে নিচের দিকের মেন্যু থেকে ফ্লাশড্রাইভটি নির্বাচিত করে Ok ক্লিক করুন। কমান্ড পাওয়া মাত্র UNetbootin ফাইলটি ফ্লাশড্রাইভে কপি হওয়া শুরু হবে। ড্রাইভের গতির ওপর ভিত্তি করে কিছুটা সময় নেবে। প্রসেস শেষে পিসি রিস্টার্ট হওয়ার অনুমতি চাইলে Ok ক্লিক করতে হবে। পিসি চালু হওয়ার সময় অ্যান্ড্রয়েড রিবুট করার জন্য কিবোর্ড থেকে F2, F10 চাপতে হবে। কখনও বায়োসের গঠন আলাদা হওয়ায় অন্য কোনো বোতামে ফাংশনটি দিয়ে দেওয়া থাকতে পারে। সিলেক্ট অপশন এলে Live CD–Run Android-x86 without installation অপশনটি নির্ধারণ করে দিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে লোড হতে শুরু করবে। লোড হওয়া শেষ হলে সরাসরি অ্যান্ড্রয়েড ডেস্কটপ ওপেন হবে। এরপর ডেস্কটপ, উইজেট সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। পাশাপাশি নেট থেকে অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে অ্যাপ্লিকেশন নামিয়ে ইনস্টল করে অনেকটা ক্রোম ল্যাপটপের মতোই ব্যবহার করা যাবে। 


তবে মনে রাখতে হবে কম্পিউটার পুনরায় বন্ধ বা রিস্টার্ট দিলে আগের উইন্ডোজ চলে আসবে। 
ডাউনলোড ঠিকানা : 




Offline-এ Website ব্যবহার করুন (200% প্রমানিত)

Shyamalsoft


Offline-এ Website ব্যবহার করুন (200% প্রমানিত)


আজ আমি যে বিষয় টি নিয়ে আলেচনা করব তা হল আপনি যে কোন website সম্পূর্ন ভাবে ডানলোড করতে পারবেন।
 
কথা না বলে কাজ শুরু করি
 
HTTrack Website Copier
হল একটি website কপি করার ফ্রি software.

আপনার করণিয় কাজ

.HTTrack Website Copier সফটওয়্যার টি ডাউনলোড করুন(মাত্র 4mb) ডাউনলোড
 
. Next দিয়ে দিয়ে সঠিক ভাবে ইনস্টল করুন
 
. এর পর open করলে এই রকম একটি পৃষ্ঠা আসবে।


. এর পর Next কিল্ক করুন



এই বক্সে আপনি যে সাইট টি সম্পূন Download করতে চান সাইটের নাম লেখুন এই ভাবে http://www.shyamalsoft@blogspot.com এর পর Next বাটন কিল্ক করুন



. আপনার কাজ শেষ দেখুন এখন আপনার যে সাইট টি প্রয়োজন সে সাইট টি সম্পূর্ন কপি হয়ে যাবে আর আপনি তা Internet না থাকলে ব্যবহার করতে পারবেন


কেমন লাগল তা জানাতে ভুলবেন না